Friday, November 14, 2025

BGBS-এর শিল্প প্রস্তাব দ্রুত রূপায়নের নির্দেশ মুখ্যমন্ত্রীর, কয়েকটি দফতরের কাজে উ.ষ্মা প্রকাশ

Date:

এখনও পর্যন্ত সর্বাধিক বিনিয়োগ প্রস্তাব পেয়ে সাফল্যের নতুন নজির গড়েছে রাজ্যের সপ্তম বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন। টাকার অঙ্কে ৩ লক্ষ ৭৬ হাজার ২৮৮ কোটির বেশি। এই বিপুল বিনিয়োগ প্রস্তাব যাতে দ্রুত রূপায়িত হয় তার জন্য সব দফতরকে এবার যুদ্ধকালীন তৎপরতায় মাঠে নামার নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বৃহস্পতিবার, ইন্ডোর স্টেজিয়ামের মেগা বৈঠকের পরে নবান্নে এক উচ্চ পর্যায়ের বৈঠক করেন মমতা। বিভিন্ন দফতরের মন্ত্রীরা ছাড়াও উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট দফতরের সচিব ও শীর্ষ স্থানীয় আধিকারিকরা। সম্মলনে যে সব বিনিয়োগ প্রস্তাব এসেছে তা যাতে দ্রুত বাস্তবায়িত করতে বৈঠকে স্পষ্ট নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। বলেন, লাল ফিতের ফাঁসে কোনও প্রস্তাব যাতে আটকে না থাকে তা দেখতে হবে।

মুখ্যমন্ত্রী এদিন বলেন, বাণিজ্য সম্মেলনের (BGBS) সাফল্য নিয়ে BJP-সহ বিরোধীদল অপপ্রচার চালাচ্ছে। বিরোধীদের মুখ বন্ধ করতে খুব শীঘ্রই সব ক’টি বাণিজ্য সম্মেলনের বিনিয়োগ ও রূপায়নের ইতিবৃত্ত শ্বেতপত্র আকারে প্রকাশ করার জন্য মুখ্যসচিবকে নির্দেশ মুখ্যমন্ত্রী (Mamata Banerjee)।

প্রশাসনিক সূত্রে খবর, এদিনের বৈঠকে দফতর ধরে ধরে বেশ কয়েকজন মন্ত্রী ও আধিকারিকদের আরও সতর্ক হয়ে কাজ করার নির্দেশ দিয়েছেন। বৈঠকে ভূমি ও ভূমি রাজস্ব, স্বাস্থ্য, স্কুল শিক্ষা, ক্ষুদ্র ও কুটির শিল্প, কারিগরি শিক্ষা দফতরকে তিনি আরও সতর্কভাবে দ্রুত কাজ করতে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।

ভূমি রাজস্ব দফতর ও স্বাস্থ্য দফতরের সচিবকে উদ্দেশ্য করে বলেন মুখ্যমন্ত্রী অভিযোগ করেন, “বিভিন্ন কাগজ কেন বেরিয়ে যাচ্ছে?” ক্ষোভ উগরে মমতা বলেন, “সব জায়গায় সিপিএম বসে আছে, তারা সব বের করে দিচ্ছে। উপরে যাঁরা রয়েছেন তাঁদেরকে আরও কড়া হতে হবে।“

পূর্ত ও পরিবহন দফতরের কাজ নিয়েও কিছুটা উষ্মা প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। “পূর্ত দফতর একটা সংস্থাকে কী করে এক বছরের জন্য একটি কাজের বরাত দেয়?” প্রশ্ন তুললেন মমতা।


Related articles

সরকারি হাসপাতালে নাবালিকা রোগীর শ্লীলতাহানি! গ্রেফতার RG Kar আন্দোলনের ‘বিপ্লবী’ ডাক্তার

উত্তর ২৪ পরগনা জেলার বারাসাতে সরকারি হাসপাতালে নাবালিকা রোগীর শ্লীলতাহানির অভিযোগে। ঘটনায় গ্রেফতার বারাসাত মেডিকেল কলেজ ও হাসপাতালের...

আন্দুল রোডে বিধ্বংসী অগ্নিকাণ্ড! ভস্মীভূত দুই স্পঞ্জ কারখানা 

রাতের হাওড়ায় ভয়াবহ আগুনে কার্যত ছারখার হয়ে গেল আন্দুল রোডের পাশে হাঁসখালি পোল এলাকার দুটি স্পঞ্জ তৈরির কারখানা।...

সোনারপুরে শুরু হচ্ছে প্রবীণদের জন্য বিনামূল্যে নিউমোনিয়া ও ফ্লু টিকাকরণ কর্মসূচি

শীতের আগমনের সঙ্গে সঙ্গেই নিউমোনিয়ার সংক্রমণ বাড়ছে রাজ্যজুড়ে। বিশেষ করে প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে এই রোগ অনেক সময় প্রাণঘাতী...

প্রকাশিত হল আইসিএসই এবং আইএসসি পরীক্ষার সময়সূচি

প্রকাশিত হল আগামী বছরের দশম এবং দ্বাদশ শ্রেণির আইসিএসই এবং আইএসসি পরীক্ষার সময়সূচি। কাউন্সিলের তরফে এদিন বিজ্ঞপ্তি জারি...
Exit mobile version