Tuesday, November 11, 2025

Uttarkashi: প্রযুক্তিগত সম.স্যায় বন্ধ উ.দ্ধারকাজ! বাড়ছে উৎ.কণ্ঠা

Date:

উত্তরকাশীতে থমকে গেল উদ্ধারের (Rescue operation stopped in Uttarkashi) কাজ। নতুন করে ধস নামার আশঙ্কায় সাময়িকভাবে বন্ধ হল উদ্ধার কাজ। ইতিমধ্যেই জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার (GSI) গবেষকরা ঘটনাস্থলে পৌঁছেছেন। উদ্ধারকারী দলের সদস্যরা বলছেন প্রায় ৯৫ থেকে ৯৮ শতাংশ খনন কাজ হয়ে গেছে। কিন্তু যেখানে ড্রিল করা হচ্ছে, সেখানে মাটি আলগা হয়ে যাওয়ায় বড় বিপর্যয় আশঙ্কায় বন্ধ করা হল কাজ। প্রশাসনের তরফে বলা হয়েছে এক্ষেত্রে কোনও তাড়াহুড়ো করা যাবে না। GSI এর সঙ্গে পরামর্শ করে কাজ চালাচ্ছে NDRF। মাটি পরীক্ষার (Soil test) পর পুনরায় খনন কাজ শুরু হবে।আটক শ্রমিকদের কাছে পৌঁছনোর ১ মিটার আগেই কাজ বন্ধ বলে খবর।

বুধবার রাতে পরিস্থিতি দেখে অনুমান করা হচ্ছিল যে আজ দুপুরের মধ্যেই হয়তো শ্রমিকদের উদ্ধার করা সম্ভব হবে। কিন্তু এই মুহূর্তে সেই কাজে খানিকটা বিঘ্ন ঘটেছে। পাইপলাইন প্রবেশ করানোর সময় ভেতরের কিছুটা অংশের মাটি ধসে যাওয়ায় সঙ্গে সঙ্গে কাজ বন্ধ করে দেওয়া হয়। প্রশাসনের তরফে স্পষ্টভাবে নির্দেশ দেওয়া হয়েছে যাতে অক্ষত অবস্থায় শ্রমিকদের সুড়ঙ্গের বাইরে আনা যায়। আটকে থাকা শ্রমিকদের কাছে পৌঁছনো থেকে তাঁদের উদ্ধার করার মধ্যে প্রায় ঘণ্টা ছয় সময় লাগবে বলে মনে করছেন এনডিআরএফ-এর সদস্যরা। শেষ খবর পাওয়া অনুযায়ী অগার মেশিনে যান্ত্রিক ত্রুটির জেরে বন্ধ ড্রিলিংয়ের কাজ। এই নিয়ে তিনবার অগার মেশিনে যান্ত্রিক ত্রুটি হল। আটক শ্রমিকদের কাছে পৌঁছনোর ১ মিটার আগেই কাজ বন্ধ হয়ে গেল বলে জানান উদ্ধারকারী দলের সদস্য আর্নল্ড ডিক্স।


Related articles

ধর্মেন্দ্রর অবস্থার অবনতি, রাতেই হাসপাতালে ছুটলেন শাহরুখ-সলমন

বর্ষীয়ান বলিউড অভিনেতা ধর্মেন্দ্রর (Dharmendra) শারীরিক অবস্থার অবনতি। রাতেই ব্রিচ ক্যান্ডি হাসপাতালে গেলেন শাহরুখ-সলমানরা (Shahrukh Khan - Salman...

সলমনই হামলার মাস্টারমাইন্ড? দিল্লি বিস্ফোরণে গ্রেফতার ব্যবহৃত গাড়ির মালিক

সাদা রঙের একটি হুন্ডাই আই–২০ গাড়ি ধীরে ধীরে এসে ট্রাফিক সিগন্যালের সামনে থামতেই মুহূর্তের মধ্যে ঘটে বিস্ফোরণ। সোমবার...

দিল্লি বিস্ফোরণের জের: কলকাতার সব থানাকে সতর্ক করেছে লালবাজার, গুরুত্বপূর্ণ মোড়ে চলছে নাকা চেকিং

দিল্লির লালকেল্লার কাছে মেট্রো স্টেশনের এক নম্বর গেটের সামনে ভয়াবহ বিস্ফোরণের জেরে দেশের রাজধানীর পাশাপাশি হাই অ্যালার্ট (High...

দিল্লির বিস্ফোরণের ঘটনায় শোকপ্রকাশ প্রধানমন্ত্রীর! ঘটনাস্থলে স্বরাষ্ট্রমন্ত্রী, গ্রেফতার গাড়ির মালিক

দিল্লির বিস্ফোরণের ঘটনায় গ্রেফতার ১। বিষ্ফোরণ হওয়া গাড়ির মালিককে গ্রেফতার করল পুলিশ। প্রসঙ্গত, শনিবার সন্ধ্যায় লালকেল্লা মেট্রো স্টেশনের...
Exit mobile version