Thursday, July 3, 2025

NRS-এ ধু.ন্ধুমার! ইন্টার্ন ডাক্তারদের বে.ধড়ক মা.রধরের অভিযোগে গ্রে.ফতার ৩

Date:

ইন্টার্ন ডাক্তারদের (Intern Doctor) মারধরের অভিযোগ উঠল শ্রমিকদের (Workers) বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে মঙ্গলবার রাতে রণক্ষেত্রের চেহারা নিল এনআরএস হাসপাতাল (NRS Hospital)। এমনকী জুনিয়র ডাক্তারদেরও গালিগালাজ করার অভিযোগ উঠেছে হাসপাতালের নতুন নির্মীয়মাণ বিল্ডিংয়ের কর্মরত শ্রমিকদের বিরুদ্ধে। ইতিমধ্যে এন্টালি থানায় লিখিত অভিযোগ জানিয়েছেন হাসপাতালের এক ইন্টার্ন ডাক্তার। সেই অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্তে নেমে ইতিমধ্যেই তিন জনকে গ্রেফতার (Arrest) করেছে পুলিশ। সূত্রের খবর, অভিযুক্ত তিনজনই এনআরএস হাসপাতালের নতুন নির্মীয়মাণ বিল্ডিংয়ে শ্রমিক হিসেবে কাজ করে।

জুনিয়র ডাক্তারদের অভিযোগ, মঙ্গলবার মধ্যরাতে এনআরএস হাসপাতালের নির্মীয়মাণ বিল্ডিংয়ে তাঁদের কয়েকজন ঘোরাঘুরি করছিলেন। সেই সময়েই জুনিয়র চিকিৎসকদের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন শ্রমিকরা। এরপর পরিস্থিতি চরমে উঠলে অভিযুক্ত শ্রমিকরা হাসপাতালেরই ইন্টার্ন ডাক্তারদের বেধড়ক মারধর করে বলে অভিযোগ। এমনকী জুনিয়র ডাক্তারদের কুরুচিকর ভাষায় গালিগালাজও করা হয় বলেও অভিযোগ। ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। এরপর মঙ্গলবার মধ্যরাতেই এন্টালি থানার দ্বারস্থ হন হাসপাতালের জুনিয়ররা।

অভিযোগ পেয়েই এন্টালি থানার পুলিশকর্মীরা দ্রুত পৌঁছে যান এনআরএস মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। পরিস্থিতি সামাল দিতে রাতেই একজনকে আটক করা হয়। এরপর পুলিশের কাছে এক মহিলা ইন্টার্ন চিকিৎসকের লিখিত অভিযোগের ভিত্তিতে ওই নতুন নির্মীয়মাণ বিল্ডিংয়ের তিন শ্রমিককে গ্রেফতার করে পুলিশ। ধৃতদের বিরুদ্ধে মারধর, শ্লীলতাহানির অভিযোগে মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ।

 

 

 

 

 

Related articles

রেলের সিগন্যাল কেবল ক্ষতিগ্রস্ত করার অভিযোগ ওড়াল ডব্লিউবিএসইডিসিএল 

রেলের সিগন্যাল কেবল ক্ষতিগ্রস্ত করার অভিযোগ ওড়াল ডব্লিউবিএসইডিসিএল। সংস্থার স্পষ্ট বক্তব্য, ওভারহেড তারের বদলে আন্ডারগ্রাউন্ড কেবল সিস্টেম করা...

কেন রুদ্ধদ্বার শুনানি? বিজেপির ‘ধর্ষকবন্ধু’ কার্তিক মহারাজের জবাব চাইল হাই কাের্ট 

ধর্ষণের অভিযোগে পুলিশি তলবে সাড়া না দিয়ে গ্রেফতারি এড়াতে হাইকোর্টের শরণাপন্ন হয়েছেন বিজেপির ‘ধর্ষকবন্ধু’ কার্তিক মহারাজ। বিচারপতি জয়...

বেসরকারি হাসপাতালে চিকিৎসকদের হুমকির অভিযোগ! বিজেপি নেতা কৌস্তভকে নোটিশ থানার 

ওয়্যারলেস মোড় লাগোয়া একটি বেসরকারি হাসপাতালে রোগীমৃত্যু ঘিরে অশান্তির আবহে বিজেপি নেতা ও আইনজীবী কৌস্তভ বাগচীর বিরুদ্ধে ‘হুমকি‑হেনস্তা’র...

আন্তর্জাতিক স্বীকৃতির লক্ষ্যে ব্ল্যাক বেঙ্গল গোট! পুরুলিয়ায় রাজ্যের বিশেষ প্রকল্প

আন্তর্জাতিক বাজারে ব্ল্যাক বেঙ্গল গোট (Black Bengal Goat)-এর স্বাদ ও গুণমানের স্বীকৃতি আদায়ের লক্ষ্যে এবার বড় পদক্ষেপ নিল...
Exit mobile version