Sunday, May 11, 2025

৭০ ঘণ্টা পার, উত্তরাখণ্ডের সুড়ঙ্গে আটকে ৪০ শ্রমিক, উদ্ধারকার্যে নামল বায়ুসেনা

Date:

Share post:

৭০ ঘণ্টা পেরিয়ে গিয়েছে এখনও উত্তরাখণ্ডের উত্তরকাশীতে নির্মীয়মান সুড়ঙ্গের মধ্যে আটকে রয়েছেন ৪০ জন শ্রমিক। উদ্ধারের সমস্ত রকম চেষ্টা চালানো হলেও বাধ সাধছে প্রকৃতি, বুধবার সকালে ফের ভূমিধস হয়েছে। এদিকে উদ্ধারের কাজে প্রশাসনের গড়িমশির অভিযোগ তুলে প্রতিবাদে সামিল হয়েছেন স্থানীয় বাসিন্দাদের একাংশ। এই পরিস্থিতিতে এবার ওই শ্রমিকদের উদ্ধারে নামল ভারতীয় বায়ুসেনা।

শ্রমিকদের উদ্ধার করতে মঙ্গলবার রাতে নতুন করে ড্রিল মেশিন দিয়ে সুড়ঙ্গ খোঁড়ার কাজ শুরু হলেও, সে কাজ বিশেষ কোনোও অগ্রগতি হয়নি। বরং নতুন করে ধস নেমেছে। এরপরই বিক্ষোভ দেখায় ক্ষুব্ধ জনতা। উত্তরকাশীর জেলাশাসক অভিষেক রুহেলা মঙ্গলবারই দুর্ঘটনাস্থল পরিদর্শন করেন এবং বুধবারই আটক শ্রমিকদের উদ্ধার করার আশ্বাস দিয়েছেন। তিনি জানিয়েছেন, যদি সবকিছু পরিকল্পনা মাফিক হয় তাহলে বুধবারই আটক শ্রমিকদের বের করা যাবে। কিন্তু, নতুন করে সুড়ঙ্গ খোঁড়ার মধ্যে ফের ভূমিধস নামায় উদ্বেগ আরও বাড়ল। এদিকে সুড়ঙ্গের ভিতরকার একটি ভিডিয়ো প্রকাশ্যে এসেছে। যেখানে দেখা যাচ্ছে, কংক্রিট, রডের স্তূপে সুড়ঙ্গের মুখ আটকে রয়েছে। ফলে শ্রমিকেরা বেরোতে পারছেন না। আটকে পড়া শ্রমিকদের মধ্যে বিহার, ঝাড়খণ্ড, উত্তর প্রদেশ, ওড়িশা, উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশের পাশাপাশি পশ্চিমবঙ্গেরও পরিযায়ী শ্রমিক রয়েছেন।

উল্লেখ্য, গত রবিবার দীপাবলির দিনই উত্তরকাশীর একটি নির্মীয়মাণ সুড়ঙ্গে ধস নামে। সেই সময় ৪০ জন শ্রমিক ভিতরে ছিলেন। সুড়ঙ্গের প্রবেশপথ থেকে ২০০ মিটার দূরে ধস নামে। ফলে ওই শ্রমিকেরা সুড়ঙ্গের ভিতরেই আটকে পড়েন। ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি। তারপর পুলিশ, দমকল বাহিনীর সঙ্গে উদ্ধারকাজে নামে রাজ্য ও জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী। কিন্তু, বুধবার সকাল পর্যন্ত কোনও শ্রমিককে উদ্ধার করা সম্ভব হয়নি।

spot_img

Related articles

সাক্ষাৎ করতে চান: শুনেই পাকিস্তানে আটক জওয়ান পুর্নম কুমারের স্ত্রীকে ফোন মুখ্যমন্ত্রীর

পাকিস্তানের সঙ্গে সংঘর্ষ থেমেও থামছে না। আর এই পরিস্থিতি কতটা উদ্বেগের মধ্যে ফেলছে হুগলির রিষড়ার বিএসএফ জওয়ান পুর্নম...

আগামী ১৬ মে থেকে শুরু হতে পারে আইপিএল

সরকারীভাবে ঘোষণা না হলেও আগামী ১৬ কিংবা ১৭ মে থেকেই শুরু হতে চলেছে আইপিএল। তবে ২৫ নয় আইপিএল...

অপারেশন সিন্দুর: শাড়িতে-কেকে ভারতীয় সেনাকে কুর্নিশ

পহেলগাম জঙ্গি হামলার প্রত্যুত্তরে পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরের ৯টি জঙ্গি ঘাঁটি ধুলিস্যাৎ করেছে ভারতীয় সেনা (Indian Army)।...

মাতৃদিবসে নস্টালজিক বিনোদন জগত, কথায়-ছবিতে সমাজমাধ্যমে অনুভূতি শেয়ার তারকাদের

পৃথিবীর আলো দেখিয়েছেন যিনি সেই মায়ের জন্য কোনও একটা দিন কখনই যথেষ্ট হতে পারেনা। বছরে প্রত্যেকটা দিনের প্রত্যেকটা...