আদালতে যাওয়ার পথে পাঞ্জাবে পুলিশ আধিকারিককে গু.লি করে খু.ন!

পাঞ্জাবে পুলিশ আধিকারিককে গুলি করে খুন করল দুষ্কৃতীরা। আদালতে যাওয়ার পথে পাঞ্জাবের এক পুলিশ আধিকারিক স্বরূপ সিংকে গুলি করে খুন করার অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে। গতকাল, শুক্রবার সকালে ঘটনাটি ঘটেছে অমৃতসরের খানকোটে।

পুলিশ সূত্রে খবর, মৃত পুলিশ আধিকারিক স্বরূপ সিং অ্যাসিস্ট্যান্ট সাব-ইনস্পেক্টরের পদে কর্মরত ছিলেন। শুক্রবার হাই কোর্টে যাওয়ার সময় তাঁর গাড়ি লক্ষ্য করে গুলি চালায় দুষ্কৃতীরা। ঘটনাস্থলেই মৃত্যু হয় পুলিশ আধিকারিকের।

মৃত পুলিশ আধিকারিকের পুত্র লভপ্রীত সিং জানিয়েছেন, “বৃহস্পতিবার রাতে একটি অচেনা নম্বর থেকে ফোন আসে তাঁর বাবার কাছে। তখন বাবাকে তর্কাতর্কি করতেও শুনি। এরপর শুক্রবার সকালে তিনি বেরিয়ে যান।“ তারপর থেকে বাবার সঙ্গে আর যোগাযোগ করা যায়নি বলে জানিয়েছেন লভপ্রীতের। এরপর শুক্রবার দুপুরে খানকোট গ্রামের কাছে পুলিশ আধিকারিকের গুলিবিদ্ধ দেহ উদ্ধার হয়। তল্লাশি অভিযান চালাচ্ছে পুলিশ। এই ঘটনার জন্য পাঞ্জাবের আইনশৃঙ্খলা অবনতিকেই দায়ী করেছে শিরোমণি অকালি দলের সদস্যরা।

আরও পড়ুন- বিশ্বকাপের ফাইনালে থাকছে না তো বৃষ্টির ভ্রুকুটি, কি বলছে আবহওয়া?

Previous articleবিশ্বকাপের ফাইনালে থাকছে না তো বৃষ্টির ভ্রুকুটি, কি বলছে আবহওয়া?
Next articleফাইনালে অজিদের বিরুদ্ধে নামার আগে কী বললেন ভারত অধিনায়ক রোহিত শর্মা?