Tuesday, May 13, 2025

BGBS-এ বিরাট চমক: বাংলার ব্র্যান্ড অ্যাম্বাসেডর সৌরভ গঙ্গোপাধ্যায়, ঘোষণা মুখ্যমন্ত্রীর

Date:

সপ্তম বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মলেনের (BGBS) মঞ্চে থেকে বিরাট চমক দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banejee)। মঙ্গলবার, BGBS-এর প্রথমদিন বলতে উঠে একেবারে শেষপাতে মিষ্টিমুখের মতোই মমতা ঘোষণা করেন বাংলার ব্র্যান্ড অ্যাম্বাসেডর সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguli)। বাংলার দিদির ঘোষণায় মঞ্চে বসে তখন সলাজ হাসি বাংলার দাদার (Sourav Ganguli)।

বাংলার মুখ্যমন্ত্রীর সঙ্গে বারাবরই সুসম্পর্ক প্রাক্তন ভারতীয় ক্রিকেট অধিনায়কের। সৌরভের অসুস্থতার খবর পেয়ে দেখতে গিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ২০২১-এর বিধানসভা নির্বাচনের আগে মহারাজের রাজনৈতিক অবস্থান নিয়ে অনেক চর্চা হয়। তবে, শেষ পর্যন্ত প্রত্যক্ষ রাজনীতির থেকে নিজের দূরত্ব বজায় রাখেন প্রাক্তন বিসিসিআই প্রেসিডেন্ট। তবে, গত সেপ্টেম্বরে মুখ্যমন্ত্রীর স্পেন সফরের সময়ে স্ত্রী-কন্যা-সহ মাদ্রিদ গিয়েছিলেন সৌরভ। সেখানে শিল্পপতিদের সামনে বাংলায় শিল্পবান্ধব পরিবেশের উল্লেখ করে বিনিয়োগের আহ্বান জানান বাংলার মহারাজ। বিদেশের মাটিতে দাঁড়িয়েই ঘোষণা করেছিলেন, মেদিনীপুরে ইস্পাত কারখানা গড়ে তুলতে বিনিয়োগ করবেন তিনি। এদিন মুখ্যমন্ত্রীর ভূয়সী প্রশংসা করেন সৌরভ।

এদিন বাংলার শিল্প সম্ভাবনা ও পরিস্থিতির কথা জানানোর পরে বাংলার মুখ্যমন্ত্রী বলেন, ‘‘আমি এখন একটা ঘোষণা করতে চাই।’’ সবাই অতি আগ্রহে তাকান। এরপরেই সৌরভ গঙ্গোপাধ্যায়ের নাম বাংলার ব্যান্ড অ্যাম্বাসাডর হিসাবে ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। মহারাজকে ডেকে নেন মমতা। বলেন, ‘‘আমি না শুনতে চাই না। সব কিছুকে পজিটিভ দৃষ্টিভঙ্গী থেকে দেখতে হবে।’’ মঞ্চেই সৌরভের হাতে নিয়োগপত্র তুলে দেন মুখ্যমন্ত্রী। হাততালিতে ফেটে পড়ে বিশ্ব বঙ্গ কনভেনশন সেন্টার।


Related articles

বিরাটের অবসরে আবেগতাড়িত অনুস্কা

সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে টেস্ট ফর্ম্যাট থেকে অবসর নিয়েছেন বিরাট কোহলি(Virat Kohli)। কিং কোহলির এই হঠাত্ সিদ্ধান্তে যেমন...

১৭ মে শুরু আইপিএল, ছটি ভেন্যুতে ১৭ ম্যাচ

জল্পনাটা আগে থেকেই চলছিল। সোমবার রাতেই ঘোষণা হয়ে গেল আইপিএল(IPL) শুরু হওয়ার দিন। আগামী ১৭ মে থেকে শুরু...

বাড়িতে সিসিটিভি বসাতে লাগবে সকলের সম্মতি, ব্যক্তিগত গোপনীয়তার পক্ষে রায় সুপ্রিম কোর্টের 

যৌথভাবে বসবাসকারী বাড়িতে অন্য বাসিন্দাদের সম্মতি ছাড়া সিসিটিভি বসানো যাবে না—এই গুরুত্বপূর্ণ রায় বহাল রাখল দেশের শীর্ষ আদালত।...

তাপপ্রবাহের পর ঝড়বৃষ্টি: ভিজল রাজ্যের একাধিক জেলা

বৃষ্টির স্বস্তি একদিকে, অন্যদিকে তাপপ্রবাহের তাণ্ডব—দুয়ের মধ্যে দোদুল্যমান রাজ্যের আবহাওয়া। আবহাওয়া দফতরের স্যাটেলাইট চিত্র অনুযায়ী, সোমবার বর্ধমান হয়ে...
Exit mobile version