Saturday, November 15, 2025

ফের বা*ধা,সুড়ঙ্গ থেকে উ*দ্ধারে আরও কয়েক ঘণ্টার অপেক্ষা!

Date:

১৩ দিন পেরিয়ে গেল, উত্তরকাশীর নির্মীয়মাণ অন্ধকার সুড়ঙ্গে (Under Construction Tunnel in Uttarkashi) এখনও আটকে ৪১ জন শ্রমিক। বৃহস্পতিবার সকালের মধ্যে সকলকে উদ্ধার করার কথা থাকলেও, শেষ অবধি তা হয়নি। এমনকি শুক্রবার সন্ধ্যা পর্যন্ত যা আপডেট তাতে আরও কয়েক ঘণ্টা অপেক্ষা করতে হবে বলে মনে করা হচ্ছে। কালঘাম ছুঁটছে উদ্ধারকারী দলের। ক্ষত ভাবে শ্রমিকদের উদ্ধার করা হবে এই আশায় বুক বেঁধেছে গোটা দেশ। কিন্তু ট্রায়াল সম্পন্ন হলেও শ্রমিকদের বের করে আনতে আবারও বাধা! খানিক দূরেই থমকাল খননযন্ত্র। প্রযুক্তিগত ত্রুটির কারণেই শেষ মুহূর্তে আটকে গেল কাজ। যে কাঠামোর উপর যন্ত্রটি রাখা হয়েছিল সেখানে সমস্যা দেখা গেছে বলে উদ্ধারকারী দলের (Rescue Team)তরফে জানানো হয়েছে।

বৃহস্পতিবার বাধার সম্মুখীন হয়েছিল উদ্ধারকারী দল। খননের জন্য আনা আমেরিকার যন্ত্রটির ব্লেড বিকল হয়ে গিয়েছিল। তা মেরামত করতে হয়। NDMA-এর লেফটেন্যান্ট জেনারেল সৈয়দ আতা হাসনাইন এদিন সকালেই বলেন, এটা চ্যালেঞ্জিং কাজ। আগামী দুঘন্টার মধ্যে উদ্ধার কাজ করা হবে বলে প্রচার করা উদ্ধার কর্মীদের উপর চাপ সৃষ্টি করছে। এটা ভুল।  এনএইচআইডিসিএলের এমডি মাহমুদ আহমেদ বলেন,’আমরা ২২ নভেম্বর ৪৫ মিটার পাইপ ঢুকিয়েছিলাম। এর পর একটি গার্ডার বাঁধা হয়ে দাঁড়ায়। সেজন্য খননযন্ত্রটি বন্ধ করতে হয়েছিল। আমরা বিশেষজ্ঞদের সাহায্যে গার্ডারটি কাটতে পেরেছি। কিন্তু যন্ত্র যেখানে রাখা হয়েছিল সেখানে সমস্যা তৈরি হয়েছে। গত ১২ নভেম্বর উত্তরকাশীর ব্রহ্মতাল-যমুনোত্রী জাতীয় সড়কের উপর সিল্কিয়ারা ও ডন্ডালহগাঁওের মধ্যে নির্মীয়মাণ সুড়ঙ্গের একাংশ ধসে পড়ে আটকে পড়েন ৪১ জন শ্রমিক। বুধবার রাত থেকেই সুড়ঙ্গের বাইরে অপেক্ষা করছে ২০টি অ্যাম্বুল্যান্স । সাহায্য নেওয়া হচ্ছে মার্কিন সুড়ঙ্গ বিশেষজ্ঞ আর্নল্ড ডিক্সের। বৃহস্পতিবার সন্ধেয় উত্তরাখণ্ড সরকার জানিয়ে দেয়, এক্ষেত্রে কোনও তাড়াহুড়ো করা হবে না। ঘটনাস্থলে পৌঁছে গিয়েছেন মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি। তবে আজ রাতের মধ্যে শ্রমিকদের নিরাপদে বের করে আনা যাবে কি না, তা নিয়েও নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না।


Related articles

ফের রবিবার বন্ধ বিদ্যাসাগর সেতু! কোন পথে যান চলাচল

রক্ষণাবেক্ষণের জন্য রবিবার আবার বন্ধ থাকবে বিদ্যাসাগর সেতু (Vidyasagar Bridge)। বিকল্পপথে যান চলাচলের বিজ্ঞপ্তি দিল কলকাতা পুলিশ (Kolkata...

এজরা স্ট্রিটে বিধ্বংসী অগ্নিকাণ্ড! বেআইনি নির্মাণে কড়া পদক্ষেপ: জানালেন মেয়র, নিয়ম মেনে ব্যবসার বার্তা সুজিতের

সাতসকালে বিধ্বংসী অগ্নিকাণ্ড বড়বাজারের (Barobazar) এজরা স্ট্রিটের ইলেকট্রিক সামগ্রীর দোকানে। দমকলের (Fire Brigade) ২০টি ইঞ্জিনের চেষ্টায় আগুন (Fire)...

ক্রমশ কাজের চাপ বাড়াচ্ছে কমিশন: জেলায় জেলায় বিক্ষোভে BLO-রা

নির্বাচনী এসআইআর প্রক্রিয়ায় সাধারণ নাগরিকদের যাতে লাইনে দাঁড়াতে না হয়, তার জন্য কমিশনের তরফে প্রতিনিধি বুথ লেভেল অফিসাররা...

গিলের চোট নিয়ে উদ্বেগ, বেশি রানের লিড নিতে ব্যর্থ ভারত

আফ্রিকার বিরুদ্ধে প্রথম টেস্টের দ্বিতীয় দিনেই ভারতীয় শিবিরের চোটের উদ্বেগ। শনিবার দিনের শুরুতেই ঘাড়ের ব্যাথা নিয়ে মাঠ ছাড়লেন...
Exit mobile version