Wednesday, May 7, 2025

রাজস্থানে ঐক্যবদ্ধ কংগ্রেস, আমরা জিতবই: গেহলট-পাইলটকে সঙ্গে নিয়ে বার্তা রাহুলের

Date:

দ্বন্দ্ব সরিয়ে একজোট হয়ে রাজস্থানে লড়ছে কংগ্রেস। এ বার্তা আগেই দিয়েছিলেন অশোক গেহলট ও শচিন পাইলট। এবার নির্বাচনের প্রাক্কালে কংগ্রেসের দুই স্তম্ভকে পাশে নিয়ে বার্তা দিলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। জানালেন, রাজস্থানে কংগ্রেস ঐক্যবদ্ধ এবং আমরাই জিতবই।

দীর্ঘদিন ধরেই রাজস্থান কংগ্রেসের দুই শীর্ষনেতা অশোক গেহলট ও শচীন পাইলটের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্বের খবর নিয়ে ওয়াকিবহাল রাজ্য তথা দেশের রাজনৈতিক মহল। মাঝে দলের হাইকমান্ডের হস্তক্ষেপে দুই নেতার মধ্যে সম্পর্কের ফাটলে প্রলেপ পড়লেও তা খুব বেশিদিন স্থায়ী হয়নি। নির্বাচনের ঠিক আগে দলকে গুরুত্ব দিয়ে এবং হাইকমান্ডের উদ্যোগে দ্বন্দ্ব ভুলে কাছে আসেন দুই শীর্ষ নেতা। এদিন সকালে জয়পুর বিমানবন্দরে একইসঙ্গে দেখা যায় রাহুল গান্ধী, অশোক গেহলট ও শচীন পাইলটকে। সেখানেই সাংবাদিকদের প্রশ্নের উত্তরে রাহুল বলেন, “আমাদের শুধু একসঙ্গে দেখাই যাবে না, আমরা ঐক্যবদ্ধও। আমরা একসঙ্গেই থাকব এবং ভোটে জয়লাভ করব।”

উল্লেখ্য, বুধবারই মরুরাজ্যের মুখ্যমন্ত্রী গেহলট টুইটারে (বর্তমানে এক্স) একটি ছবি পোস্ট করেছেন, যেখানে গেহলটের টেবিলে তাঁর মুখোমুখি বসে রয়েছেন তাঁর প্রাক্তন ডেপুটি পাইলট। ছবির সঙ্গে গেহলট লিখেছেন, “একসঙ্গে। আবার জিতছে কংগ্রেস।” মুখ্যমন্ত্রীর এই পোস্ট ঘিরে দুই শীর্ষনেতার সম্পর্ক নিয়ে আবারও গুঞ্জন উঠেছে রাজস্থানের রাজনৈতিক মহলে। তাহলে কি দলের স্বার্থে আবার হাত মেলালেন গেহলট-পাইলট? এদিকে, রাজ্যে ভোটের প্রচারে এসেও দুই নেতার সম্পর্কে ফাটল মেরামতি নিয়েই ইঙ্গিত দিলেন কংগ্রেসের সেকেন্ড কমান্ডার রাহুল গান্ধীও।

Related articles

মকড্রিলের আগেই শুরু প্রত্যাঘাত, মধ্যরাতে পাক অধিকৃত কাশ্মীরে ভারতের মিসাইল হানা

দেশজুড়ে মকড্রিল শুরুর কয়েক ঘণ্টা আগেই মঙ্গলবার মধ্যরাতে পাক অধিকৃত কাশ্মীরে (POK) মিসাইল হানা ভারতের। সেনার তরফে এক্স...

সচেতনতায় জোর! রাজ্য জুড়ে পালিত হল বিশ্ব হাঁপানি দিবস

মঙ্গলবার রাজ্যের বিভিন্ন প্রান্তে পালিত হল বিশ্ব হাঁপানি দিবস। প্রতি বছর মে মাসের প্রথম মঙ্গলবার এই দিনটি পালিত...

ভিনরাজ্যে হেনস্থা! বাংলার শ্রমিকদের সুরক্ষায় কেন্দ্রকে চিঠি মুখ্যসচিবের

ভিনরাজ্যে কাজ করতে গিয়ে বারবার হেনস্থার শিকার হচ্ছেন বাংলার পরিযায়ী শ্রমিকরা। বিষয়টি নিয়ে এবার সরাসরি কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব গোবিন্দ...

অসুস্থতায় বদলে গেল ট্রেন যাত্রা! জবলপুর যাওয়ার পথে নিখোঁজ কেন্দ্রীয় মন্ত্রী

শনিবার রাতে দিল্লি থেকে মধ্যপ্রদেশের জবলপুরগামী গন্ডোয়ানা এক্সপ্রেসে সফর করছিলেন কেন্দ্রীয় মন্ত্রী জুয়েল ওরাম। কিন্তু রবিবার দামোহ স্টেশনে...
Exit mobile version