Thursday, May 15, 2025

রোহিত নয়, অন্য একজনও বিশ্বজয়ের ভাষণের অনুশীলন করছেন! মহুয়ার নিশানায় মোদি

Date:

আর কয়েক ঘন্টার অপেক্ষা। শুরু হয়ে গিয়েছে কাউন্ট-ডাউন। রবিবার আমেদাবাদে হাইভোল্টেজ বিশ্বকাপ ক্রিকেটের মেগা ফাইনাল। মহারণে মুখোমুখি বিশ্ব ক্রিকেটের দুই শক্তিশালী দল ভারত ও অস্ট্রেলিয়ার। ঠিক ২০ বছর আগের ফাইনালে ভারতকে হারিয়ে শিরোপা পেয়েছিল অস্ট্রেলিয়া। এবার দেশের মাটিতে রোহিত শর্মার ভারতের কাছে বদলা নেওয়ার বিরাট সুযোগ।

এমন উত্তেজক আবহে তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের খোঁচা, শেষ পর্যন্ত টিম ইন্ডিয়া বিশ্বজয়ী হলে অধিনায়ক রোহিত একা নন, আরও একজন বিশ্বজয়ী হওয়ার পর ভাষণ দেবেন। তাঁর ইঙ্গিত থেকে বুঝতে অসুবিধা নেই, আত্ম প্রচারক প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকেই নিশানা করেছেন কৃষ্ণনগরের সাংসদ।

মহুয়া নিজে লেখেননি, তবে একটি টুইটের স্ক্রিনশট শেয়ার করেছেন। যেখানে লেখা, “ভারতের কোনও এক স্থানে এক ব্যক্তি বিশ্বকাপ জেতার পরে কী ভাষণ দেবেন তার অনুশীলন শুরু করেছেন। তবে সেই ব্যক্তির নাম রোহিত শর্মা নয়।”

প্রসঙ্গত, বিরোধীরা বরাবর মোদিকে কটাক্ষ করে বলেন, অন্যের কৃতিত্বে ভাগ বসান প্রধানমন্ত্রী। যেমন, চন্দ্রযান-৩ চাঁদের দক্ষিণ মেরুতে সফল অবতরণ করার মুহূর্তে মোদিকে দেখা যায় ভারতের পতাকা নাড়তে। সেই সময় বলা হয়েছিল, ইসরোর বিজ্ঞানীদের সাফল্যে ভাগ বসাচ্ছেন মোদি। টিভির পর্দার অর্ধেক অংশ জুড়ে চন্দ্রযানের ছবি, আর অর্ধেক অংশে মোদি। যা নিয়ে সরব হয়েছিলেন বিরোধীরা। এবার ভারত যদি ক্রিকেটে বিশ্ব লজয়ী হয়, রোহিত-কোহলিদের সেই কৃতিত্বেও ভাগ বসাবেন মোদি, এমনই বলতে চেয়েছেন মহুয়া মৈত্র।

Related articles

কর্নেল কুরেশিকে নিয়ে সাম্প্রদায়িক মন্তব্য, বিজেপি মন্ত্রীকে সুপ্রিম-ভর্ৎসনা

অপারেশন সিঁদুরে নেতৃত্ব দেওয়া কর্নেল সোফিয়া কুরেশিকে (Sophia Qureshi) নিয়ে বিজেপি মন্ত্রীর দায়িত্বজ্ঞানহীন ধর্মান্ধ মন্তব্যের পড়া সমালোচনা করলেন...

কাশ্মীরে ফের উত্তেজনা, নিরাপত্তাবাহিনীর সঙ্গে সংঘর্ষে খতম ৩ জইশ জঙ্গি

ভূস্বর্গে ফের জঙ্গিদের সঙ্গে নিরাপত্তাবাহিনীর সংঘর্ষ। ভারতীয় সেনার (Indian Army) গুলিতে ত্রালে ৩ জইশ-ই-মহম্মদের জঙ্গির মৃত্যুর খবর মিলেছে।...

রাবাডার আসা নিয়ে স্বস্তি, সিদ্ধান্ত বদল দক্ষিণ আফ্রিকার

বিসিসিআইয়ের(BCCI) চাপে সিদ্ধান্ত বদল দক্ষিণ আফ্রিকা(South Africa) ক্রিকেট বোর্ডের! বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ নিয়ে হঠাত্ই নিজেদের সিদ্ধান্ত থেকে সরে...

মনিপুরের চান্দেলে সেনা অভিযান, গুলির লড়াইয়ে নিকেশ ১০ জঙ্গি

কাশ্মীরে জঙ্গিদের সঙ্গে গুলির লড়াই চলছে নিরাপত্তা বাহিনীর। এদিকে মনিপুরের মায়ানমার সীমান্ত লাগোয়া চান্দেল জেলায় অভিযান চালিয়ে ১০...
Exit mobile version