Tuesday, November 4, 2025

সংসদে প্রশ্নোত্তরের নিয়মে বড়সড় বদল! শীতকালীন অধিবেশন থেকেই চালু হওয়ার সম্ভাবনা

Date:

Share post:

আসন্ন শীতকালীন অধিবেশনে (Winter Session) সংসদে প্রশ্নোত্তরের নিয়মে বড়সড় বদল আসতে চলেছে। এবার থেকে আর সাংসদদের আপ্তসহায়ক বা অন্য কেউ প্রশ্ন করতে পারবেন না। সংসদের অধিবেশনে কোনও প্রশ্ন করতে হলে, তা নিজেকেই লিখতে হবে সাংসদকে। তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের (Mahua Moitra) কর্মকাণ্ডের জেরেই এমন পদক্ষেপ। আর এমন সিদ্ধান্ত নিয়ে ইতিমধ্যে শুরু হয়েছে জল্পনা।

মহুয়া মৈত্রের বিরুদ্ধে অভিযোগ, তিনি টাকার বদলে সংসদে প্রশ্ন করতেন। তাঁর বিরুদ্ধে অভিযোগ, আদানি ইস্যুতে মোদি সরকারকে আক্রমণ করার জন্য দুবাইয়ের ব্যবসায়ী দর্শন হিরানন্দানির থেকে ২ কোটি টাকা ও একাধিক দামি উপহার নিয়েছিলেন। প্রশ্ন করার জন্য মহুয়া মৈত্র ব্যবসায়ী দর্শন হিরানন্দানিকে সংসদীয় ইমেইল আইডির লগ ইন ও পাসওয়ার্ড দিয়ে দিয়েছিলেন। বিষয়টি লোকসভার এথিক্স কমিটি অবধি গড়ায়। এরপরই কমিটির তরফে মহুয়া মৈত্রের লোকসভার সদস্যপদ বাতিল করে দেওয়ার সুপারিশ দেওয়া হয়েছে। মহুয়ার সাংসদ পদ থাকবে কি না, তা শীতকালীন অধিবেশন শুরু হলেই জানা যাবে। সূত্রের খবর, এমন ঘটনার পরিপ্রেক্ষিতে লোকসভার সাংসদদের হয়ে তাঁদের ব্যক্তিগত আপ্তসহায়কদের অনলাইনে প্রশ্ন জমা দেওয়ার যে অধিকার ছিল, তা আপাতত অনির্দিষ্টকালের জন্য প্রত্যাহার করে নেওয়া হয়েছে। আপাতত সাফ জানিয়ে দেওয়া হয়েছে, আসন্ন শীতকালীন অধিবেশনে প্রশ্ন করতে হলে, সাংসদদের নিজস্ব অনলাইন অ্যাকাউন্টের মাধ্যমে বা হাতে লিখেই তা করতে হবে। বৃহস্পতিবার এই নিয়ে ভবিষ্যৎ কর্মপদ্ধতি ঠিক করতে একটি বৈঠকেও বসে লোকসভার সচিবালয়। তবে আগামী দিনে আপ্তসহায়কদের অ্যাকাউন্ট পরিচালনার অধিকার ফিরিয়ে দেওয়া হবে কি না, সে বিষয়ে কোনও সিদ্ধান্ত বৈঠকে হয়নি।

আগামী ৪ ডিসেম্বর থেকে সংসদের শীতকালীন অধিবেশন শুরু হচ্ছে। সূত্রের খবর, লোকসভায় মহুয়া মৈত্রের সাংসদ পদ নিয়ে এথিক্স কমিটির সুপারিশ সংসদে পেশ করা হবে। ওই রিপোর্টে তৃণমূল সাংসদের সদস্যপদ খারিজের পাশাপাশি তাঁর বিরুদ্ধে সরকারি তদন্ত করার সুপারিশ করা হয়েছে। তবে রাজনৈতিক মহলের মতে, জাতীয় ও আন্তর্জাতিক স্তরে নরেন্দ্র মোদির তীব্র সমালোচনা করে কেন্দ্রের অস্বস্তি বাড়িয়েছেন মহুয়া। গত চার বছর ধরেই মহুয়া প্রবল আক্রমণাত্মক ভঙ্গিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও প্রধানমন্ত্রীর সঙ্গে শিল্পপতি গৌতম আদানির সম্পর্ক নিয়ে আক্রমণ শানিয়ে এসেছেন। আর তারপরই মহুয়ার উপর চটেছে মোদি সরকার।

 

 

 

 

spot_img

Related articles

ফের SIR আতঙ্কে কীটনাশক খেয়ে আত্মহত্যার অভিযোগ, চাঞ্চল্য কান্দিতে

উলুবেড়িয়ার পরে কান্দি (Kandi)। ফের SIR আতঙ্কের বলি মুর্শিদাবাদের কান্দির এক ব্যক্তি। নিজের বাড়ি এমনকী দেশ ছেড়ে চলে...

মুখোমুখি যাত্রীবাহী ট্রেন ও মালগাড়ি! ছত্তিশগড়ে বিরাট দুর্ঘটনায় বাড়ছে মৃত্যু

এমন দুর্ঘটনা যেন ছিল সময়ে অপেক্ষা। ভারতীয় রেলের নজিরবিহীন গাফিলতিতে ফের বড় সড় ট্রেন দুর্ঘটনা। ছত্তিশগড়ের (Chhattisgarh) বিলাসপুরে...

মুখ্যমন্ত্রীকে কুকথা! সমনের বিরোধিতায় বিজেপির কৌস্তভের আবেদন খারিজ হাই কোর্টে

হাই কোর্টের নির্দেশে আরও বিপাকে বিজেপি নেতা তথা আইনজীবী কৌস্তভ বাগচী। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্যক্তিগত বিষয় তুলে অনলাইনে...

বাংলার একজনও যোগ্য ভোটারের নাম বাদ গেলে কেন্দ্রের বিজেপি-সরকার ভেঙে দেব: হুঁশিয়ারি মমতার

"বাংলার একজনও যোগ্য ভোটারের নাম বাদ গেলে কেন্দ্রে বিজেপির সরকার ভেঙে দেব"- মঙ্গলবার বাংলার ভোটাধিকার রক্ষার্থে আয়োজিত মহামিছিলের...