‘বিরাট’ ইনিংসে মাতল বলিউড! ওয়াংখেড়ে স্টেডিয়ামে তারকার মেলা, ফাইনালে ভারত

ভারতীয় দলের বর্তমান জার্সি পড়ে প্রথম থেকেই টিম ইন্ডিয়াকে উৎসাহ যুগিয়ে গেছেন রণবীর কাপুর (Ranbir Kapoor)।

মায়ানগরী বলিউডের (Bollywood) মোহময়ী আবেদনে আজ সাড়া দেয়নি। বিটাউন হাজির হয়েছে বিরাটের (Virat Kohli) কীর্তি দেখতে। টসে জিতে যখন রোহিত শর্মা (Rohit Sharma) ব্যাট করার সিদ্ধান্ত নেন তখনই ওয়াংখেড়ে স্টেডিয়াম (Wankhede stadium) নিজেকে সাজিয়ে নিয়েছিল কিং কোহলির বিশ্ব রেকর্ডের নজির দেখার জন্য। বাস্তবে হলও তাই। প্রিয় হিরো আর প্রিয়তমার সামনেই ইতিহাস তৈরি করলেন বিরাট কোহলি (Virat Kohli)। অপ্রতিরোধ্য ভারতীয় ক্রিকেট দল নিজেদের ফর্ম ধরে রাখল সেমিফাইনালেও। একের পর এক ছয় আর চারের বন্যা যখন ২২ গজ মাতাচ্ছে, তখন ক্রিকেটারদের সমর্থনে উৎসাহের সুনামি মুম্বইয়ের স্টেডিয়ামে। সাধারণ মানুষের সঙ্গে তাল মিলিয়ে নীল জার্সি পরে হাজির বলিউডের (Bollywood) সুপারস্টাররাও। প্রথম দফায় ভারতীয় ব্যাটিংয়ের সাফল্যে যেমন উচ্ছ্বাসে ভেসেছেন অভিনেতা-অভিনেত্রীরা, দ্বিতীয় ইনিংসে টেনশনে কখনও মাথায় হাত কখনো বা নখে কামড় দিতে দেখা গেছে সেলিব্রেটিদের। এত টেনশন বোধহয় নিজেদের সিনেমা মুক্তির সময়ও অনুভব করেননি রণবীর (Ranbir Kapoor), শাহিদ (Shahid Kapoor)বা সিদ্ধার্থ মালহোত্রারা (Siddharth Malhotra)।

৩৯৮ রানের লক্ষ্যমাত্রা দিয়েও ফিল্ডিংয়ের প্রথম মুহূর্ত থেকেই চাপের মধ্যে থাকতে হলও ভারতীয় ক্রিকেট দলকে (Indian Cricket Team)। ব্যাটিং দাপটের সৌজন্যে আকাশচুম্বী রানের ইনিংসেও টেনশন কাজ করেছে স্লগ ওভার পর্যন্ত। দুটো উইকেট হারানোর পর যখন একটা লম্বা পার্টনারশিপ গড়ে তুলছে নিউজিল্যান্ড তখন পুরো ওয়াংখেড়ে স্টেডিয়াম (Wankhede stadium) নিস্তব্ধ। কিউয়ি ব্যাটারদের বাউন্ডারি বা ওভার বাউন্ডারিতে একটা হাততালিও দেননি ভারতীয় সমর্থকরা। যত সময় গড়িয়েছে তত চাপা টেনশন কাজ করেছে। ২০১৯ এর স্মৃতি আবার ফিরবে না তো? এই প্রতিটা ইমোশনের সাক্ষী থেকে যে বলিউড। ম্যাচ চলাকালীন ক্যামেরা ফোকাস করল থালাইভাকে। অনেকেই বলতে শুরু করেছেন রজনীকান্ত যখন দেখতে এসেছেন তখন ইন্ডিয়া ওয়ার্ল্ড কাপ জিতেছে। মানে ২০১১ এর পরিসংখ্যান তো তাই বলছে। এবারেও কি এক যুগ আগের মুহূর্ত ফিরে আসবে? নিউজিল্যান্ডের উইকেট পতনে উচ্ছ্বাস দেখিয়েছেন শাহিদ কাপুর (Shahid Kapoor)। ভারতীয় দলের বর্তমান জার্সি পড়ে প্রথম থেকেই টিম ইন্ডিয়াকে উৎসাহ যুগিয়ে গেছেন রণবীর কাপুর (Ranbir Kapoor)। সস্ত্রীক সিদ্ধার্থ মালহোত্রা (Siddharth Malhotra)গোটা ম্যাচেই প্রার্থনা করে গেলেন। আনন্দে ভাসলেন ভিকি কৌশল (Vicky Kaushal)। সচিন তেন্ডুলকর (Sachin Tendulkar), নীতা আম্বানি, জয় শাহদের মাঝে দেখা মিলল বেকহ্যামের। বিরাট কোহলিকে শুভেচ্ছাও জানালেন তিনি। তবে নজর কাড়লেন বিরাট পত্নী। স্বামীর কৃতিত্বে মাঠে উড়ন্ত চুম্বন ছুড়ে দিলেন বলিউড অভিনেত্রী অনুষ্কা শর্মা (Anushka Sharma)। গোটা দেশ তাকিয়ে ছিল যে ম্যাচের দিকে সেখানে সফল নায়ক কোহলি। তবে ৭ উইকেট নিয়ে ফের নিজের জাত চেনালেন মহম্মদ শামি। শেষ মুহূর্ত পর্যন্ত লড়ে গেল নিউজিল্যান্ড। সবমিলিয়ে ভাইফোঁটার সন্ধ্যায় টানটান উত্তেজনায় ম্যাচ দেখলো ক্রিকেটপ্রেমীরা। ফাইনালি ফাইনালে টিম ইন্ডিয়া।

Previous articleভাইফোঁটায় মুর্শিদাবাদের হারানো ছেলেকে খুঁজে দিলেন কোয়েল!
Next articleবিরাটের দিনেও ‘ফোকাসে’ শামি! ওয়াংখেড়েতে কিউই ব.ধ করে বিশ্বকাপের ফাইনালে ভারত