শীতের পথে কাঁ.টা নিম্নচাপ! ফের ঊর্ধ্বমুখী পারদ

দক্ষিণবঙ্গে মঙ্গলবার থেকে আংশিক মেঘলা আকাশ থাকবে, তাপমাত্রা বাড়বে দক্ষিণবঙ্গের উপকূল ও সংলগ্ন জেলাগুলোতে।

শীতের ইনিংস জমিয়ে উপভোগ করার আগেই ঘূর্ণাবর্তের ভিলেন সবটা বানচাল করে দিতে প্রস্তুত। শুক্রবার রাতে যে শীত শীত ভাব অনুভূত হয়েছিল শনিবার ভোর রাত থেকে তা উধাও হয়েছে দক্ষিণবঙ্গে। হাওয়া অফিসের (Weather Department) কর্তারা বলছেন শীতের পথে বাধা হয়ে দাঁড়িয়েছে নিম্নচাপ। তার জেরে আগামী সোমবার থেকে তাপমাত্রার পারদ চড়বে।

মৌসম ভবন (IMD)জানিয়েছে, আন্দামান সাগর এলাকাতেই সোমবার ২৭ নভেম্বর নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে। পরবর্তী দুদিনে এই নিম্নচাপ শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপে পরিণত হবে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে। আরও শক্তি বাড়ালে ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার আশঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।এর ফলে দক্ষিণবঙ্গে মঙ্গলবার থেকে আংশিক মেঘলা আকাশ থাকবে, তাপমাত্রা বাড়বে দক্ষিণবঙ্গের উপকূল ও সংলগ্ন জেলাগুলোতে। তবে আজ ও আগামিকাল হালকা শীতের আমেজ উপভোগ করা যাবে বলেই মত আলিপুর আবহাওয়া দফতরের। কলকাতায় ১৮ থেকে ২০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে তাপমাত্রা।

Previous articleঅ্যান্টি.বায়োটিক বিক্রিতে নজর.দারি বাড়ালো স্বাস্থ্য দফতর!
Next articleমহানগরে বাড়ছে ‘রেফার রো.গ’, হৃদ.রোগে আ.ক্রান্তকে নিয়ে রাতভর হয়.রানি পরিবারের!