Thursday, May 15, 2025

সরোজ গুপ্ত ক্যা.ন্সার সেন্টার অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের সুবর্ণ জয়ন্তীতে থাকবেন এক ঝাঁক বিশিষ্ট ব্যক্তিত্ব

Date:

ক্যান্সার আক্রান্তের পাশে থাকবেন গৌতম ঘোষ, অদিতি মহসিন, সৌরেন্দ্র-সৌম্যজিৎ। উদ্যোগ সরোজ গুপ্ত ক্যান্সার সেন্টার অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট,ঠাকুরপুকুর। কলকাতায় তারা সুবর্ণ জয়ন্তী উদযাপন শুরু করেছে।

ক্যান্সারের বিরুদ্ধে তাদের লড়াইয়ে আশার আলোকবর্তিকায় লড়াই করছেন বহু রোগী। এই বছর সুবর্ণ জয়ন্তী বার্ষিকীতে ইনস্টিটিউটটি বিজ্ঞান ভিত্তিক ও সাংস্কৃতিক অনুষ্ঠানের একটি সিরিজ সাজিয়েছে। চলতি মাসের ২৪ নভেম্বর কলকাতার কলামন্দিরে সন্ধ্যা ৬টায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে তা উদযাপিত হবে।প্রখ্যাত রবীন্দ্রসংগীত শিল্পী অদিতি মহসিনের গানের পাশাপাশি বিশিষ্ট সঙ্গীত শিল্পী জুটি সৌরেন্দ্র এবং সৌম্যজিৎ থাকছেন গানে, গানে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে পৌরহিত্য করবেন বিশিষ্ট চলচ্চিত্র পরিচালক গৌতম ঘোষ।
প্রসঙ্গত, ১৯৭৩ সালের গোড়ার দিকে শুরু হওয়া ইনস্টিটিউটের অসাধারণ যাত্রা শুরু হয়েছিল ডাঃ সরোজ গুপ্তের হাত ধরে । সেই সময়ের একজন তরুণ রেডিওথেরাপিস্ট, ব্যাপক ক্যান্সারের যত্নের প্রয়োজনীয়তা স্বীকার করেছিলেন। শহরের একমাত্র ক্যান্সার হাসপাতালে একটি শয্যাও নিরাপদ করতে পারেনি এমন রোগীদের সংগ্রামের সাক্ষী হয়ে, তিনি ডাক্তার, সমাজকর্মী এবং সমাজসেবীদের সমন্বয়ে একটি সংস্থা তৈরি করেছিলেন। মিশন ছিল – প্রকৃতির নির্মলতার মাঝে ক্যান্সারে আক্রান্ত রোগীদের, বিশেষ করে বঞ্চিতদের জন্য একটি ‘বাড়ি থেকে দূরে’ স্থাপন করা।১৯৭৩ সালে শহরের দক্ষিণ প্রান্তে দান করা জলাভূমিতে ২৫ শয্যার একটি সাধারণ বাড়ি থেকে, ইনস্টিটিউটটি অত্যাধুনিক সুযোগ-সুবিধা দিয়ে সজ্জিত একটি à§©à§§à§§-শয্যার সম্পূর্ণ বিস্তৃত ক্যান্সার হাসপাতালে পরিণত হয়েছে। বছরের পর বছর ধরে, এটি জাতীয় এবং আন্তর্জাতিক প্রশংসা অর্জন করেছে, বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) থেকে স্বীকৃতি এবং ইন্টারন্যাশনাল ইউনিয়ন অ্যাগেইনস্ট ক্যান্সার (UICC) এর সদস্যপদ অর্জন করেছে।
তার কৃতিত্ব সত্ত্বেও, প্রতিষ্ঠানটি বঞ্চিতদের সেবা করার মূল লক্ষ্যে প্রতিশ্রুতিবদ্ধ। স্কুলের শিশু, ব্যক্তি, দৈনিক মজুরি উপার্জনকারী, কর্পোরেট সেক্টর এবং জনহিতৈষী সংস্থা সহ বিভিন্ন উৎস থেকে সহায়তার মাধ্যমে, ইনস্টিটিউট উন্নত চিকিৎসা প্রযুক্তির সাথে তাল মিলিয়ে তার সুবিধাগুলি সময়োপযোগী করে চলেছে।
তারা জানাচ্ছেন , আসন্ন উদযাপন শুধুমাত্র বিনোদনের প্রতিশ্রুতি দেয় না বরং ক্যান্সার চিকিৎসা, রোগ নির্ণয় এবং গবেষণায় ইনস্টিটিউটের পাঁচ দশকের দক্ষতা সম্পর্কে সচেতনতা বাড়াতে চায়।এই ফান্ড রেইজার কনসার্ট ইনস্টিটিউটকে তার সুবিধাগুলিকে আরও উন্নত করতে সক্ষম করবে, সমাজে অত্যাবশ্যক পরিষেবাগুলির অব্যাহত বিতরণ নিশ্চিত করবে।” ,জানালেন সংস্থার অনারারি সেক্রেটারি অঞ্জন গুপ্ত। আসুন তাদের এই লড়াইয়ে আপনিও সামিল হোন।

Related articles

মনিপুরের চান্দেলে সেনা অভিযান, গুলির লড়াইয়ে নিকেশ ১০ জঙ্গি

কাশ্মীরে জঙ্গিদের সঙ্গে গুলির লড়াই চলছে নিরাপত্তা বাহিনীর। এদিকে মনিপুরের মায়ানমার সীমান্ত লাগোয়া চান্দেল জেলায় অভিযান চালিয়ে ১০...

ঘেরাও অভিযানের নামে মারমুখী চাকরিহারা শিক্ষকরা! ভাঙল বিকাশ ভবনের গেট

আদালতের নির্দেশ মেনে এগোচ্ছে সরকার। কিন্তু তার পরেও বিক্ষোভ দেখাচ্ছেন SSC-র ২০১৬ প্যানেলের যোগ্য চাকরিহারারা। বৃহস্পতিবার, বিকাশ ভবনের...

হাসপাতালে ভর্তি প্রভাত রায়, পরিচালকের সংক্রমণ নিয়ে বাড়ছে আশঙ্কা

গুরুতর অসুস্থ হয়ে কলকাতার এক বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন বর্ষীয়ান পরিচালক প্রভাত রায় (Director Prabhat Roy)। বেশ কিছু...

সংঘাত নয়, সুসংহত আন্দোলনেই হবে টেকনিশিয়ানদের মর্যাদা ও ন্যায্য দাবি আদায়, বার্তা স্বরূপের

বঞ্চনার প্রতিবাদে প্রযোজক ও পরিচালকদের একাংশের বিরুদ্ধে এবার সর্বভারতীয় স্তরে একযোগে প্রতিবাদে শামিল হয়েছেন টেকনিশিয়ানরা। টলিপাড়ার টেকনিশিয়ানদের দেখানো...
Exit mobile version