Friday, November 14, 2025

মোসাদকে হামাস জ.ঙ্গিদের খ.তম করার নিদান নেতানিয়াহুর

Date:

Share post:

হামাস জঙ্গিরা যেখানেই থাকুক না কেন তাদের খুঁজে বার করে নিকেশ করতে হবে। গোয়েন্দা সংস্থা মোসাদকে এমনই নির্দেশ দিলেন ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। প্রায় ৪৫ দিন ধরে চলছে হামাসের সঙ্গে ইজরায়েল যুদ্ধ। তবে এই চারদিনের জন্য ছেদ পড়তে চলেছে এই যুদ্ধে। যদিও বেঞ্জামিন সাফ জানিয়ে দিয়েছেন, যুদ্ধে এই বিরতি সাময়িক। এই লড়াই চলবেই।

মোসাদকে দেওয়া নেতানিয়াহুর এই নির্দেশের পরই শুরু হয়েছে চর্চা। উল্লেখ্য, ১৯৭৬-এর মিউনিখ অলিম্পিক হত্যাকাণ্ডের বদলা নেওয়ার জন্য ইজরায়েল ‘অপারেশন র‍্যাথ অফ গড’ শুরু করেছিল। ইউরোপ-সহ বিশ্বজুড়ে প্যালেস্তিনীয় জঙ্গি সংগঠন ‘ব্ল্যাক সেপ্টেম্বর’-এর নেতাদের হত্যা করে গোয়েন্দা সংস্থা মোসাদ। ওই কায়দাতেই এবার বিশ্বজুড়ে হামাসের শীর্ষ নেতাদের নিকেশ করতে মোসাদকে নির্দেশ দিয়েছেন নেতানিয়াহু। অন্যদিকে গতকাল বুধবার মার্কিন প্রেসিডেন্ট বাইডেনের সঙ্গে ফোনে কথা হয়েছে ইজরায়েলের প্রধানমন্ত্রীর। সাংবাদিক বৈঠকে সেই প্রসঙ্গে বলতে গিয়ে বেঞ্জামিন জানাচ্ছেন, “আমি সাফ জানাচ্ছি যতক্ষণ না আমরা আমাদের লক্ষ্যে পৌঁছচ্ছি, ততক্ষণ লড়াই চলবেই।”

এদিকে গাজায় সবচেয়ে বড় হাসপাতাল আল শিফাকে নিজেদের গড় বানিয়েছে হামাস। তার একটি ভিডিয়ো প্রকাশ্যে এসেছে যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি এখন বিশ্ববাংলা সংবাদ। আল শিফা হাসপাতাল দখলে নিয়েছে ইজরায়েলি সেনা। সুড়ঙ্গটি হামাস বানিয়েছে বলে দাবি করেছে আইডিএফ। কী ভাবে অত্যাধুনিক সেই সুড়ঙ্গ বানানো হয়েছে, তার ছবিও প্রকাশ্যে আনা হয়েছে। ড্রোন ক্যামেরার সাহায্যে সুড়ঙ্গের ভিতরে কোথায় কী রয়েছে তা দেখানো হয়েছে। সুড়ঙ্গের ভিতরে রয়েছে ঘর, থাকার ব্যবস্থা, অত্যাধুনিক সর়ঞ্জাম, বাথরুম। সাড়ে ৬ ফুট উচ্চতার ওই সুড়ঙ্গে ঢোকার জন্য হাসপাতাল চত্বরে রয়েছে ছোট্ট একটি দরজা। যা কোনও ভাবেই বোঝার উপায় নেই।

আরও পড়ুন:এখনও ১০ মিটার খুঁড়তে হবে! উত্তরকাশীর টানেলে ঢুকলেন কেন্দ্রীয় মন্ত্রী

 

spot_img

Related articles

সরকারি হাসপাতালে নাবালিকা রোগীর শ্লীলতাহানি! গ্রেফতার RG Kar আন্দোলনের ‘বিপ্লবী’ ডাক্তার

উত্তর ২৪ পরগনা জেলার বারাসাতে সরকারি হাসপাতালে নাবালিকা রোগীর শ্লীলতাহানির অভিযোগে। ঘটনায় গ্রেফতার বারাসাত মেডিকেল কলেজ ও হাসপাতালের...

আন্দুল রোডে বিধ্বংসী অগ্নিকাণ্ড! ভস্মীভূত দুই স্পঞ্জ কারখানা 

রাতের হাওড়ায় ভয়াবহ আগুনে কার্যত ছারখার হয়ে গেল আন্দুল রোডের পাশে হাঁসখালি পোল এলাকার দুটি স্পঞ্জ তৈরির কারখানা।...

সোনারপুরে শুরু হচ্ছে প্রবীণদের জন্য বিনামূল্যে নিউমোনিয়া ও ফ্লু টিকাকরণ কর্মসূচি

শীতের আগমনের সঙ্গে সঙ্গেই নিউমোনিয়ার সংক্রমণ বাড়ছে রাজ্যজুড়ে। বিশেষ করে প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে এই রোগ অনেক সময় প্রাণঘাতী...

প্রকাশিত হল আইসিএসই এবং আইএসসি পরীক্ষার সময়সূচি

প্রকাশিত হল আগামী বছরের দশম এবং দ্বাদশ শ্রেণির আইসিএসই এবং আইএসসি পরীক্ষার সময়সূচি। কাউন্সিলের তরফে এদিন বিজ্ঞপ্তি জারি...