ভোর রাতে হুগলির ম.দের কারখানায় আয়কর হা.না!

ভোর সাড়ে ৪টে নাগাদ অ্যালপাইন ডিস্টিলারিজ প্রাইভেট লিমিটেডে পৌঁছে যায় আয়কর দফতরের টিম।

আয়কর সংক্রান্ত বেনিয়মের অভিযোগ খতিয়ে দেখতে এবার হুগলির পোলবার মহানাদ গ্রামে মদের কারখানায় হানা দিলেন আয়কর আধিকারিকরা। আজ ভোর সাড়ে ৪টে নাগাদ অ্যালপাইন ডিস্টিলারিজ প্রাইভেট লিমিটেডে পৌঁছে যায় আয়কর দফতরের টিম। তদন্তে ২টি দলে ভাগ হয়ে অভিযান চালানো হচ্ছে বলে খবর।

সূত্রের খবর অ্যালপাইন ডিস্টিলারিজ প্রাইভেট লিমিটেডে মদ তৈরি ও প্যাকেজিং হয়। গতকাল রাত সাড়ে ১টা নাগাদ আয়কর দফতরের আধিকারিকরা দুটি দলে ভাগ হয়ে কলকাতা থেকে রওনা দেন। আপাতত প্যাকেজিং ও বটলিং প্লান্টে তল্লাশি চালাচ্ছেন অফিসাররা। বাইরে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের মোতায়েন করা হয়েছে।