এবার অর্জুন সিং ঘনিষ্ঠ তৃণমূল কর্মীকে লক্ষ্য করে গুলি। সাংসদ অর্জুন সিংয়ের ভাইপোর ছায়াসঙ্গী বলে পরিচিত ওই তৃণমূল কর্মীকে লক্ষ্য করে ৯ রাউন্ড গুলি চলে জগদ্দলে। রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়লে তাঁকে উদ্ধার করে দ্রুত নিয়ে যাওয়া হয় স্থানীয় হাসপাতালে। অবস্থার অবনতি হওয়ায় তাঁকে কলকাতার হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন। মৃত তৃণমূল কর্মীর নাম ভিকি যাদব। উত্তর ২৪ পরগনার ভাটপাড়ার ১৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা সে। যা নিয়ে ব্যাপক উত্তেজনা তৈরি হয়েছে জগদ্দলে।
প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, মঙ্গলবার বিকেলে বাড়ির আশেপাশেই ছিলেন ভিকি। সেই সময় বাইকে করে এসে দুষ্কৃতীরা ভিকিকে লক্ষ্য করে ৯ রাউন্ড গুলি চালায়। রক্তাক্ত অবস্থায় রাস্তায় লুটিয়ে পড়েন যুবক। তদন্তে নেমেছে পুলিশ।
আরও পড়ুন- হরিয়ানাকে দেখে শেখা উচিত! দূ.ষণ ইস্যুতে এবার দিল্লি-পাঞ্জাব সরকারকে একযোগে ক.টাক্ষ সুপ্রিম কোর্টের