বিচারপতিদের স.ততা প্রসঙ্গে মুখ খুললেন সুপ্রিম কোর্টের বিচারপতিই

বিচারপতিদের সততা প্রসঙ্গে মুখ খুললেন সুপ্রিম কোর্টের বিচারপতি দীপঙ্কর দত্ত। তাঁর বক্তব্য, “বিচারপতি সৎ হবেন, সেটাই স্বাভাবিক। কিন্তু যেভাবে বিচারপতি সৎ এবং অসৎ বলে লেবেল দেওয়া হচ্ছে, সেটা দুর্ভাগ্যজনক।”

সাম্প্রতিক বাংলার পরিস্থিতিতে বিভিন্ন মামলায় বারবার একাধিক বিচারপতির এজলাসে ব্যাকফুটে মেতে হয়েছে রাজ্যকে। এইসব মামলার তদন্ত করছে বিভিন্ন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। এই পরিস্থিতিতে রাজ্য জুডিশিয়াল অফিসারদের একটি সংগঠনের শতবর্ষের অনুষ্ঠানে সুপ্রিম কোর্টের বিচারপতি দীপঙ্কর দত্ত বলেন, “বিচারপতি সৎ হবেন, সেটাই স্বাভাবিক। কিন্তু যেভাবে বিচারপতি সৎ এবং অসৎ বলে লেবেল দেওয়া হচ্ছে, সেটা দুর্ভাগ্যজনক।”

অবসরপ্রাপ্ত বিচারপতি এস পি তালুকদার আবার বলেন,  “বিচারপতি সততার কথা বলে ঔদ্ধত্য দেখিয়ে ফেলছেন।” বিচারপতি দীপঙ্কর দত্তের আরও বলেন, কাউকে শাস্তি স্বরূপ বদলি করে দেওয়া যায় না।

Previous articleভারতে তৈরি যু.দ্ধবিমান তেজসে উড়ান প্রধানমন্ত্রী মোদির
Next articleবি.ক্ষিপ্ত কিছু ঘটনা ছাড়া মোটের উপর নি.র্বিঘ্নে ভোট মিটল মরুরাজ্যে!