Tuesday, August 26, 2025

আভদিভকা দখ.লের চেষ্টা রাশিয়ার, ‘চ.ড়া মূল্য চো.কাতে হবে’, হুঁ.শিয়ারি জেলেনস্কির

Date:

প্রায় ২ বছর ধরে যুদ্ধ জারি রয়েছে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে। ইউক্রেনের পাল্টা হামলায় কিছুটা পিছু হটলেও নতুন করে ফের ইউক্রেনের পূর্বাঞ্চলীয় শহর আভদিভকার দখলের চেষ্টা চালাচ্ছে রাশিয়া। এই শহরকে লক্ষ্য করে লাগাতার চলছে গোলাবারুদ। এখানে পরিস্থিতিতে এবার রাশিয়াকে কড়া বার্তা দিলেন, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। জানালেন, “আভদিভকায় হামলার চড়া মূল্য দিতে হবে রাশিয়াকে। বাখমুতের মতো ক্ষতি স্বীকার করতে হবে মস্কোকে।”

এক বিবৃতিতে জেলেনস্কি বলেন, আভদিভকাসহ পূর্বাঞ্চলীয় ডোনেস্ক অঞ্চলে রাশিয়ার আক্রমণ তীব্র হয়েছে। তিনি বলেন, বাখমুতের মতো আভদিভকার কাছেও বিপুল ক্ষয়ক্ষতির মুখে পড়েছে রাশিয়া সেনাবাহিনী। তবে ওই অঞ্চলে রাশিয়ার তরফে যেভাবে হামলা চালানো হচ্ছে তার চড়া মূল্য দিতে হবে মস্কোকে। পাশাপাশি জেলেনস্কি আরও বলেন, রাশিয়ার চাপ ঠেকিয়ে দেওয়া ভীষণ কঠিন। আভদিভকার কাছে যত বেশি রুশ সেনা ধ্বংস হবে, যুদ্ধে শত্রুদের সার্বিক অবস্থা আরও খারাপ হবে।

উল্লেখ্য, চলতি বছর মে মাসে দীর্ঘ লড়াইয়ের পর বাখমুত দখল করেছিল রাশিয়া। ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনের রাজধানী কিয়েভ দখলে ব্যর্থ হওয়ার পর দেশটির পূর্বাঞ্চলে দখলের চেষ্টায় নামে রাশিয়া। চলতি বছরের অক্টোবরের মাঝামাঝি থেকে আভদিভকা দখলে অভিযান জোরদার করেছে মস্কোর সেনারা। যুদ্ধের আগে শহরটিতে ৩২ হাজার বাসিন্দা ছিলেন। এখন বলা হচ্ছে, কোনও ভবন অক্ষত নেই। উল্লেখ্য, ইউক্রেনীয় প্রতিরোধের প্রতীক হয়ে উঠেছে আভদিভকা। ২০১৪ সালে কিছু দিনের জন্য রুশপন্থি বিচ্ছিন্নতাবাদীরা শহরটি দখল করেছিল। কিন্তু পরে ইউক্রেনীয় সেনারা তা পুনরুদ্ধার করে এবং প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলে।

এদিকে সাম্প্রতিক রিপোর্ট বলছে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এখনো পর্যন্ত বিপুল ক্ষয়ক্ষতির মুখে পড়েছে রাশিয়া। ইতিমধ্যেই ৩ লক্ষের বেশি সেনা হয় মারা গিয়েছে না হলে আহত। শুধু তাই নয়, ২৪৭৫টি বড় যুদ্ধ ট্যাঙ্ক, ৯৩টি ফিক্সড উইং এয়ারক্রাফ্ট, ১৩২টি হেলিকপ্টার, ৩২০টি অত্যাধুনিক ড্রোন, ১৬টি যুদ্ধ জাহাজ এবং ১৩০০টিরও বেশি আর্টিলারি সিস্টেম সহ ৭১১৭ টিরও বেশি রাশিয়ান সাঁজোয়া গাড়ি এই যুদ্ধে ধংস হয়েছে।

আরও পড়ুন- উত্তরবঙ্গের ব.ন্যা নিয়ন্ত্রণে ৫০০ কোটির প্রকল্প রাজ্যের

Related articles

২৮ অগাস্ট পরীক্ষা পিছিয়ে দেওয়ার আর্জি অধ্যক্ষদের, চিঠি মুখ্যমন্ত্রী -শিক্ষামন্ত্রীকেও

তৃণমূল ছাত্রপরিষদের (টিএমসিপি) প্রতিষ্ঠা দিবসকে ঘিরে ফের সরগরম হয়ে উঠল কলকাতা বিশ্ববিদ্যালয়। আগামী ২৮ অগাস্ট বিশ্ববিদ্যালয়ের অধীন কলেজগুলিতে...

বদমেজাজি! আমার ছবি এমনিও হলে চলে না, অকপট স্বীকারক্তি অঞ্জন দত্তের 

অভিনেতা–পরিচালক অঞ্জন দত্তকে নিয়ে দীর্ঘদিন ধরেই রয়েছে নানা বিতর্ক। অনেকেই তাঁকে ‘ঠোঁটকাটা’ বা ‘বদমেজাজি’ আখ্যা দেন। তবে এ...

চাঞ্চল্যকর ঘটনা পূর্ব মেদিনীপুরে! প্রতিশোধ নিতে শিক্ষকের হাতের কব্জি কেটে নিল যুবক

রোমহর্ষক ঘটনা! প্রতিশোধ নিতে শিক্ষকের হাতের কব্জি কেটে নিল যুবক। ঘটনার জেরে আতঙ্ক ছড়িয়ে পড়ে পূর্ব মেদিনীপুরের ভগবানপুর...

একগুচ্ছ প্রকল্পের শিলান্যাস! মঙ্গলে জেলা সফরে বর্ধমানে মুখ্যমন্ত্রী

আগামিকাল, মঙ্গলবার বর্ধমানে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জেলা সফর ঘিরে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। ইতিমধ্যেই সাজিয়ে তোলা হয়েছে...
Exit mobile version