‘বাংলাদেশে প্রচুর ভারত বি.দ্বেষী আছে’! মন্তব্যের পর নিজের দেশে ব.য়কটের মুখে চঞ্চল চৌধুরী

বিশ্বকাপের ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হারতে হয়েছে ভারতকে। ভারতের হারের পর ওপার বাংলার অনেকেই তা নিয়ে মিম, ট্রোল, হাসি ঠাট্টার বন্যা বইয়ে দিয়েছেন। ফাইনালের এক সপ্তাহেও তাঁদের উল্লাসে ছেদ পড়েনি! বরং ঠাট্টা-মশকরা উত্তরোত্তর বেড়েই চলেছে। এহেন অবস্থায় যখন দুই বাংলার শিল্পীরা কাঁটাতার-সীমান্ত পেরিয়ে সংস্কৃতির মেলবন্ধনের চেষ্টা করছেন, তখন পদ্মাপাড়ের একাংশ ভারতের হার নিয়ে একের পর এক কুরুচিকর আক্রমণ করেই চলেইছেন। এবার সেই প্রেক্ষিতেই নিজের দেশের সমালোচনায় অভিনেতা চঞ্চল চৌধুরী (Chanchal Chowdhury)। আর তাতেই নিজের দেশের নাগরিকদের কাছেই আক্রমণের মুখে পড়েছেন চঞ্চল।

ভারতের হারে কিছু বাংলাদেশির অতিরিক্ত উচ্ছ্বাস নিয়ে চঞ্চল বলেন, ‘খেলাকে মানুষ মাঠের মধ্যে সীমাবদ্ধ রাখছেন না, সেটা খারাপ লাগার জায়গা। খেলায় হারজিতের কারণে হিংসার ছবি প্রকাশ্যে আসা ঠিক নয়। বাংলাদেশে অনেক ভারত বিদ্বেষী আছেন, এটা অস্বীকার করার জায়গা নেই। সে রাজনীতি হোক কিংবা খেলা। সবক্ষেত্রেই। এটা বাস্তব। সব দেশেই এমন থাকে। বাংলাদেশেও আছে।”

চঞ্চলের এহেন মন্তব্য ভাইরাল হতেই পদ্মাপাড়ে শোরগোল। সোশাল মিডিয়ায় অনেকে অভিনেতাকে কটাক্ষ করেছেন। কারও মন্তব্য, ‘আজকাল কলকাতায় কাজে যাচ্ছেন বলে নিজের দেশের নিন্দে করবেন?’ কেউ কেউ আবার তাঁর সিনেমা বয়কটের ডাকও দিয়েছেন। প্রসঙ্গত, দিন কয়েক আগেই বাংলাদেশের এই ‘বিকৃত’ উল্লাসের বিরোধিতা বিরোধিতা করেছিলেন অভিনেতা ঋত্বিক চক্রবর্তীও (Ritwick Chakraborty)।

আরও পড়ুন- মধ্যপ্রদেশে বালি মাফিয়ার দৌরাত্ম, সরকারি আধিকারিককে লরির চাকায় পি.ষে খু.ন

Previous articleমধ্যপ্রদেশে বালি মাফিয়ার দৌরাত্ম, সরকারি আধিকারিককে লরির চাকায় পি.ষে খু.ন
Next articleশার্দুল ঠাকুর-টিম সাউদিকে ছেড়ে দিল KKR, রাখলো রাসেল-নারিনকে