আশা করা হয়েছিল বৃহস্পতিবার সকালের আলো দেখতে পাবেন অভিশপ্ত প্যানেলে আটকে থাকা ৪১ শ্রমিক। কিন্তু দুপুর গড়িয়ে সন্ধ্যা হতে চলল এখনও প্রায় ১০ মিটার খনন কাজ বাকি। কোনও শ্রমিককেই সুড়ঙ্গের (under construction tunnel) বাইরে আনা যায়নি। জোর কদমে কাজ চলছে। টানেলের বাইরে অ্যাম্বুলেন্স, হেলিকপ্টার বিপর্যয় মোকাবিলা দফতরের অতিরিক্ত বাহিনী মজুত আছে। উৎকন্ঠায় আতঙ্কে বারো দিন কাটিয়ে একটু একটু করে আশার আলো দেখতে শুরু করেছে শ্রমিক পরিবার। কিন্তু আর যে তর সইছে না, কখন বেরিয়ে আসবেন তাঁরা? অবশেষে ভারতীয় সেনার প্রাক্তন জেনারেল ও কেন্দ্রীয় মন্ত্রী ভি কে সিং (Union minister V K Singh) প্রবেশ করলেন অভিশপ্ত টানেলে।

আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা, উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী জানিয়েছেন, আটকে পড়া শ্রমিকদের থেকে আর মাত্র ১০ মিটার দূরে রয়েছেন উদ্ধারকারীরা। আজ রাতের মধ্যেই সকলকে বাইরে নিয়ে আসার চেষ্টা চলছে।উত্তরকাশীর সিল্কইয়ারা এবং দণ্ডলগাঁওয়ের মাঝে তৈরি হচ্ছিল সাড়ে চার কিলোমিটার লম্বা টানেল। এরই মধ্যে ১৫০ মিটার লম্বা এলাকা জুড়ে আচমকাই ধস নামে। ৪১ জন শ্রমিকের মধ্যে ৩ জন বাংলার শ্রমিকও রয়েছেন। টানেলের মুখে পর্যাপ্ত মেডিক্যাল ব্যবস্থা রাখা হয়েছে।