জাতীয় সামাজিক সহায়তা কর্মসূচি নিয়ে যে অভিযোগ করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তা সম্পূর্ণ মিথ্যা বলে জানালেন তৃণমূলে রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ । রীতিমতো পরিসংখ্যান তুলে ধরে এক্স হ্যান্ডেলে কুণাল লেখেন, জাতীয় সামাজিক সহায়তা কর্মসূচি-এর অধীনে, বয়স্কদের জন্য সামাজিক নিরাপত্তা পেনশন ২০০ টাকা কমিয়ে দেওয়া হয়েছে ।
শুধুমাত্র ২০০১ সালের আদমশুমারি অনুসারে তৈরি বিপিএল তালিকাভুক্ত ব্যক্তিদের পেনশন দেওয়া হয় । এনএসএপি-এর বাজেট ক্রমাগত কমেছে । এই বছরও, NSAP ১৬কোটি কমেছে।
তিনি লিখেছেন, সামগ্রিক বাজেটে বরাদ্দকৃত ব্যয়ের শতাংশের ভাগ ২০১৪-১৫ অর্ধ বর্ষের ০.৫৮% থেকে ২০২৩-২৪-এ মাত্র ০.২১%-এ নেমে এসেছে ।
তিনি লিখেছেন , ক্যাগের রিপোর্ট বলছে যে তহবিল বিমুখতা এবং অলসতা এবং এনএসএপি-এর পরিধি থেকে যোগ্য সুবিধাভোগীদের বঞ্চনা উন্নয়নের নামে একটি নিষ্ঠুর রসিকতা ছাড়া আর কিছুই নয়!