Tuesday, August 26, 2025

রোহিত নয়, অন্য একজনও বিশ্বজয়ের ভাষণের অনুশীলন করছেন! মহুয়ার নিশানায় মোদি

Date:

আর কয়েক ঘন্টার অপেক্ষা। শুরু হয়ে গিয়েছে কাউন্ট-ডাউন। রবিবার আমেদাবাদে হাইভোল্টেজ বিশ্বকাপ ক্রিকেটের মেগা ফাইনাল। মহারণে মুখোমুখি বিশ্ব ক্রিকেটের দুই শক্তিশালী দল ভারত ও অস্ট্রেলিয়ার। ঠিক ২০ বছর আগের ফাইনালে ভারতকে হারিয়ে শিরোপা পেয়েছিল অস্ট্রেলিয়া। এবার দেশের মাটিতে রোহিত শর্মার ভারতের কাছে বদলা নেওয়ার বিরাট সুযোগ।

এমন উত্তেজক আবহে তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের খোঁচা, শেষ পর্যন্ত টিম ইন্ডিয়া বিশ্বজয়ী হলে অধিনায়ক রোহিত একা নন, আরও একজন বিশ্বজয়ী হওয়ার পর ভাষণ দেবেন। তাঁর ইঙ্গিত থেকে বুঝতে অসুবিধা নেই, আত্ম প্রচারক প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকেই নিশানা করেছেন কৃষ্ণনগরের সাংসদ।

মহুয়া নিজে লেখেননি, তবে একটি টুইটের স্ক্রিনশট শেয়ার করেছেন। যেখানে লেখা, “ভারতের কোনও এক স্থানে এক ব্যক্তি বিশ্বকাপ জেতার পরে কী ভাষণ দেবেন তার অনুশীলন শুরু করেছেন। তবে সেই ব্যক্তির নাম রোহিত শর্মা নয়।”

প্রসঙ্গত, বিরোধীরা বরাবর মোদিকে কটাক্ষ করে বলেন, অন্যের কৃতিত্বে ভাগ বসান প্রধানমন্ত্রী। যেমন, চন্দ্রযান-৩ চাঁদের দক্ষিণ মেরুতে সফল অবতরণ করার মুহূর্তে মোদিকে দেখা যায় ভারতের পতাকা নাড়তে। সেই সময় বলা হয়েছিল, ইসরোর বিজ্ঞানীদের সাফল্যে ভাগ বসাচ্ছেন মোদি। টিভির পর্দার অর্ধেক অংশ জুড়ে চন্দ্রযানের ছবি, আর অর্ধেক অংশে মোদি। যা নিয়ে সরব হয়েছিলেন বিরোধীরা। এবার ভারত যদি ক্রিকেটে বিশ্ব লজয়ী হয়, রোহিত-কোহলিদের সেই কৃতিত্বেও ভাগ বসাবেন মোদি, এমনই বলতে চেয়েছেন মহুয়া মৈত্র।

Related articles

ট্রাম্পের ছোঁয়া পলকাটা হিরেতে! মোদির গুজরাটেই বেকার অন্তত ১ লক্ষ শ্রমিক

বন্ধুত্বের বাহানায় বিপুল ক্ষতির মুখে গোটা দেশকে ঠেলে দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে বন্ধু ডোনাল্ড ট্রাম্পের বসানো শুল্কের...

ভয় পেয়েই কুকথা শান্তনুর! ফাঁস মতুয়াদের নিয়ে নোংরা রাজনীতি

মতুয়াদের নিয়ে রাজনীতি করতে মাঠে নেমেছিলেন খোদ নরেন্দ্র মোদি। ঠাকুরনগরের ঠাকুরবাড়িতে আধিপত্য কায়েমে বিজেপির নোংরা রাজনীতি দীর্ঘদিনের। ঠাকুরবাড়ির...

নীরবে প্রস্তুতি শামির, দলীপ দিয়েই কামব্যাকের লড়াই

কয়েকদিন আগে এশিয়া কাপের(Asia Cup) দল ঘোষণা হয়েছে। সেখানে সুযোগ পাননি মহম্মদ সামি(Mohammed Shami)। ভারতীয় দলে তিনি ফিরবেন...

রবি ঠাকুরের ‘কঙ্কাল’ থেকে ‘কনকচাপা’: পার্থর নাটক দেখতে ভিড় জিডি বিড়লা সভাঘরে

রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্য ভাণ্ডার অবলম্বনে একের পর এক নাটক তৈরি হয়েছে— শারদোৎসব, রাজা, ডাকঘর, অচলায়তন, ফাল্গুনী, রক্তকরবী আজও...
Exit mobile version