Wednesday, November 5, 2025

গাজার আল শিফা হাসপাতালের ডিরেক্টর গ্রেফতার, শুক্রবার মুক্তির সম্ভাবনা ৫০ বন্দির

Date:

Share post:

ইজরায়েলে হামলার পর হাজারেরও বেশি মানুষকে হত্যার পাশাপাশি হামাসের হাতে বন্দি হয়েছিলেন আড়াইশো মানুষ। তারপর থেকে ইজরায়েলের লাগাতার হামলায় নাভিশ্বাস উঠেছে হামাসের। এখন ৫০ পণবন্দির মুক্তির বিনিময়ে কিছুদিনের যুদ্ধবিরতি চায় হামাস। কাতারের মধ্যস্ততায় এই যুদ্ধবিরতি সংক্রান্ত আলোচনা অনেকটা পথ হাঁটলেও শুক্রবারের আগে ৫০ বন্দির মুক্তির সম্ভবনা কম বলে জানিয়েছে ইজরায়েল। এদিকে আল শিফা হাসপাতালের মধ্যে জঙ্গি কার্যকলাপ চালানোর অভিযোগে বৃহস্পতিবার হাসপাতালের ডিরেক্টরকে গ্রেফতার করেছে ইজরায়েল।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, গাজার বৃহত্তম চিকিৎসাকেন্দ্র আল-শিফা হাসপাতালের ডিরেক্টরকে গ্রেফতার করেছে ইজরায়েল। আল-শিফা হাসপাতালের একজন ডাক্তার এএফপিকে বলেছেন, হাসপাতালের প্রধান সহ আরও কয়েকজন চিকিৎসাকর্মীকে ইজরায়েলি বাহিনী গ্রেফতার করে। হাসপাতালের বিভাগীয় প্রধান খালিদ আবু সামরা বলেন, ‘ডা. মোহাম্মদ আবু সালমিয়াকে আরও কয়েকজন সিনিয়র চিকিৎসকের সঙ্গে গ্রেফতার করা হয়েছে।’ এদিকে যুদ্ধবিরতি নিয়ে আলোচনার মাঝেই ইজয়েলের আধিকারিকদের তরফে জানা গিয়েছে, শুক্রবারের আগে ৫০ পণবন্দির মুক্তির সম্ভাবনা কম। এবিষয়ে আলোচনা এখনও চলছে। আলোচনা চুড়ান্ত হলে বন্দিমুক্তির দিনক্ষন প্রকাশ্যে আনা হবে।

উল্লেখ্য, কাতারের মধ্যস্ততায় হামাসের সঙ্গে ৪ দিনের যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে ইজরায়েল। প্রাথমিকভাবে জানা গিয়েছে, ৫০ জন পণবন্দিকে মুক্তি দেবে হামাস। বিনিময়ে ১৫০ জন বন্দিকে মুক্তি দেবে ইজরায়েল, একইসঙ্গে ৪ দিন যুদ্ধ থেকে বিরত থাকবে তারা। এমনকি ওই সময় গাজা স্ট্রিপে গৃহহীন মানুষদের কাছে মানবিক সাহায্যও পাঠানো হবে। কাতারের পাশাপাশি এই যুদ্ধ বিরতি চুক্তি সম্পন্ন করতে মধ্যস্ততায় এগিয়ে এসেছে আমেরিকা ও মিশর।

spot_img

Related articles

বিলাসপুরের ট্রেন দুর্ঘটনায় মৃত বেড়ে ৮: মৃত চালকের উপরই দায় চাপানোর চেষ্টা!

বরাবর যেভাবে ট্রেন দুর্ঘটনায় মৃত ট্রেনের চালকের উপর দায় চাপিয়ে অব্যবস্থা ও পরিকাঠামোর অভাবকে ঢাকা দেওয়ার চেষ্টা করে...

ঠাকুরবাড়িতে প্রকাশ্যে ঘরোয়া কোন্দল! শান্তনুর সঙ্গ ছাড়লেন দাদা সুব্রত 

মতুয়া সংগঠন ঘিরে দীর্ঘদিনের অন্দরের টানাপোড়েন এবার প্রকাশ্যে। পারিবারিক অশান্তি এবং সংগঠনের ক্ষমতা ভাগাভাগি নিয়ে ঠাকুরবাড়িতে দেখা দিল...

বিরোধীদের কুৎসায় কালি: রাজ্যে SIR প্রক্রিয়ার প্রথমদিন শান্তিপূর্ণ, তথ্য পেশ কমিশনের

নির্বাচন কমিশনের তরফে বিএলও। রাজনৈতিক দলের তরফে বিএলএ। রাজ্যের নাগরিক ভোটার। এই তিনের সমন্বয়ে মঙ্গলবার থেকে গোটা রাজ্যে...

খুব তাড়াতাড়ি আসবেন কলকাতায়, মুখ্যমন্ত্রীর শুভেচ্ছাবার্তার উত্তরে জানান শাহরুখ

রবিবার শাহরুখ খানের ৬০তম জন্মদিন ছিল। এদিন শাহরুখকে শুভেচ্ছা জানিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই শুভেচ্ছার এবার উত্তর...