Thursday, August 28, 2025

“ওরা চার জনকে ঢোকালে ওদের আট জনকে জেলে ভরব”, বিজেপিকে হুঁ.শিয়ারি মমতার

Date:

একের পর এক মামলা দিয়ে তৃণমূলের হেভিওয়েট নেতা থেকে মন্ত্রী, বিধায়কদের জেলে পুড়ছে কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকারের তদন্তকারী সংস্থা ইডি-সিবিআই। যার শেষ সংযোজন রাজ্যের খাদ্যমন্ত্রী তথা বর্তমান বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। এবার গ্রেফতার নিয়ে মুখ খুললেন তৃণমূল নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর স্পষ্ট হুঁশিয়ারি, “ওরা চার জনকে ঢোকালে ওদের আট জনকে জেলে ভরব।”

আজ, বৃহস্পতিবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে তৃণমূলের মেগা সভা ছিল। সেই সভা থেকে চড়া সুরে তৃণমূল সুপ্রিমো বলেন, “বালুকে জেলে নিয়ে গিয়েছে। এরা অনেক ডান্ডা খেয়েছে, অনেক লড়াই করেছে, আমার অনেক লড়াইয়ের সাথী। আমি বিশ্বাস করি না, এরা চোর। আমাদের চারজনকে জেলে ঢুকিয়েছে ষড়যন্ত্র করে। এবার ওদের আট জনকে জেলে ভরব। ওদের বিরুদ্ধে খুনের ঘটনা রয়েছে। ওদের নামে যা যা মামলা রয়েছে সব খুলব। মনে রাখবেন বিজেপির আয়ু আর তিন মাস। তারপর? তারপর কী হবে, সেটাও ভাবুন।” নেত্রীর এমন বক্তব্য শুনে ভরা নেতাজি ইন্ডোরে হাততালির রোল।

মমতা বন্দ্যোপাধ্যায়ের আরও সংযোজন, “আজ সিপিএম ও বিজেপি কোলবালিশ হয়ে ঘুরছে। সব হিসেব হবে। ওরা সব শূন্যই থাকবে। কেষ্ট-মানিক-বালুদের জেলে ঢুকিয়ে খুব হাসছো না? ভাবছো এটাই চলবে? মনে রেখো তোমরা যখন ক্ষমতায় থাকবে না, তখন তোমরা কোথায় থাকবে? তোমরা সব সেলে থাকবে। এরপর তিনি বলেন, বাইরে সব গদ্দাররা ঘুরছে, বলছে ওই দিন ইডি-সিবিআই যাবে। আর ওমনি ইডি-সিবিআই চলে যাচ্ছে। সব সিজ করে নিচ্ছে। কিন্তু কোনও সিজার লিস্ট দিচ্ছে না।”

এদিন দিল্লির ধরনা প্রসঙ্গ তুলে তৃণমূল সুপ্রিমো বলেন, ববি সেদিন বলছিল, দিদি কোমরটায় খুব ব্যথা হচ্ছে। আমি বললাম, কেন? তখন বলে, দিল্লিতে ধরনা দিতে গিয়ে ডান্ডার পর ডান্ডা খেয়েছে। বক্সিদাও ডান্ডা খেয়েছে। তারপর বালুকে নিয়ে গিয়েছে জেলে। ওখানে ডান্ডার পর ডান্ডা খেয়েছে। এরা অনেক লড়াই করেছে। এরা আমার অনেক লড়াইয়ের সাথী। আমাদের লড়াই এখনও চলছে। এখন আমরা আর চুপ করে থাকব না।

আরও পড়ুন:‘খলিস্তানি জঙ্গি পান্নুনকে খুনের ছক ভারতের!’ মার্কিন রিপোর্টের কড়া জবাব দিল্লির

 

Related articles

এনএইচএম কর্মীদের বড় উপহার, উৎসবের মুখে বোনাস ঘোষণা রাজ্যের 

উৎসবের দোরগোড়ায় জাতীয় স্বাস্থ্য মিশনের কাজে নিযুক্ত রাজ্যের স্বেচ্ছাসেবক ও চুক্তিভিত্তিক কর্মীদের জন্য বড় ঘোষণা করল রাজ্য সরকার।...

হাসিনার প্রত্যাবর্তনে ভয় পাচ্ছে বিএনপি! নির্বাচন ভণ্ডুলের আশঙ্কা খালেদা জিয়ার দলের

বাংলাদেশ(Bangladesh) জুড়ে রাজনৈতিক অস্থিরতা অব্যাহত। বর্তমানে অন্তর্বর্তী সরকার দেশ পরিচালনা করছে। চাপের মুখে পড়ে আগামী বছর ফেব্রুয়ারি মাসে...

রেস্তোরাঁয় বিল মেটাতে না পেরে বাসন ধুয়েছিলেন! ঘরভাড়া মেটাতে হিমশিম খেতেন আশিস

বলিউড (Bollywood) অভিনেতা আশিস বিদ্যার্থী (Ashish Vidyarthi)। নিজের ক্যারিয়ারের শুরুতে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছিলেন। কিন্তু তারপরেও আর্থিক সমস্যার...

দু’দিনেই তিন হাজার আবেদন! পরিযায়ী শ্রমিকদের জন্য ‘শ্রমশ্রী’ প্রকল্পে বিপুল সাড়া

রাজ্যে ফিরেছেন কর্মসংস্থানহীন বহু শ্রমিক। তাঁদের আর্থিক সুরাহার লক্ষ্যে নবান্নের উদ্যোগে চালু হয়েছে ‘শ্রমশ্রী’ অ্যাপ। আর যাত্রা শুরুর...
Exit mobile version