Friday, November 14, 2025

জগদ্ধাত্রী পুজো: বৈচিত্রের মধ্যে ঐ.ক্যের মেলবন্ধন চন্দননগরের কুণ্ডুঘাটের পুজোয়

Date:

ইফতারে একসঙ্গে বসে খেতে দেখা যায় ভানু, অর্পণদের। আবার কখনও ভানুরা বিপদে পড়লে ছুটে আসেন আব্দুল, শেখ আইনুর, শেখ ইসলামরা। এ ভাবেই একে অপরের সঙ্গে নানা আনন্দে মাতেন ওঁরা। প্রায় ৪৭ বছর ধরে একে অপরের সঙ্গে মিলেমিশে এ ভাবেই রয়েছেন চন্দননগরের কুণ্ডুঘাট উত্তর পূর্বাঞ্চল সর্বজনীন জগদ্ধাত্রী পুজো সমিতির সদস্যরা। সাবেক ফরাসডাঙায় আলোর উৎসবে এই পুজো ঠিক যেন বৈচিত্রের মধ্যে ঐক্যের ভিতকে মজবুত করেছে।

চন্দননগর ও চুঁচুড়া দুই শহরের সীমানায় কুণ্ডুঘাট। অনেক বছর ধরেই সেখানে হিন্দু ও মুসলিম পরিবারের বসবাস। সেই সুবাদেই প্রায় ৪৭ বছর আগে এই পাড়ার হিন্দু বাড়ির সদস্যরা জগদ্ধাত্রী পুজো শুরু করার কথা ভেবেছিলেন। তা জানাজানি হতেই এগিয়ে আসেন পাড়ার মুসলিম সম্প্রদায়ের সদস্যরাও। হিন্দু ও মুসলিম পরিবারেরা উভয়েই পুজোর খরচ তোলার জন্য চাঁদা দেওয়া শুরু করেন। একই সঙ্গে বাড়ি বাড়ি ঘুরে পুজোর জন্য অর্থ সংগ্রহ করেন। পুজোর কাজেও মুসলিমরা সহযোগিতার হাত বাড়িয়ে দেন। ভাসানের সময় বড় প্রতিমা ট্রাকে তোলার কাজেও কাঁধে কাঁধ মেলান সবাই। সেই রেওয়াজ এখনও চলে আসছে।

উদ্যোক্তারা জানিয়েছেন, এ বছর পুজো কমিটির ২০ জন সদস্যের মধ্যে ১২ জন মুসলিম। মাসিক কিস্তিতে পুজোয় অনুদান দেন পুজো কমিটির হিন্দু-মুসলিম সকল সদস্য। এ বার পুজো কমিটির সম্পাদক অমরগৌতম দত্ত। কোষাধ্যক্ষ্য শেখ বাবু। দু’জনেই এক সুরে দাবি করেন, বাবা-কাকাদের দেখানো পথ অনুসরণ করেই আমরা সম্প্রীতির জগদ্ধাত্রী পুজো করে আসছি।

নমাজ পাঠ করেই প্রতিমার চক্ষুদানে হাজির হয়ে শেখ বাবু বলেন, ‘আমদের সব কিছুই এক সঙ্গে হয়। সারা বছর আড্ডা দেওয়া, খাওয়া দাওয়া, পুজোর চাঁদা তোলা চলে।’ পুজোর সম্পাদক অমরগৌতম দত্ত বলেন, ‘ওঁদের কেউ মারা গেলে আমরা যাই। আবার ওঁরাও আমাদের কেউ মারা গেলে আমাদের সঙ্গে শ্মশানে যান। এখানে ধর্মের থেকে মানুষ বড়।’

আরও পড়ুন- বিশ্বকাপে ‘দশে দশ’ পাওয়া ভারত ফাইনালে হার, কোথায় ব‍্যর্থ হলো রোহিতরা?

 

Related articles

সরকারি হাসপাতালে নাবালিকা রোগীর শ্লীলতাহানি! গ্রেফতার RG Kar আন্দোলনের ‘বিপ্লবী’ ডাক্তার

উত্তর ২৪ পরগনা জেলার বারাসাতে সরকারি হাসপাতালে নাবালিকা রোগীর শ্লীলতাহানির অভিযোগে। ঘটনায় গ্রেফতার বারাসাত মেডিকেল কলেজ ও হাসপাতালের...

আন্দুল রোডে বিধ্বংসী অগ্নিকাণ্ড! ভস্মীভূত দুই স্পঞ্জ কারখানা 

রাতের হাওড়ায় ভয়াবহ আগুনে কার্যত ছারখার হয়ে গেল আন্দুল রোডের পাশে হাঁসখালি পোল এলাকার দুটি স্পঞ্জ তৈরির কারখানা।...

সোনারপুরে শুরু হচ্ছে প্রবীণদের জন্য বিনামূল্যে নিউমোনিয়া ও ফ্লু টিকাকরণ কর্মসূচি

শীতের আগমনের সঙ্গে সঙ্গেই নিউমোনিয়ার সংক্রমণ বাড়ছে রাজ্যজুড়ে। বিশেষ করে প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে এই রোগ অনেক সময় প্রাণঘাতী...

প্রকাশিত হল আইসিএসই এবং আইএসসি পরীক্ষার সময়সূচি

প্রকাশিত হল আগামী বছরের দশম এবং দ্বাদশ শ্রেণির আইসিএসই এবং আইএসসি পরীক্ষার সময়সূচি। কাউন্সিলের তরফে এদিন বিজ্ঞপ্তি জারি...
Exit mobile version