‘ভারতের শক্তি-দুর্বলতা আমরা জানি’, ফাইনালে নামার আগে হু.ঙ্কার এই অজি ক্রিকেটারের

বিশ্বকাপের গ্রুপ পর্বে ভারতের কাছে ম‍্যাচ হারে অস্ট্রেলিয়া। তবে সেই ম‍্যাচের কারণেই নাকি ভারতীয় ক্রিকেটারদের পারফরম্যান্স, শক্তি, দুর্বলতা সব কিছুই জানা অস্ট্রেলিয়া শিবিরের।

আগামিকাল বিশ্বকাপের হাইভোল্টেজ ম‍্যাচ। গুজরাতের আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে মুখোমুখি ভারত-অস্ট্রেলিয়া। চলতি বিশ্বকাপে দুরন্ত ফর্মে ভারতীয় দল। টানা ১০ ম‍্যাচ জিতেছে রোহিত শর্মা-বিরাট কোহলিরা। ওপর দিকে শুরুটা ভালো হয়নি প‍্যাট কামিন্সদের। শুরুতে দু’ম‍্যাচ হারের পর ঘুরে দাঁড়ায় অজিরা। তাই ফাইনাল যে জমাটি হতে চলেছে তা বলার অপেক্ষা রাখে না। তবে এই ম‍্যাচে নামার আগে ভারতীয় দলের শক্তি-দুর্বলতা নিয়ে মুখ খুলেছেন অস্ট্রেলিয়ার জোরে বোলার জস হ্যাজলউড।

বিশ্বকাপের গ্রুপ পর্বে ভারতের কাছে ম‍্যাচ হারে অস্ট্রেলিয়া। তবে সেই ম‍্যাচের কারণেই নাকি ভারতীয় ক্রিকেটারদের পারফরম্যান্স, শক্তি, দুর্বলতা সব কিছুই জানা অস্ট্রেলিয়া শিবিরের। ফাইনালে নামার আগে সে কথাই জানালেন হ‍্যাজলউড। এই নিয়ে তিনি অস্ট্রেলিয়ার ক্রিকেট নিয়ামক সংস্থার ওয়েবসাইটে দেওয়া সাক্ষাৎকারে বলেন,” ভারতের সবাই দারুণ ফর্মে রয়েছে। ওদের ভাল জোরে বোলার রয়েছে। ভাল স্পিনার রয়েছে। ব্যাটারেরাও সব দারুণ। ক্রিকেটের প্রতিটি বিভাগেই ওরা দুর্দান্ত।” তা হলে কি ভারতীয় দলের কোনও দুর্বলতা নেই? এই অজি ক্রিকেটার বলেন,”চেন্নাইয়ে প্রথম ম্যাচে ভারতের কয়েকটা ছোটখাটো দুর্বলতা আমাদের চোখে পড়েছে। কম রান তাড়া করতেও একটু সমস্যা হয়েছিল। আমরা দুটো উইকেট তাড়াতাড়ি তুলে নিতে পেরেছিলাম। তবে সত্যি বলতে, ভারতীয় দলের তেমন কোনও দুর্বলতা নেই। আমরা দেখতে পাইনি।”

আরও পড়ুন:আগামিকাল বিশ্বকাপের মহারণ, ফাইনাল ম‍্যাচে পিচ কি বলেছে, কতটা গুরুত্বপূর্ণ টস?

 

Previous articleখা.টিয়া করেই হাসপাতালের পথে অসু.স্থ রোগী! হল না শেষর.ক্ষা 
Next articleরূপ বদল ফরাসডাঙার, আলোর মালায় চন্দননগরে শুরু জগদ্ধাত্রী বন্দনা!