Thursday, August 28, 2025

বিশ্বকাপ (CWC)শেষ হয়েছে। ভারতীয়দের মন খারাপ। কিন্তু ক্রিকেটের নিয়ামক সংস্থা মাঠে নেমে পড়েছে। ২২ গজে কাপ যুদ্ধ চলাকালীন বেশ কিছু বিষয় চোখে পড়েছে। যার মধ্যে অন্যতম হল মন্থর বোলিং। স্লো ওভার রেটের অনেকসময় দলগুলিকে জরিমানা পর্যন্ত দিতে হয়। কিন্তু তাও সমস্যা মিটছে না। এবার নতুন নিয়ম আনতে চলেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (ICC)।

বিশ্বকাপের ফাইনালে নরেন্দ্র মোদি স্টেডিয়ামের পিচ নিয়ে বিতর্ক বেড়েছে। ভারতের হারের অন্যতম কারণ হিসেবে ডেড পিচকেও দায়ি করেছেন কেউ কেউ। এরপরই স্লো ওভার রেট সংক্রান্ত বড় সিদ্ধান্ত নিয়েছে আইসিসির কর্তারা। নতুন নিয়মে বলা হয়েছে, প্রতিটি ওভার শেষ হওয়ার ১ মিনিটের মধ্যে পরের ওভার করার জন্য প্রস্তুত হতে হবে দলগুলিকে। একটি দল নির্দিষ্ট সংখ্যক ওভার শেষ করতে ঠিক কত সময় নিচ্ছে, তা নিশ্চিত করতে স্টপ ওয়াচ ব্যবহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী মাস থেকেই এই সিদ্ধান্ত কার্যকর করা হবে। স্টপ ওয়াচ দিয়ে দেখা হবে নির্দিষ্ট সংখ্যক ওভার শেষ করতে দলগুলি ঠিক কত সময় খরচ করছে। এতে পিচ সম্পর্কিত একটা ধারণা মিলবে। তবে জরিমানার নিয়ম জারি থাকছে। দুটি ওভারের মাঝে ১ মিনিটের বেশি সময় নিলেই সংশ্লিষ্ট দলকে শাস্তি পেতে হবে। আর তিন বার এমন ঘটনা ঘটলে, ৫ রান পেনাল্টি হিসাবে দেওয়া হবে ব্যাটিং করা দলকে। মনে করা হচ্ছে এই নিয়মে খেলার গতি বাড়বে। পাশাপাশি পিচ এবং আউটফিল্ডের মানের সার্বিক উন্নয়নের উপরেও গুরুত্ব দেওয়া হয়েছে আইসিসির বৈঠকে।


Related articles

সাত লুকের ‘বহুরূপ’ সোহমের, চ্যালেঞ্জ নিয়ে চমকে দিলেন অভিনেতা

যা কখনও হয়নি তা এখন হবে, এবার হবে। সেলিব্রেটিদের রিল - রিয়েলের আলাদা রূপ আর লুক নিয়ে কম...

উন্মুক্ত শৌচমুক্ত ৯৪ পুরসভা, স্বচ্ছতার শংসাপত্র বাংলাকে

শহরাঞ্চলে আর খোলা শৌচের দৃশ্য নেই। পুরসভাগুলির উদ্যোগ এবং পুর দফতরের তদারকিতে উন্মুক্ত শৌচমুক্ত হয়েছে কলকাতা সহ রাজ্যের...

ফাঁকা কেন্দ্রগুলিতে দ্রুত ইআরও–এইআরও নিয়োগের নির্দেশ কমিশনের 

ফাঁকা পড়ে থাকা একাধিক বিধানসভা কেন্দ্রে দ্রুত ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (ইআরও) এবং অ্যাসিসটেন্ট ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (এইআরও) নিয়োগের...

নথিভুক্ত অথচ নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে তলব করল কমিশন 

নির্বাচন কমিশনের নির্দেশে ফের সক্রিয় হল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। নথিভুক্ত হলেও কার্যত নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে...
Exit mobile version