Sunday, November 16, 2025

বিশ্বকাপ ট্রফি জয়ের পরই একটি ছবি ঘিরে শুরু হয়েছিল বিতর্ক। বিতর্ক তৈরি করেছিলেন অস্ট্রেলিয়ার ক্রিকেটার মিচেল মার্শ। ড্রেসিংরুমে ফিরে বিশ্বকাপের ট্রফির উপরে পা তুলে রাখার ছবি পোস্ট করেছিলেন অস্ট্রেলিয়ার অধিনায়ক প‍্যাট কামিন্স। সেই ছবি পোস্ট হতেই ভাইরাল হয় সেই ছবি। অনেকেই তাঁর নিন্দা করেছিলেন। আর এবার সেই নিয়ে মুখ খুললেন ভারতের তারকা ক্রিকেটার মহম্মদ শামি। মার্শের এই আচরণে কড়া নিন্দা করেছেন ভারতের পেসার। তাঁর মতে, যে ট্রফি লোকে মাথায় তুলে রাখতে চায়, তার এমন অবমাননা ঠিক নয়।

এই নিয়ে শামি বলেন,” আমি ছবিটা দেখে খুব কষ্ট পেয়েছি। এই ট্রফির জন্যে গোটা বিশ্বের এত দেশ লড়াই করে। এই ট্রফিকে সবাই মাথার উপর তুলে ধরতে চায়। সেই ট্রফির উপরেই পা রাখার ছবি কখনওই আমাকে খুশি করতে পারে না।”

বিশ্বকাপ জিতেই ট্রফিটির পা রাখেন অস্ট্রেলিয়ার ক্রিকেটার মিচেল মার্শ। শুধু রাখেনই না, তোলেন ছবিও। সেই ছবি আবার সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন অস্ট্রেলিয়া দলের অধিনায়ক প‍্যাট কামিন্স। আর ছবি পোস্ট হতেই ভাইরাল। শুরু হয়েছে সমালোচনা। প্রশ্ন উঠছে কেন এমন করলেন তিনি?

বিশ্বকাপের ফাইনালে ভারতকে ৬ উইকেটে হারায় অস্ট্রেলিয়া। এরপর সেলিব্রেশনে মাতে অজি ক্রিকেটাররা। সেলিব্রেশন চলে ড্রেসিংরুমেও। সেই মুহূর্ত ক‍্যামেরাবন্দি করেছেন দলের অধিনায়ক। আর সেখানেই দেখা যায় মেজাজে দু’টি পা ট্রফির উপর তুলে হাসি মুখে বসে রয়েছেন মার্শ। হাতে রয়েছে পানীয়ের বোতল। বাঁ হাত মুষ্টিবদ্ধ। আর ছবি পোস্ট হতেই শুরু হয়েছে সমালোচনা।

আরও পড়ুন:ফাইনালে হারের পর বিরাটদের চাঙ্গা করতে ড্রেসিংরুমে মোদি, আক্ষেপ শোয়েব আখতারের, কিন্তু কেন?

Related articles

২৮ নম্বর ওয়ার্ডে বিজয়া-সন্ধ্যায় কৃতী সংবর্ধনা ও এডুকেশন হেলথ কার্ড উদ্বোধন

উত্তর কলকাতার ২৮ নম্বর ওয়ার্ডে বিজয়া সম্মিলনীকে কেন্দ্র করে রঙিন সাংস্কৃতিক পরিবেশে অনুষ্ঠিত হল সংবর্ধনা ও সমাজসেবামূলক এক...

কলকাতা দর্শন: ডিসেম্বরেই শহর ভ্রমণে নতুন উদ্যোগ! চালু হচ্ছে বিশেষ পর্যটন বাস পরিষেবা

শীতের মৌসুমে কলকাতার পর্যটন শিল্পকে তেজ দিতে নতুন পদক্ষেপ নিল রাজ্য পরিবহণ দফতর। ডিসেম্বরের শুরু থেকে চালু হতে...

কাপড়ের ব্যবসা করে জীবন কাটাচ্ছেন ধর্ষণের দায়ে জেল খাটা বলিউড নায়ক!

বলিউডের (Bollywood) একসময়ের নামকরা হিরো এখন রিয়েল লাইফে জিরো। 'গ্যাংস্টার'-এর মতো সুপারহিট সিনেমায় অভিনয়ের পর ধর্ষণের দায়ে সাত...

ডিসেম্বরেই সম্পন্ন হবে নিয়োগ প্রক্রিয়া! এসএসসির তালিকা প্রকাশ হতেই জানালেন শিক্ষামন্ত্রী

কারা ডাক পেলেন একাদশ-দ্বাদশ শ্রেণির ইন্টারভিউ তালিকায়, এবার সেই নাম প্রকাশ করল এসএসসি। শনিবার ২০ হাজার নামের এক...
Exit mobile version