নেতাজী ইন্ডোরের সভায় কর্মসংস্থান নিয়ে বিরোধীদের তীব্র আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিনের সভায় কেন্দ্রের বিরুদ্ধে ফের সরব হলেন তিনি।
এদিন ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বলেন, কেন্দ্র ১ লক্ষ ১৫ হাজার কোটি টাকা দিচ্ছে না। এটা রাজ্যের হকের টাকা।ভিক্ষার টাকা নয়।এর বিরুদ্ধে দি্ল্লি পর্যন্ত আন্দোলন হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে,অভিষেক বন্দ্যেপাধ্যায়ের নেতৃত্বে।বিনামূল্যে সামাজিক সুরক্ষা দিচ্ছি আমরা। উন্নয়ন নয়, ধর্মকে সামনে রেখে বিভাজনের রাজনীতি করছে বিজেপি। বাংলার মানুষ সব দেখছেন। এভাবে মানুষকে ভাঁওতা দেওয়া যাবে না।