বিশ্বকাপের মেগা ফাইনালে মাঠের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠে গেল। ভারতের ইনিংসের ১৪তম ওভারে মাঠে ঢুকে পড়লেন এক দর্শক। এই পরিস্থিতিতে খেলা ৪৫ সেকেন্ড বন্ধ রাখতে হয়। রাজনৈতিক বার্তা লেখা জার্সি এবং মুখে প্যালেস্তাইনের পতাকা আঁকা মাস্ক পরে মাঠে ঢুকে পড়েন তিনি। মাঠে তখন ছিলেন অমিত শাহ।
যখন এই ঘটনা ঘটে, সেই সময় বল করছিলেন অ্যাডাম জাম্পা। ব্যাট করছিলেন বিরাট কোহলি। ওভারের চতুর্থ বলের আগেই মাঠে ঢুকে পড়েন ওই দর্শক। শুধুমাত্র তাই নয়, তিনি সটান পৌঁছে যান বিরাট কোহলির কাছে। তাঁর সাদা জার্সিতে লেখা ছিল ‘স্টপ বম্বিং প্যালেস্তাইন’।