Tuesday, January 13, 2026

ধৌলির পর মালদহ ইন্টারসিটি! ভাইফোঁটার দিন সকালে ফের এক্সপ্রেস ট্রেনে আ.গুন আ.তঙ্ক  

Date:

Share post:

ভাইফোঁটার (Bhai Phonta) দিন সাত সকালে ফের আগুন (Fire) আতঙ্ক এক্সপ্রেস ট্রেনে। বুধবার সকালে হাওড়াগামী মালদহ ইন্টারসিটি এক্সপ্রেসের (Maldah Intercity Express) ট্রেনের চাকা থেকে হু হু করে বেরোতে দেখা যায়। ঘটনাকে কেন্দ্র করে বীরভূমের (Birbhum) আমোদপুর স্টেশনে যাত্রীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। মালদহ থেকে হাওড়ার উদ্দেশে রওনা হয়েছিল ট্রেনটি। তারই একটি কামরায় আগুন লেগে যায় বলে খবর। এদিন আমোদপুরে ট্রেন থামলে আতঙ্কে দ্রুত ট্রেনের কামরা থেকে নেমে আসেন যাত্রীরা। বেশ কিছুক্ষণ সেখানেই দাঁড়িয়েছিল ট্রেনটি। পরে রেলের আধিকারিকরা স্টেশনে পৌঁছে যান। পরীক্ষার পর ট্রেনটি ফের হাওড়ার উদ্দেশে রওনা দেয় বলে খবর।

যাত্রীরা জানিয়েছেন, বুধবার মালদহ থেকে ট্রেন ছাড়ার পর সব স্বাভাবিকই ছিল। এক যাত্রী জানান, আচমকাই বি থ্রি কামরার যাত্রীরা ধোঁয়া বেরতে দেখেন। সঙ্গে সঙ্গে রেল কর্তৃপক্ষকে জানানোর চেষ্টা করা হয়। এরপর আমোদপুর স্টেশনে ট্রেন থামলেই যাত্রীরা নেমে আসেন। তবে কীভাবে ওই আগুন লাগল, কোথা থেকে ধোঁয়া এল, সে ব্যাপারে এখনও কিছু জানা যায়নি। রেলের আধিকারিকরা জানিয়েছেন, দূরপাল্লার ট্রেন হলে বড় বিপদ ঘটার সম্ভাবনা থাকত। এ ক্ষেত্রে যেহেতু ট্রেনের রুট দীর্ঘ নয়, সেকারণেই ট্রেনটিকে বিপদ বুঝে নিকটবর্তী স্টেশনে দাঁড় করিয়ে দেওয়া হয়। সেকারণেই কোনও সমস্যা হয়নি।

কয়েকদিন আগেই একইভাবে ধোঁয়া দেখা যায় পুরীগামী ধৌলি এক্সপ্রেসে। ওই ট্রেনের তৃতীয় বগির নীচ থেকে ধোঁয়া বেরতে দেখা যাচ্ছিল। আন্দুল স্টেশন পার হওয়ার পরই ঘটে যায় দুর্ঘটনা।

 

 

 

 

spot_img

Related articles

গঙ্গাসাগরে জনসমুদ্র! মাহেন্দ্রক্ষণের আগেই সাগরে ৬০ লক্ষের পুণ্যস্নান 

গঙ্গাসাগরে পুণ্যস্নানের জন্য রাজ্যের বিভিন্ন প্রান্তের পাশাপাশি দেশের নানা রাজ্য থেকে লক্ষ লক্ষ পুণ্যার্থী ভিড় জমিয়েছেন। মাহেন্দ্রক্ষণের আগেই...

আধিকারিকদের বিরুদ্ধে দুর্নীতির তদন্ত কে করবে: সুপ্রিম কোর্ট দ্বিধাবিভক্ত

সরকারি আধিকারিকদের জন্য দুর্নীতি বিরোধী আইনের ধারার বৈধতা নিয়ে সিদ্ধান্তে পৌঁছাতে পারল না দেশের শীর্ষ আদালত। দেশের একজন...

SIR-এর কাজের চাপেই মৃত্যু বিএলও-র! নির্বাচন কমিশনের ভূমিকা ঘিরে ক্ষোভ

গুরুতর অবস্থায় মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছিলেন তিনি। হাসপাতালে ভর্তি থাকার পর মঙ্গলবার এল সেই দুঃসংবাদ। মৃত্যু হল জলপাইগুড়ির...

ভারতের ‘জমির’ উপর দিয়ে চিনের রাস্তাঘাট: PoK হাতছাড়া, স্বীকার বিদেশ মন্ত্রকের

গোটা বিশ্বে যখন রাশিয়া-চিন জোটের দিকে না, আমেরিকার দিকে শক্তির পাল্লা ভারি, তা নিয়ে লড়াই চলছে, তখন আরও...