Saturday, August 23, 2025

‘*401*‘ ডায়াল করলেই স.র্বনাশ! প্র.তারকদের ফাঁদে ফাঁকা ব্যাঙ্ক অ্যাকাউন্ট

Date:

Share post:

অনলাইন শপিং বা ফুড অর্ডার- শহর ও শহরতলির মানুষের নিত্যদিনের অভ্যাস হয়ে দাঁড়িয়েছে। ঠিকানা খুঁজে না পেলে প্রায়ই ফোন করেন ডিলিভারি দিতে আসা ব্যক্তি। কিন্তু সেই ফোনকে ঢাল করতেই প্রতারণা চক্র চালাচ্ছে প্রতারকরা। এক ফোনকলেই হাওয়া হচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট।

কীভাবে করা হচ্ছে প্রতারণা?

কাস্টমার কেয়ার (Customer Care) থেকে ফোন, বলা হচ্ছে ঠিকানা খুঁজে পাচ্ছে না ডেলিভারি বয়। তারপরেই অনুরোধ, ‘‘একবার ফোন করে নিন‘‘। নম্বরও দেয় কাস্টমার কেয়ার। কিন্তু ডায়াল (Dial) করার আগে ‘*401*’ ডায়াল করতে হবে। তাতে সরাসরি ফোন যাবে ডেলিভারি বয়ের কাছে। এই কথায় ভুলে যেই ডায়াল করলেন, সেই মাত্র অ্যাকাউন্ট ফাঁকা। তবে, কোনও এসএমএস-এ নয়, ইমেলে জানানো হয় টাকা উধাওয়ের কথা। যতক্ষণে আপনি বুঝতে পারবেন আপনি প্রতারণার শিকার, ততক্ষণে টাকা গায়েব।

কাস্টমার কেয়ার (Customer Care) নয়, আসলে ফোন করে সাইবার প্রতারকরা। ‘স্টার ৪০১ স্টার’ ডায়াল করায় গ্রাহকের অ্যাকসেস পেয়ে যায় হ্যাকাররা। তারপরই ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফাঁকা। শুধু কলকাতা বা বাংলার নয়, এভাবে টাকা খুইয়েছেন দেশের বিভিন্ন প্রান্তের মানুষ। শুধু টাকা নয়, হ্যাকারদের হাতে চলে যাচ্ছে ব্যক্তিগত ছবি, ভিডিও, কনটাক্ট সবই।

সাইবার বিশেষজ্ঞদের মতে, নিজের মোবাইল থেকে অন্য নম্বরে কল ফরওয়ার্ডের ক্ষেত্রে ‘*401*’ ডায়াল করতে হয়। এক্ষেত্রে প্রতারকদের নম্বরে ফোনকল ফরওয়ার্ড হয়ে যাচ্ছে। ফলে যে কোনও কল, এসএমএস প্রতারকদের কাছেই পৌঁছচ্ছে। এমনকী, অনলাইনে বেশি টাকা তুলতে গেলে যে ওটিপি যায়, তাও যাচ্ছে প্রতারকদের মোবাইলেই। ফলে গ্রাহকের অজান্তেই তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফাঁকা হয়ে যাচ্ছে। এক্ষেত্রে সতর্ক থাকাই প্রতারণা থেকে বাঁচার উপায় বলে পরামর্শ বিশেষজ্ঞদের।

spot_img

Related articles

ফের ডুরান্ড কাপ জয় নর্থইস্টের

প্রতিযোগিতায় দুরন্ত শুরুটা করলেও শেষরক্ষা করতে পারল না। একটানা ম্যাচ। নর্থইস্ট ইউনাইটেডের(North East United) বিরুদ্ধে খানিকটা ক্লান্তিটাই যেন...

‘মাখন চোর’ বলা যাবে না! কৃষ্ণের লীলা বদলানোর চেষ্টা মধ্যপ্রদেশে, কড়া জবাব বিরোধীদের

এবার বিজেপি শাসিত মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রীর আজব দাবি! কৃষ্ণের লীলা বদলানোর চেষ্টা করছে গেরুয়া শিবির। শ্রীকৃষ্ণকে ‘মাখন চোর’ বলায়...

মোদি-শাহ যেখানে যাবে, সেখানেই জিতবে তৃণমূল

মোদি-শাহ বাংলার যেখানে পা দেবে সেখানেই জিতবে তৃণমূল কংগ্রেস (TMC)। ওরা যত ডেইলি প্যাসেঞ্জারি করবে তত ভোট বাড়বে...

বাংলা ভাষার অপমান মানব না, সরব গর্বিত বাঙালি ঋতুপর্ণা

বিজেপি রাজ্যে বাংলাভাষীদের হেনস্থা, ক্রমাগত বাংলা ভাষার অপমানে গর্জে উঠেছে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস। বাংলা ভাষা ও বাঙালির...