Sunday, January 11, 2026

AI মানুষের কাজ কে*ড়ে নেবে না, ব্যাখ্যা দিলেন বিল গেটস

Date:

Share post:

আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (Artificial Intelligence) নিয়ে মানুষের মনে একাধিক আশঙ্কা জন্মাচ্ছে। কৃত্রিম বুদ্ধিমত্তা (AI)মানুষের বেকারত্ব বাড়াবে, কর্মী ছাঁটাইয়ের পথে হাঁটবে একাধিক সংস্থা- ঠিক এই ভাবনাগুলো যখন জোরালো হচ্ছে ঠিক তখনই আশার কথা শোনালেন মাইক্রোসফটের সহ-প্রতিষ্ঠাতা তথা বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্টেশনের (Bill & Melinda Gates Foundation) মালিক বিল গেটস (Bill Gates)। তিনি বলছেন, এআই (AI) মানুষের কাজ কেড়ে নেবে না। তবে কাজের ধরন বদলে যাবে। যে কাজ করতে এতদিন এক সপ্তাহ সময় লাগতো এখন মাত্র ৩ দিনেই তা হয়ে যাবে। তবে মানুষকে প্রতিস্থাপন করতে পারবে না এই প্রযুক্তি।

চিকিৎসা পরিকাঠামো থেকে মহাকাশবিদ্যা সবেতেই এআই-এর বাড়বাড়ন্তে মানব সভ্যতার অস্তিত্বই সঙ্কটের মুখে ফেলবে বলে আশঙ্কা বাড়ছে। আর ঠিক সেই আবহে বিল গেটসের মুখে অন্য কথা। যদিও এই মন্তব্যের সপক্ষে যুক্তিও দিয়েছেন তিনি। সম্প্রতি ট্রেভর নোয়ার পডকাস্টে বিল গেটস কৃত্রিম বুদ্ধিমত্তা প্রসঙ্গে একাধিক মন্তব্য করেন। মোট ৪৫ মিনিটের কথোপকথনে, এআই এবং প্রযুক্তি কীভাবে মানব জীবনে পরিবর্তন আনতে পারে, সেই সম্পর্কে আলোচনা করেছেন। তাঁর মতে একদিন এমন সময় আসবে, যখন মানুষকে বেশি পরিশ্রম করতে হবে না। মানে খাবার রান্না থেকে জিনিস তৈরি সবকিছুই করবে এই প্রযুক্তি। এতে সময়ের সাশ্রয় হবে। তবে শিল্প বিপ্লবের মতো নাটকীয় হবে না। উদাহরণ হিসেবে তিনি জানান, ওয়ার্ড প্রসেসিং অ্যাপ্লিকেশনগুলি অফিসের কাজের অবসান ঘটায়নি। তবে, এই অ্যাপগুলি সেই কাজকে চিরতরে বদলে দিয়েছে। সেই সময় নিয়োগকর্তা এবং কর্মচারীদের তার সঙ্গে মানিয়ে নিতে হয়েছিল। তবে এআই-এর ঝুঁকি নিয়ে চিন্তা থাকছে। সেটা মানুষের কাজ হারানোর নয় বরং প্রযুক্তির অপব্যবহারের।


spot_img

Related articles

‘ডুবন্ত টাইটানিক’, উৎপল সিনহার কলম

টাইটানিক যখন সমুদ্রের অতলে তলিয়ে যায়,ঠিক তার ১ ঘন্টা ৪০ মিনিট পর রাত ৪টে ১০ মিনিটে সেখানে আসে...

ফের শিরোনামে ডবল ইঞ্জিন ছত্রিশগড়! এবার পুলিশের জরুরি পরিষেবার গাড়িতে গণধর্ষণ যুবতীকে

ফের নারী নির্যাতনের ঘটনায় উত্তাল হয়ে উঠল ডবল ইঞ্জিন রাজ্য ছত্রিশগড়। এবার খোদ পুলিশের জরুরি পরিষেবা ‘ডায়াল ১১২’-র...

বিজেপির সেমসাইড গোল! শুভেন্দুর নিরাপত্তারক্ষীরা পেটাল বিজেপি নেতাকে

বাংলাকে না চেনেন বিজেপির নেতারা, না তাঁদের ঘিরে থাকা কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী। ফলে বারবার 'সেমসাইড' হয়ে যাচ্ছে। বিরোধী...

নাকতলার নক্ষত্রদের নিয়ে বিশেষ উদ্যোগ, অরূপকে কৃতজ্ঞতা কৃশানুর পরিবারের

নাকতলা সেখানে সাত কীর্তিমানের কীর্তিকলাপ।যদিও তাঁরা আজ প্রয়াত। ভারতীয় ফুটবলের মারাদোনা কৃশানু দে(krishanu dey), গীতিকার গৌরিপ্রসন্ন মজুমদার, গীতিকার...