মরুরাজ্যের ভাগ্য নির্ধারণে আজ ভোট দেবেন ৫ কোটি ২৫ লক্ষ ৩৮ হাজার ১০৫ জন ভোটার। সকাল থেকে কড়া নিরাপত্তার ঘেরাটোপে রাজস্থানের (Rajasthan Assembly Election) বিভিন্ন ভোটগ্রহণ কেন্দ্র (Election Booth)। প্রায় ১.৭০ লক্ষেরও বেশি নিরাপত্তা কর্মী মোতায়েন করা হয়েছে বলে জানা যাচ্ছে। রাজ্যের মোট ৫২,১৩৯টি ভোটকেন্দ্রে পুলিশ ও হোম গার্ড মোতায়েন করার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (Election Commission)।

রাজস্থানের বিধানসভা নির্বাচন যাতে সুষ্ঠুভাবে হয় সেই লক্ষ্যে ৭০ হাজারের বেশি রাজস্থান পুলিশ, ১৮ হাজার রাজস্থান হোম গার্ড, ২ হাজার রাজস্থান বর্ডার হোম গার্ড, ১৫ হাজার অন্যান্য রাজ্যের পুলিশ (উত্তরপ্রদেশ, গুজরাট, হরিয়ানা, মধ্যপ্রদেশ), ১২০ কোম্পানি আরএসি মোতায়েন করা হয়েছে। ৫টি প্রতিবেশী রাজ্যের সঙ্গে রাজস্থানের আন্তঃরাজ্য সীমান্তে ২৭৬টি চেকপোস্ট তৈরি করা হয়েছে। পাশাপাশি অপ্রীতিকর ঘটনা এড়াতে কেন্দ্রীয় আধাসামরিক বাহিনী থেকে সশস্ত্র বাহিনী সহ সব মিলিয়ে মোট ১ লক্ষ ৭০ হাজারেরও বেশি নিরাপত্তা কর্মী মোতায়েন করা হয়েছে।