হাওড়ার ঘুসুড়িতে বিধ্বং.সী আ.গুন, ঘটনাস্থলে পৌঁছেছে দম.কল

সকালের দিকে গঙ্গার হাওয়ায় আগু.ন দ্রুত ছড়িয়ে পড়েছে বলে স্থানীয়রা জানাচ্ছেন।

ফের হাওড়ায় অগ্নিকাণ্ড (Fire Incident in Howrah)। গতকাল ফরশোর রোডের পর আজ হাওড়ার ঘুসুড়িতে (Ghusuri, Howrah) প্লাস্টিকের গুদামে ভয়াবহ আগুন। দ্রুত দমকলের তিনটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছয়। কালো ধোঁয়ায় আকাশ ঢেকে গেছে। ঘনবসতিপূর্ণ এলাকা হওয়ায় আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা বাড়ছে।

একের পর এক অগ্নিকাণ্ডের ঘটনা হাওড়ায়। কীভাবে প্লাস্টিকের গুদামে আগুন লাগল তা স্পষ্ট নয়। হতাহতের কোনও খবর মেলেনি তবে ভেতরে কেউ আটকে আছে কিনা তা দেখা হচ্ছে। একেবারে রাস্তার ধারে এই ঘটনা ঘটায় স্বাভাবিকভাবেই যান চলাচল ব্যাহত হয়। সকালের দিকে গঙ্গার হাওয়ায় আগুন দ্রুত ছড়িয়ে পড়েছে বলে স্থানীয়রা জানাচ্ছেন। যত তাড়াতাড়ি সম্ভব আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টায় দমকল কর্মীরা।