৭ জানুয়ারি বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচন

খায়রুল আলম, ঢাকা

বাংলাদেশে আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। বুধবার (১৫ নভেম্বর) সন্ধ্যা ৭টায় আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবন থেকে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজি হাবিবুল আউয়াল জাতীয় নির্বাচনের এ তফসিল ঘোষণা করেন। ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ২০২৪ সালের জানুয়ারি মাসের ৭ তারিখ রবিবার ৩০০ আসনে দ্বাদশ জাতীয় সংসদের সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে।

এদিকে নির্বাচন সামনে রেখে সব ধরনের সংঘাত ও সহিংসতা পরিহার করে সমাধান খুঁজতে রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজি হাবিবুল আউয়াল। জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা কেন্দ্র করে নিরাপত্তা নিশ্চিত করতে নির্বাচন কমিশন সংলগ্ন এলাকায় র‍্যাব স্পেশাল বিশেষায়িত যানবাহন এপিসি-সহ ৭টি টহল দল মোতায়েন ছিল। এছাড়া রাজধানী ঢাকায় র‍্যাবের ৬০টি টহল দল মোতায়েন করা হয়েছে। ইসির তফসিল ঘোষণার আগেই এর বিরুদ্ধে সারা দেশে বিক্ষোভ শুরু করেছে বিরোধী দলগুলো। এছাড়া আগামী সপ্তাহে হরতালের কর্মসূচি দিতে পারে তারা। ইতিমধ্যে বিএনপি ও যুগপৎ আন্দোলনে যুক্ত দলগুলোর পঞ্চম দফা অবরোধ কর্মসূচির প্রথম দিন চলমান থাকায় তাৎক্ষণিক বিক্ষোভ করার সিদ্ধান্ত প্রায় গৃহীত হয়েছে। নির্বাচনের তফসিল ঘোষণাকে স্বাগত জানিয়েছেন ক্ষমতাসীন দল আওয়ামি লিগের নেতারা।

আরও পড়ুন- ‘জিততেই হবে, স্বপ্ন সত্যি করার এর থেকে বড় সুযোগ আর পাব না’: শামি

Previous article‘জিততেই হবে, স্বপ্ন সত্যি করার এর থেকে বড় সুযোগ আর পাব না’: শামি
Next articleসেদিন পা ছুঁয়েছিলে, আজ হৃদয় জিতলে, বিরাটে আপ্লুত শচীন