Wednesday, January 14, 2026

ছট পুজো সেরে বাড়ি ফেরার পথে শু.টআউট! প্রতিবেশীর গু.লিতে মৃ.ত ২, কারণ নিয়ে ধোঁ.য়াশা

Date:

Share post:

ছটপুজো (Chat Puja) থেকে ফেরার পথে প্রতিবেশীর গুলিতে মৃত্যু হল একই পরিবারের ২ জনের। জখম হয়েছেন আরও চার জন। প্রেমঘটিত সমস্যার জেরেই এই খুন বলে পুলিশের (Police) প্রাথমিক অনুমান। ইতিমধ্যে অভিযুক্ত প্রতিবেশীর খোঁজে তল্লাশি (Search Operation) শুরু করেছে পুলিশ। বিহারের (Bihar) লক্ষ্মীসরাইয়ের কাবাইয়া থানার অন্তর্গত বিহারের পাঞ্জাবি মহল্লার ঘটনা। তবে শুটআউটের ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে।

লক্ষ্মীসরাইয়ের পুলিশ সুপার জানিয়েছেন, সকলেই একই পরিবারের সদস্য। সোমবার ছটপুজো সেরে পরিবারের সদস্যরা ঘাট থেকে বাড়ি ফিরছিলেন। সেই সময় প্রতিবেশী আশিস চৌধুরী নামে এক ব্যক্তি তাঁদের উপর চড়াও হয় এবং খুব কাছ থেকে গুলি চালায়। ঘটনাস্থলেই ২ জনের মৃত্যু হয়। জখম হন আরও চারজন। তবে হাসপাতাল সূত্রে খবর, এদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর। তাদের প্রথমে বেগুসরাই হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অবস্থার অবনতি হলে পরে পাটনার একটি হাসপাতালে তাঁদের স্থানান্তরিত করা হয়েছে বলে খবর।

পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে, অভিযুক্ত আশিস ওই পরিবারের একজন মহিলাকে ভালোবাসতেন। কয়েকদিন আগে বিয়ের প্রস্তাব দেয় সে। কিন্তু বিয়েতে আপত্তি জানায় মহিলার পরিবার। আর সেই ক্ষোভেই এই ঘটনা বলে পুলিশের প্রাথমিক অনুমান। ইতিমধ্যে ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে পুলিশ। অভিযুক্তের বিরুদ্ধে খুন সহ ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারায় একটি মামলা রুজু হয়েছে। তবে ঘটনার পর থেকেই পলাতক আশিস। তার খোঁজে শুরু হয়েছে তল্লাশি। প্রেমঘটিত সম্পর্ক নাকি অন্য কিছু? গুলি চালানোর পিছনে কী কারণ রয়েছে তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

 

 

 

 

spot_img

Related articles

আজ হাইকোর্টে ইডি-আইপ্যাক মামলার শুনানি, প্রবেশ নিয়ন্ত্রণ এজলাসে

আইপ্যাকের (I-PAC) সল্টলেক অফিসে কেন্দ্রীয় এজেন্সির হানার ঘটনায় সরব হয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়-সহ (Mamata Banerjee) রাজ্যের শাসক...

মকর সংক্রান্তির ভোরে গঙ্গাসাগরে লক্ষাধিক পুণ্যার্থীর ভিড়, রাজ্য সরকারের ব্যবস্থাপনায় খুশি ভক্তরা

পৌষের শেষ দিনে সাগরতীর্থে উপচে পড়া ভিড়। ভোররাত থেকে শুরু হয়েছে পুণ্য স্নান। রাজ্য সরকারের তত্ত্বাবধানে মকর সংক্রান্তি...

ছক ভেঙে আজ উন্নয়নের পাঁচালি নিয়ে রঞ্জিত মল্লিকের বাড়িতে অভিষেক

ছক ভেঙে একেবারে অন্যরকম ভূমিকায় অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। শুধু নেতা-কর্মীদের নির্দেশ দেওয়াতেই শেষ নয়, এবার নিজেও নামছেন...

হাই কোর্টে নিয়ন্ত্রণ শুনানি পর্ব: বুধে ইডি-আইপ্যাক মামলার আগে জারি নির্দেশিকা

একদিকে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। অন্যদিকে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস। দুপক্ষের দায়ের করা মামলা কলকাতা হাই কোর্ট (Calcutta...