Tuesday, December 2, 2025

ভারতীয় দলের সঙ্গে চুক্তি বাড়াতে নারাজ দ্রাবিড়, কোচের হট সিটে বসতে চলেছেন লক্ষ্মণ : রিপোর্ট

Date:

Share post:

ভারতীয় দলের সঙ্গে চুক্তি বাড়াতে নারাজ রাহুল দ্রাবিড়। সুত্রের খবর, দ্রাবিড় নিজের সিদ্ধান্তের কথা ইতিমধ্যেই ভারতীয় ক্রিকেট বোর্ডকে জানিয়ে দিয়েছেন। তিনি আর চুক্তি বাড়াতে চাইছেন না। এমনিতেই দ্রাবিড়ের ভারতীয় দলের সঙ্গে চুক্তি ছিল ২০২৩ বিশ্বকাপ পর্যন্ত। তবে জানা যাচ্ছে, বিসিসিআইয়ের তরফ থেকে দ্রাবিড়কে প্রস্তাব দেওয়া হয়েছিল চুক্তি বাড়ানোর। কিন্তু জানা যাচ্ছে, সেই চুক্তি বাড়াতে নারাজ দ্রাবিড়। এক্ষেত্রে দ্রাবিড় চুক্তি বাড়াতে না চাইলে তাঁর ছেড়ে যাওয়া হট সিটে বসতে চলেছেন তারই প্রাক্তন সতীর্থ ভিভিএস লক্ষ্মণ। লক্ষ্মণের কাধেই উঠতে চলেছে টিম ইন্ডিয়ার দায়িত্ব। সূত্রের খবর, দ্রাবিড় দায়িত্ব নিতে পারেন আইপিএল-এর কোন এক দলের।

এই নিয়ে বোর্ডের এক সূত্র বলেন,” এই পদের জন্য চরম আগ্রহ দেখিয়েছেন লক্ষ্মণ। বিশ্বকাপ চলাকালীন তিনি আহমেদাবাদে গিয়ে বিসিসিআইয়ের শীর্ষ আধিকারিকদের সঙ্গে এই বিষয়ে আলোচনাও করেছিলেন। খুব শীঘ্রই উনি একটি দীর্ঘমেয়াদী চুক্তি স্বাক্ষর করবেন এবং দলের সঙ্গে দক্ষিণ আফ্রিকা যাবেন স্থায়ী কোচ হিসেবে।” এরপর বোর্ডের সূত্র আরও বলেন,” হেড কোচ পদ থেকে ইস্তফা দেওয়ার কথা ইতিমধ্যেই রাহুল দ্রাবিড় জানিয়ে দিয়েছেন বোর্ডকে। উনি এনসিএ’তে যেই ভূমিকায় আগে ছিলেন, তাতেই উনি খুশি কারণ এর সুবাদে উনি নিজের শহর বেঙ্গালুরুতে থাকার সুযোগ পাবেন। উনি মাঝেমধ্যেই কোচিং দেবেন তবে ফুল-টাইম কোচ আর থাকবেন না।”

এছাড়াও বোর্ডের আরও একটি সূত্র মারফত জানা গিয়েছে, দ্রাবিড় একটি আইপিএল দলের সঙ্গে কথা বলছেন দুই বছরের একটি চুক্তি নিয়ে। সেই সূত্রের জানিয়েছে, “আমাদের কাছে যা খবর এসেছে তাতে আমরা জানতে পেরেছি রাহুল দ্রাবিড় একটি আইপিএল টিমের সঙ্গে কথা বলছেন। তাদের সঙ্গে উনি হয়তো দুই বছরের একটি চুক্তিতে যেতে পারেন।”

আরও পড়ুন:সূর্য কুমারের নেতৃত্বে আজ অজিদের বিরুদ্ধে প্রথম টি-২০ ম‍্যাচ খেলতে নামছে ভারত

spot_img

Related articles

বাজেট পরিকল্পনায় ‘দীর্ঘমেয়াদি উন্নয়ন’ জোরদার করতে উদ্যোগ রাজ্যের

আগামী ২০২৬–২৭ অর্থবর্ষের রাজ্য বাজেট এবার রাষ্ট্রসংঘ নির্ধারিত দীর্ঘমেয়াদি উন্নয়ন লক্ষ্যের সঙ্গে আরও বেশি সামঞ্জস্য করে প্রণয়নের উদ্যোগ...

গ্রুপ সি -ডি’তে থাকা ‘অযোগ্য’দের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশের নির্দেশ হাই কোর্টের

গ্রুপ সি ও ডি তে 'অযোগ্য' কারা তাদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করার নির্দেশ দিলেন বিচারপতি অমৃতা সিনহা। সেই...

কোহলি ভক্ত ছেলের মাঠে অনুপ্রবেশ, রাঁচি যাচ্ছেন বাবা

নিরাপত্তা বেষ্টনী অতিক্রম করে রবিবার রাঁচির স্টেডিয়ামে বিরাট কোহলির(Virat Kohli) কাছে পৌঁছে গিয়েছিলেন ভক্ত শৌভিক মুর্মু। আবেগ কি...

উচ্চ মাধ্যমিকে ১২ পাতার মধ্যেই উত্তর বাধ্যতামূলক, নয়া নির্দেশ জারি সংসদের

উচ্চ মাধ্যমিক শিক্ষার্থীদের জন্য নতুন নিয়ম ঘোষণা করলো উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। ২০২৬ সালের চতুর্থ সেমিস্টার থেকে শিক্ষার্থীরা...