Wednesday, May 7, 2025

১১ দিন পেরলেও অধরা সমাধানসূত্র! উত্তরকাশীতে আ.টকে পড়া শ্রমিকদের শান্ত থাকার বার্তা উদ্ধারকারীদের

Date:

১১ দিন পেরিয়ে গেলেও উত্তরকাশীর (Uttarkashi) সুড়ঙ্গে (Tunnel) আটকে পড়া শ্রমিকদের (Workers) কোনও আশার আলো দেখাতে পারছেন না উদ্ধারকারীরা (Rescue Team)। বহু চেষ্টা করেও সঠিক রাস্তা খুঁজে পেতে হিমশিম খেতে হচ্ছে উদ্ধারকারীদের। এদিকে বুধবার আমেরিকার বিশেষ ড্রিলিং মেশিন (Drilling Machine) দিয়ে টানেলে গর্ত করার কাজ শুরু হয়েছে বলে খবর৷ আর সেই গর্ত দিয়েই ৪১ জন শ্রমিককে বাইরে বের করে আনার পরিকল্পনা করা হচ্ছে। ৫ দিক থেকে খননকাজ চালিয়ে উদ্ধারের চেষ্টা চালানো হচ্ছে। এদিকে মঙ্গলবারই ওয়াকিটকির সাহায্যে আটকে পড়া শ্রমিকদের সঙ্গে কথা বলতে পেরেছেন উদ্ধারকারীরা। পাশাপাশি মঙ্গলবার রাতে ভেজ পোলাও এবং মটর পনির পাঠানো হয় বলে খবর। পাইপের ভিতর দিয়ে খাবার পৌঁছে যায় শ্রমিকদের কাছে। এদিকে ধৈর্য বজায় রাখতে শ্রমিকদের শান্ত থাকার পরামর্শ দেওয়া দেওয়া হয়েছে। আর সেকারণেই তাঁদের যোগা করার পরামর্শ দেওয়া হয়েছে বলে খবর।

এদিকে উত্তরকাশীতে আটকে পড়া শ্রমিকদের উদ্ধারকাজ কী ভাবে চলছে, কতটা কাজ এগিয়েছে সবকিছু জানতে ফের উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রীকে ফোন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ পাশাপাশি, সুড়ঙ্গে আটকে পড়া শ্রমিকদের দ্রুত বার করে আনা, নিয়মিত খাবার ও অক্সিজেন পৌঁছে দেওয়ার বিষয়েও পুষ্কর সিং ধামির সঙ্গে আলোচনা করেছেন প্রধানমন্ত্রী। ইতিমধ্যে অত্যাধুনিক ড্রিলিং মেশিন নিয়ে আসা হয়েছে দিল্লি থেকে। তবে যেখানে ড্রিল করে পাইপ ঢুকিয়ে শ্রমিকদের বের করে আনার চেষ্টা করা হচ্ছে সেই পাহাড়ের মাটি অত্যন্ত নরম সেকারণে নতুন করে যেকোনও সময় ধস নামতে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে। তাই দ্রুত ড্রিল করার চেয়ে আরও বেশি সময় নিয়ে ড্রিল করে শ্রমিকদের জন্য পথ তৈরি করার চেষ্টা করা হচ্ছে।

তবে উদ্ধারকারী দলের তরফে জানানো হয়েছে, উদ্ধারকাজ অনেকটাই এগিয়ে গিয়েছে। এখন আটকে থাকা ৪১ শ্রমিক ও উদ্ধারকারী দলের মাঝে কেবল ৪০ মিটারের পুরু ধ্বংসাবশেষ রয়েছে। এই ধ্বংসাবশেষ ড্রিল করতে পারলেই উদ্ধার করে আনা যাবে শ্রমিকদের। কিন্তু এক্ষেত্রে হিমালয় অঞ্চলের মাটির প্রকৃতি থেকে শুরু করে টপোগ্রাফি সহ একাধিক বিষয় রয়েছে, যা উদ্ধারকাজকে যথেষ্ট ঝুঁকিপূর্ণ করে তুলছে।

 

 

 

 

Related articles

রাতেই POK-তে হামলা, বুধের সকালে দেশজুড়ে অসামরিক মহড়া 

কাশ্মীরের পহেলগামে জঙ্গি হামলার প্রায় দু সপ্তাহ পর মঙ্গলবার মধ্যরাতে পাক অধিকৃত কাশ্মীরে হামলা চালালো ভারত (Indian Army...

আজ শীর্ষ আদালতে DA মামলার শুনানি, সুপ্রিম রায়ে নজর সরকারি কর্মচারীদের

আজ দেশের শীর্ষ আদালতে (Supreme Court) পশ্চিমবঙ্গ সরকারি কর্মচারীদের ডিএ মামলার শুনানি। গত বাজেটে রাজ্য সরকার (Government of...

লস্করের হেডকোয়ার্টার গুঁড়িয়ে দিল ভারত, ‘মোক্ষম জবাব’ সোশ্যাল মিডিয়ায় দাবি ভারতীয় সেনার

মধ্যরাতে পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরের ৯ জায়গায় ভারতীয় সেনার প্রিসিশন স্ট্রাইক (Precision Strike)। পহেলগাম হামলার (Pahelgam Attack...

‘অপারেশন সিন্দুর’কে ‘লজ্জা’ দাবি ট্রাম্পের! কথা ডোভাল-রুবিওর

ভারত-পাকিস্তান সম্পর্ক নিয়ে সাম্প্রতিককালে পাকিস্তানের দোষ ঢাকার চেষ্টা দেখা গিয়েছে মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের (Donald Trump) মুখে। পহেলগাম...
Exit mobile version