Sunday, January 11, 2026

আগামী দিনেও কি দলের কোচ থাকবেন? মুখ খুললেন দ্রাবিড়

Date:

Share post:

স্বপ্নভঙ্গ। গতকাল বিশ্বকাপের ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হেরে ট্রফি জয়ের স্বাদ পেল না ভারতীয় দল। সদ‍্য শেষ হওয়া বিশ্বকাপে দুরন্ত পারফরম্যান্স ছিল ভারতের। দশ ম‍্যাচের মধ‍্যে দশটাতেই জয় পেয়েছিল টিম ইন্ডিয়া। এই দলটাকে আস্তে আস্তে করে তৈরি করেছিলেন রাহুল দ্রাবিড়। ২০২১ টি-২০ বিশ্বকাপের পর দায়িত্ব নিয়ে দলটাকে তৈরি করছিলেন দ‍্যা ওয়াল। চুক্তি ২০২৩ পযর্ন্ত। আগামী দিনেও কি আবার কোচ হিসাবে দেখা যাবে দ্রাবিড়কে? পরের বিশ্বকাপেও কি দেখা যাবে? ম‍্যাচ শেষে এই প্রশ্ন উড়ে আসতেই মুখ খুললেন দ্রাবিড়। জানালেন, এখনও কিছু তিনি ভাবেননি।

এই নিয়ে ম‍্যাচের শেষে দ্রাবিড় বলেন,”আমার সমস্ত মনোযোগ ছিল এই প্রতিযোগিতার দিকে। সবে শেষ হল। এখনই মাঠ থেকে এলাম। ভাবার সময় পাইনি। ২০২৭ এখনও অনেক দূরে। তার আগে অনেক জল বয়ে যাবে। ভবিষ্যতে কী করব সেটা এখনই জানি না।”

এরপরই ভারতের হার নিয়ে প্রশ্ন ওঠে। সে জবাবে ভারতীয় দলের কোচ বলেন,” আমরা ৩০-৪০ রান কম করেছি। ২৮০-২৯০ রান করতে পারলে লড়াই হত। অস্ট্রেলিয়া খুব ভাল বল করেছে। আমাদের বাউন্ডারি মারতে দেয়নি। রোহিত আউট হওয়ার পর বিরাট কোহলি এবং রাহুল ইনিংস গড়ার চেষ্টা করছিল। আমরা খুবই ভয়হীন ক্রিকেট খেলেছি এবারের বিশ্বকাপে। বিরাট-রাহুলের ওই ইনিংসটাই খেলা প্রয়োজন ছিল। আমাদের দুর্ভাগ্য যে বিরাট-রাহুল আউট হয়ে যায়। ট্রেভিস হেড এবং মার্নাস লাবুশানের মতো শেষ পর্যন্ত থাকতে পারলে আমরাও বড় রান তুলতে পারতাম।”

এদিকে ম‍্যাচ হেরে ক্রিকেটাররা যে হতাশ সেকথা জানাতে ভুললেন না রাহুল। সাংবাদিক সম্মেলনে বলেন,” রোহিত শর্মা রীতিমতো হতাশ, ড্রেসিংরুমের সব ছেলেদের মনের অবস্থাই এক। ড্রেসিংরুম জুড়ে যন্ত্রণার পরিবেশ। একজন কোচ হিসাবে এটা দেকা কঠিন আমার কাছে। কারণ আমি জানি, এই ছেলেরা কতটা পরিশ্রম করেছে। তারা কী করেছে না করেছে, কতটা ত্যাগ স্বীকার করেছে, সেটা তো জানি। তাই একজন কোচ হিসাবে ওদের যন্ত্রণাটা দেখা কঠিন আমার কাছে। কারণ এই ছেলেদের ব্যক্তিগত ভাবে চিনি। ওরা সকলে মরিয়া প্রচেষ্টা চালিয়েছে। আমরা গত মাস থেকে যে কঠোর পরিশ্রম করেছি, যে ধরনের ক্রিকেট খেলেছি, তারপর এই যন্ত্রণা দেখা কঠিন। তবে হ্যাঁ, এটা স্পোর্টস। যা কিছু ঘটতে পারে। আর যে দল ভালো খেলবে, তারাই জিতবে। এবং আমি নিশ্চিত যে আগামীকাল নতুন সূর্য উঠবে। আমরা এই হার থেকে থেকে শিক্ষা নেব। এবং আমাদের এগিয়ে যেতে হবে।”

আরও পড়ুন:বিশ্বকাপে ‘দশে দশ’ পাওয়া ভারত ফাইনালে হার, কোথায় ব‍্যর্থ হলো রোহিতরা?

 

spot_img

Related articles

IND vs NZ: নতুন বছরে বিরাটের ব্যাটিং বিক্রম, জয়ের মধ্যেও থাকল উদ্বেগের ছায়া

নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম একদিনের ম্যাচে ৪ উইকেটে জিতল ভারত। ২০২৫ সালেযেখানে শেষ করেছিলেন ২০২৬ সাল সেখান থেকেই শুরু...

সোমে মিলনমেলায় ডিজিটাল যোদ্ধাদের সঙ্গে বৈঠকে অভিষেক

বাংলা বহিরাগত জমিদারদের হাতে অপমানিত, লাঞ্ছিত। সেই বাংলাবিরোধীদের মিথ্যা ও অপপ্রচারের মোকাবিলায় তৃণমূল ময়দানে নামিয়েছে ডিজিটাল যোদ্ধাদের। ডিজিটাল...

অনুপ্রবেশকারী খুঁজবে AI! নির্বাচনে নতুন গ্যাঁড়াকল শিণ্ডে-ফড়নবিশ জোটের

ভোটের আগে ফের মাথা চাড়া দিচ্ছে মানুষের উপর নজরদারি আর হয়রানির রাজনীতি। পশ্চিমবঙ্গে নির্বাচন কমিশনের নতুন অ্যাপ ব্যবহার...

পদ্ধতির ভুল তুলে ধরে অব্যহতি চেয়েছিলেন AERO, উল্টে শাস্তি দেওয়ার হুমকি কমিশনের!

গোটা রাজ্যে এসআইআর প্রক্রিয়া চলাকালীন প্রায় প্রতিদিন মৃত্যু হচ্ছে বিএলওদের। অথবা অসুস্থ হয়ে তাঁরা হাসপাতালে ভর্তি হচ্ছেন। তাঁদের...