Thursday, August 28, 2025

ফাইনালে অজিদের বিরুদ্ধে নামার আগে কী বললেন ভারত অধিনায়ক রোহিত শর্মা?

Date:

রাত পোহালেই বিশ্বকাপের মহারণ। আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে মুখোমুখি ভারত-অস্ট্রেলিয়া। চলতি বিশ্বকাপে দুরন্ত ফর্মে ভারতীয় দল। এখনও পযর্ন্ত দশ ম‍্যাচের মধ‍্যে দশটির মধ‍্যেই জয় পেয়েছে রোহিত শর্মা-বিরাট কোহলিরা। ওপরদিকে শুরুটা ভালো না হলেও, পরের দিকে গুছিয়ে কামব‍্যাক করে অজিরা। তাই এই ম‍্যাচ যে হাড্ডাহাড্ডি হতে চলেছে তা ভালোই বুঝতে পারছে ক্রিকেটপ্রেমীরা। ম‍্যাচের আগে প্রতিপক্ষকে সমীহ ভারত অধিনায়কের। বললেন, আমরা জানি অস্ট্রেলিয়া কী করতে পারে। দল হিসাবে ওদের মধ্যে কোনও খামতি নেই।

এই নিয়ে রোহিত শর্মা বলেন,”অস্ট্রেলিয়া আটটার মধ্যে আটটা জিতে ফাইনালে নামছে। দারুণ ক্রিকেট খেলেছে। দুটো দলই ফাইনালে উঠেছে যোগ্য হিসাবে। আমরা জানি অস্ট্রেলিয়া কী করতে পারে। দল হিসাবে ওদের মধ্যে কোনও খামতি নেই। তবে আমরা নিজেদের উপরেই ফোকাস করতে চাই। ওরা কী ফর্মে রয়েছে সেটা নিয়ে ভেবে কোনও লাভ নেই।”

এদিকে বিশ্বকাপের ফাইনালে খেলতে নামার আগে আবেগে ভাসলেন ভারত অধিনায়ক। এই নিয়ে রোহিত বলেন,” আমি অধিনায়ক হওয়ার পর থেকে এই দিনটার জন্যে অপেক্ষা করে রয়েছি। গত ২ বছর ধরে বিভিন্ন ফরম্যাট থেকে ক্রিকেটার তুলে এনেছি। সবাইকে নিজের দায়িত্ব বুঝিয়ে দিয়েছি। এই মঞ্চে পৌঁছনোর আগে নিজেদের দায়িত্ব বুঝে নেওয়া খুবই দরকার। আশা করি কালকের দিনটাও ভাল যাবে।”

আরও পড়ুন:বিশ্বকাপের ফাইনালে থাকছে না তো বৃষ্টির ভ্রুকুটি, কি বলছে আবহওয়া?

 

 

 

 

 

Related articles

অতীত ব্যর্থতা ভুলে ডায়মন্ডের জার্সিতে সামনে তাকাতে চান ব্রাইট

ডুরান্ড কাপ(Durand Cup) ফাইনালে হারলেও ময়দানের চতুর্থ শক্তি হিসেবে উদয় হয়েছে ডায়মন্ড হারবার এফসি। আগামী আই লিগ চ্যাম্পিয়ন...

ছাত্রছাত্রীদের নিয়ে বড় বড় কথা বলে নিয়োগে-ভর্তিতে বাধা দেয়: বিরোধীদের কটাক্ষ মমতার

ছাত্রছাত্রীদের নিয়ে বড় বড় কথা বলে নিয়োগে-ভর্তিতে বাধা দেয় বৃহস্পতিবার, গান্ধী মূর্তির সামনে মেয়ো রোডে তৃণমূল ছাত্র পরিষদের...

আগামী নির্বাচনে আরও সিট বাড়বে: TMCP-র সমাবেশ থেকে দাবি মমতার

আগামী নির্বাচনে আরও সিট বাড়বে বৃহস্পতিবার তৃণমূল ছাত্র পরিষদের (TMCP) প্রতিষ্ঠা দিবসের মহাসমাবেশ থেকে দাবি করলেন তৃণমূলের সভানেত্রী...

২০১১-এর পর সাড়ে পাঁচ গুণ আয় বেড়েছে রাজ্যের খতিয়ান পেশ মুখ্যমন্ত্রীর

২০১১ সালের পর থেকে রাজ্যের আয় বেড়েছে সাড়ে পাঁচ গুণ। কমেছে বেকারত্ব। তৃণমূল ছাত্র পরিষদের(TMCP) প্রতিষ্ঠা দিবসে মেয়ো...
Exit mobile version