Saturday, November 15, 2025

সিন্ধ্রিয়া বিশ্বাসঘাতক: মধ্যপ্রদেশে প্রচারে গিয়ে তোপ প্রিয়াঙ্কার

Date:

মধ্যপ্রদেশের শেষ বিধানসভা নির্বাচনে কংগ্রেস জয় পেলেও জ্যোতিরাদিত্য সিন্ধ্রিয়ার বিশ্বাসঘাতকতায় বর্তমানে সেখানে বিজেপি সরকার। পাঁচ বছর পর ফের নির্বাচন হচ্ছে মধ্যপ্রদেশে। সেখানেই নির্বাচনের শেষ দিনের প্রচারে গিয়ে ‘বিশ্বাসঘাতক’ জ্যোতিরাদিত্য সিন্ধ্রিয়াকে আক্রমণ শানালেন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী। তার ভাষণে বারবার ঘুরে ফিরে এলো দলবদলু, প্রতারক, অহংকারী, বিশ্বাসঘাতক শব্দগুলি।

মধ্যপ্রদেশের দাতিয়ায় নির্বাচনী প্রচারে গিয়ে কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী বলেন, ‘উত্তরপ্রদেশে আমি সিন্ধ্রিয়ার সঙ্গে কাজ করেছি। তাঁর উচ্চতা কম। কিন্তু, অহংকারে জুড়ি মেলা ভার। কর্মীদের তাঁকে ‘মহারাজ’ বলে সম্বোধন করতে হত। নাহলে কোনও সমস্যার সমাধান হত না। উনি গোয়ালিয়র ও চম্বলের মানুষের সঙ্গে প্রতারণা করেছেন। ওঁর জন্যই কংগ্রেস সরকারের পতন হয়েছে।’ এর পাশাপাশি নির্বাচনী প্রচারে বিশ্বাসঘাতক সিন্ধ্রিয়াকে যোগ্য জবাব দেওয়ার জন্য রাজ্যবাসীর কাছে আবেদন জানান প্রিয়াঙ্কা। একই সঙ্গে নির্বাচনী প্রচারে প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদিকেও আক্রমণ শানাতে ছাড়েননি তিনি।

এদিন সলমন খানের ‘তেরে নাম’ সিনেমার উল্লেখ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আক্রমণ করেন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী। এর আগে কর্ণাটকের ভোটের প্রচারে ‘ক্রাই পিএম’ বলে প্রধানমন্ত্রীকে বিঁধেছিলেন তিনি। এদিন প্রিয়াঙ্কার কটাক্ষ, দেশে এই প্রথম কোনও প্রধানমন্ত্রী নিজের যন্ত্রণা নিয়েই সর্বদা কাতর থাকেন। কর্ণাটকেও কে, তাঁকে কত অপশব্দ বলেছে, সেই খতিয়ান বলে বেড়াতেন। তেরে নাম সিনেমায় শুরু থেকে শেষপর্যন্ত সলমন কেঁদেই গিয়েছিলেন। মোদির ক্ষেত্রেও তাই। মোদিকে নিয়ে এখন ‘মেরে নাম’ সিনেমা কেউ বানিয়ে ফেলতে পারে।

Related articles

রবীন্দ্র সরোবরের ছয় ক্লাবের সঙ্গে চুক্তি: সম্পূর্ণ আইনি পথে কর্পোরেশন

প্রায় পাঁচ দশক পর রাবীন্দ্র সরোবর চত্বরে অবস্থিত ছ’টি ক্লাবের সঙ্গে প্রথমবারের মতো আনুষ্ঠানিক ভাড়ার চুক্তি করল কলকাতা...

বিহারে কমিশনের কারচুপি, তোপ অখিলেশের: ঘুরিয়ে কংগ্রেসকে কটাক্ষ ওমরের

বিহারে এসআইআর প্রয়োগ করে ভোটারদের ভোটাধিকার ছিনিয়ে নিয়েছে নির্বাচন কমিশন। কংগ্রেস-আরজেডির (RJD) মহাজোটের এটাই ছিল বিহার নির্বাচনের মূল...

বিহারের মুখ্যমন্ত্রী কে: ইঙ্গিতপূর্ণ পোস্ট JD(U)-এর!

বিহার বিধানসভা নির্বাচনের ২৪৩ টি আসনের মধ্যে বিজেপি ৮৯ আসনে জয়ী। নীতীশ কুমারের জেডিইউ জিতেছে ৮৫ টি আসন।...

জাদুসম্রাটের বাড়িতে বিয়ের আসর! বিজ্ঞাপন দেখে পাত্র পছন্দ মৌবনীর

জিনা বন্দ্যোপাধ্যায় জনে জনে বার্তা রুটি গেল ক্রমে, বিয়ে করছেন মৌবনী শীতের মরশুমে! মেয়ের জন্য বিজ্ঞাপন দিয়েছিলেন পিসি সরকার, সেখান থেকেই পাত্র...
Exit mobile version