Thursday, August 28, 2025

নবনীড় বৃদ্ধাশ্রমে তারকার মেলা! টলি নায়িকাদের কাছ থেকে ফোঁটা নিলেন অরূপ বিশ্বাস

Date:

ভাইফোঁটা (Bhai fonta) বাঙালিদের বড্ড বেশি স্পেশাল। ভাই বোনের আত্মিক বন্ধনের এই উৎসব বাংলার সংস্কৃতির অন্যতম বড় পরিচায়ক বটে। নিজের বাড়িতে দাদাদের ফোঁটা দিয়ে বোনেদের স্পেশাল আবদার প্রতি ঘরের চেনা ঘটনা। কিন্তু এই উৎসবের আবহে যাঁদের কাছে প্রিয়জনেরা নেই অথবা অনেক দূরে সরে গেছেন কাছের মানুষেরা, বৃদ্ধাশ্রমে থাকা সেই বয়স্কা চোখগুলো তাকিয়ে থাকে নবনীড় আর তৃণমূল কংগ্রেসের দিকে। কারণ প্রত্যেক বছরের মত এবারও টালিগঞ্জ বিধানসভা এলাকার বাঁশদ্রোনীর ‘নবনীড় বৃদ্ধাশ্রম’-এ (Navanir) প্রতি বছরের মতো এবারও তৃণমূলের (TMC ) উদ্যোগে সাড়ম্বরে পালিত হল ভাইফোঁটা। ১০০ জন বৃদ্ধা শুধু যে রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাসকে (Arup Biswas) ফোঁটা দিলেন তেমনটাই নয়, ভালবাসায় ভরিয়ে দিলেন উপস্থিত টলি তারকাদেরও।

সকাল থেকেই এলাহী আয়োজন। রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস সবটা নিজে হাতে তদারকি করলেন। ‘নবনীড় বৃদ্ধাশ্রম’ যে একেবারেই তাঁর নিজের পরিবারের মতো। হাইভোল্টেজ সেমিফাইনাল ম্যাচের কথা মাথায় রেখে বড় টেলিভিশনের ব্যবস্থা করা হয়েছিল উৎসব প্রাঙ্গণে। প্রতিবছরই এখানে এক অন্যরকম ভাইফোঁটা কাটান টালিগঞ্জের (Tollygung) বিধায়ক তথা মন্ত্রী অরূপ বিশ্বাস (Arup Biswas)। এক মঞ্চে নেতা, বিধায়ক, মন্ত্রী আর টলি নায়িকাদের মেলবন্ধন যেন এক বিরল দৃশ্য তৈরি করল আজকের দিনে। উপস্থিত ছিলেন অভিনেত্রী তথা তৃণমূল যুবনেত্রী সায়নী ঘোষ (Sayani Ghosh), তারকা বিধায়ক জুন মালিয়া (June Malia), অভিনেত্রী সৌমিতৃষা কুন্ডু, রনিতা, সাংসদ-অভিনেত্রী নুসরত জাহান (Nusrat Jahan), ঐন্দ্রিলা , মানালি সহ অন্যান্যরা। ছিলেন অনন্যা বন্দ্যোপাধ্যায়, অরূপ চক্রবর্তীও। মন্ত্রী ফোঁটা নেওয়ার পর প্রত্যেক বোন, দিদি, বয়স্কদের হাতে তুলে দিলেন উপহার। বৃদ্ধাদের চোখে তখন আনন্দের অশ্রু। এটাই যে তাঁদের পরম পাওয়া। কেউ কেউ আদরের ভাই অরূপকে গাল টিপে আদর করেও দিলেন। খাওয়া দাওয়ার বিশাল আয়োজন করা হয়েছিল এদিন। জুন – নুসরতরা বললেন “এই আয়োজন অরূপদা ছাড়া কেউ করতেই পারেন না।”

‘নবনীড় বৃদ্ধাশ্রম’ সেই বয়স্ক চোখ গুলোর করুণ আর্তিকে সম্মান করতে জানে। পাশে আছে তৃণমূল কংগ্রেস। এদিন সেটাই ফের প্রমাণিত হল।

Related articles

সাত লুকের ‘বহুরূপ’ সোহমের, চ্যালেঞ্জ নিয়ে চমকে দিলেন অভিনেতা

যা কখনও হয়নি তা এখন হবে, এবার হবে। সেলিব্রেটিদের রিল - রিয়েলের আলাদা রূপ আর লুক নিয়ে কম...

উন্মুক্ত শৌচমুক্ত ৯৪ পুরসভা, স্বচ্ছতার শংসাপত্র বাংলাকে

শহরাঞ্চলে আর খোলা শৌচের দৃশ্য নেই। পুরসভাগুলির উদ্যোগ এবং পুর দফতরের তদারকিতে উন্মুক্ত শৌচমুক্ত হয়েছে কলকাতা সহ রাজ্যের...

ফাঁকা কেন্দ্রগুলিতে দ্রুত ইআরও–এইআরও নিয়োগের নির্দেশ কমিশনের 

ফাঁকা পড়ে থাকা একাধিক বিধানসভা কেন্দ্রে দ্রুত ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (ইআরও) এবং অ্যাসিসটেন্ট ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (এইআরও) নিয়োগের...

নথিভুক্ত অথচ নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে তলব করল কমিশন 

নির্বাচন কমিশনের নির্দেশে ফের সক্রিয় হল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। নথিভুক্ত হলেও কার্যত নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে...
Exit mobile version