Sunday, August 24, 2025

বাংলার বিরুদ্ধে কেন্দ্রে বঞ্চনা নিয়ে তীব্র আওয়াজ তুলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ধর্না থেকে শুরু করে বিভিন্ন সমাবেশ- ক্ষোভ উগরে দিয়েছেন তিনি। বাদ গেল না বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের মঞ্চেও (BGBS)। মঙ্গলবার, নিউটাউনের বিশ্ব বঙ্গ কনভেনশন সেন্টারও বাদ গেল না। একশো দিনের কাজের টাকা না দেওয়া নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banejee)।

এদিন, দেশের প্রথমসারির শিল্পপতি-সহ দেশ-বিদেশের প্রতিনিধিদের সামনে রাজ্যের উন্নয়নের খতিয়ান তুলে ধরেন মমতা। সেখানেই তিনি বলেন, “আর্থিক প্রতিবন্ধকতা সত্ত্বেও রাজ্যের প্রভূত উন্নতি হয়েছে।” বাংলার আর্থিক প্রতিবন্ধকতা নিয়ে বলতে গিয়ে বঞ্চনার অভিযোগে সরব হন মমতা। দুঃখপ্রকাশ করে মুখ্যমন্ত্রী বলেন, “জিএসটি নিলেও তার অংশ বাংলা পায় না। একশো দিনের প্রকল্পে কাজ করেছেন যাঁরা তাঁদেরও টাকা দেয়নি কেন্দ্র।”

একশো দিনের প্রাপ্য বকেয়া আদায়ের দাবিতে একুশে জুলাইয়ে মঞ্চে থেকেই দিল্লি অভিযানের কথা ঘোষণা করেছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বঞ্চিতদের নিয়ে দিল্লি গিয়ে বিশাল সমাবেশ করেন তিনি। রাজঘাটে করেন সত্যাগ্রহ। রাজভবনের সামনেও ধর্নায় বসেন অভিষেক। তাঁর দাবির কাছে নত হয়ে দেখা করেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। তার কাছেই বাংলার দাবি আদায়ে সরব হওয়ার আবেদন জানান তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। এদিন, BGBS-এর মঞ্চেও বঞ্চানার প্রতিবাদে সরব মুখ্যমন্ত্রী।

আরও পড়ুন- জগদ্দলে শু.টআউট, গু.লিবিদ্ধ অর্জুন সিং ঘনিষ্ঠ তৃণমূল কর্মী

Related articles

শান্তিপুরে মহিলা স্বয়ম্ভর গোষ্ঠীর ভোটে গোহারা বিজেপি! ২৬-৪-এ জয়ী তৃণমূল 

এসআইআর ইস্যু নিয়ে রাজ্যে বিজেপির মাতামাতির মধ্যে নদিয়ার শান্তিপুরে মহিলা স্বনির্ভর গোষ্ঠীর ক্লাস্টার কমিটির নির্বাচনে বড় সাফল্য পেল...

DHFC-র পারফরম্যান্স নিয়ে গর্বিত অভিষেক, দিলেন শুভেচ্ছা বার্তা

ডুরান্ড অভিষেকেই সকলকে চমকে দিয়েছে ডায়মন্ডহারবার এফসি(DHFC)। ডুরান্ড কাপের ফাইনালে হয়ত তারা পারেনি নর্থইস্ট ইউনাইটেডের কাছে। কিন্তু গোটা...

উড়ালপুল–সেতুর নীচে বেআইনি দখলদারি সরাতে ‘উচ্ছেদ অভিযান’! উদ্যোগী কেএমডিএ 

কলকাতার উড়ালপুল ও সেতুর নীচ থেকে বেআইনি দখলদারি সরাতে উদ্যোগী হল কলকাতা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটি (কেএমডিএ)। ইতিমধ্যেই চারটি...

ফের জেলা সফরে মুখ্যমন্ত্রী, ২৬ অগাস্টে বর্ধমানে প্রশাসনিক বৈঠক 

চলতি সপ্তাহ থেকেই ফের শুরু হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জেলা সফর। আগামী মঙ্গলবার, ২৬ অগাস্ট তিনি পৌঁছাবেন বর্ধমান।...
Exit mobile version