Sunday, August 24, 2025

স্যোশাল মিডিয়া বোমা ফেটেছিল রবিবার রাতে। সোমবারই বিয়ে করছেন পরমব্রত চট্টোপাধ্যায় (Parambrata Chatterjee) ও পিয়া চক্রবর্তী (Piya Chakraborty)। তবে, বিষয়টি নিয়ে চূড়ান্ত গোপনীয়তা বজায় রাখতে চেয়েছিলেন পাত্র-পাত্রী, এমনকী তাঁদের ঘনিষ্ট মহলও ছিল স্পিকটি নট। তবে, খবর চাপা থাকেনি সংবাদ মাধ্যমের কাছে। সোমবার যোধপার্কে পরমব্রতর বাড়িতেই চারহাত এক হল। আইনি বিয়ে হল পরমব্রত-পিয়ার। উপস্থিত ছিলেন একেবারেই ঘনিষ্ট আত্মীয় ও বন্ধুরা।

সূত্রের খবর, লালপাড় হালকা রঙের বেনারসিতে সেজেছিলেন পিয়া। পরমের পরনে ছিল ম্যাচিং সিল্কের পাঞ্জাবী ও চুড়িদার। সই করেই বিয়ে সারেন তাঁরা। তবে, পাতে ছিল বাঙালি মেনু। ভাত, বিভিন্ন ধরনের মাছ, পাঁঠার মাংস। আর রকমারি মিষ্টি। দুপুরে বিয়ে সেরে রাতে শহরের এক অভিজাত হোটেল ডিনারে যাওয়ার কথা নবদম্পতির। তবে কি রিসেপশন হবে না! হবে। কিছু পরেই বিশাল প্রীতিভোজের আয়োজন করা হবে বলে পারিবারিক সূত্রে খবর।

অনেকদিন ধরেই কানাঘুষো ছিল পরম ও পিয়ার সম্পর্কের। সঙ্গীতশিল্পী অনুপম রায়ের প্রাক্তন স্ত্রী পিয়া চক্রবর্তীর সঙ্গে বেশ কয়েক বছর ধরেই প্রেম করছিলেন অভিনেতা তথা চিত্র পরিচালক পরমব্রত চট্টোপাধ্যায় (Parambrata Chatterjee)। অনুপমের সঙ্গে বিয়ে ভাঙার কারণও না কি সেটাই।  তবে, এই বিষয়ে কোনও দিনই পরমব্রত বা অনুপম বা পিয়া কেউই সংবাদমাধ্যমের সামনে মুখ খোলেননি। অন্যদিকে পিয়ার সঙ্গে সম্পর্কের গুঞ্জনের আগে বিদেশিনী ইকার সঙ্গে দীর্ঘদিন লিভ ইন রিলেশনশিপে ছিলেন পরম। তবে, লকডাউনের সময়ই সেই সম্পর্কে ছেদ পড়ে। কিন্তু স্টুডিয়ো পাড়ায় কান পাতলে শোনা যাচ্ছিল টলিউডের মোস্ট এলিজেবল ব্যাচেলার এবার সিঙ্গল তকমা ঘোচাতে চলেছেন। আজই বান্ধবী পিয়া চক্রবর্তীর সঙ্গে সাত পাকে বাঁধা পড়লেন তিনি। পরম-পিয়াকে নতুন জীবনের শুভেচ্ছা।


Related articles

২৬-এ বড় খেলা হবে: ভাষা আন্দোলনের মঞ্চ থেকে মোদিকে চ্যালেঞ্জ অরূপের

বিজেপি ইতিহাস পড়েনি। ওদের ইংল্যান্ডে গিয়ে জেনে আসা দরকার বাঙালি স্বাধীনতা সংগ্রামে রক্ত-জীবন দিয়ে কীভাবে দেশের সম্মান ছিনিয়ে...

শাশ্বতকে সাহসী ভেবেছিলাম, অভিনেতাকে মেরুদণ্ডহীন বললেন বিবেক-পত্নী পল্লবী!

বেছে বেছে বিজেপি বিরোধী রাজ্যকে নিয়ে সিনেমা বানানো বলিউড পরিচালক বিবেক অগ্নিহোত্রীর (Vivek Agnihotri)'দ্য বেঙ্গল ফাইলস'-এর (The Bengal...

বাংলাদেশে সাসপেন্ড, ভারতে আশ্রয় নিতে গিয়ে গ্রেফতার হাসিনার পুলিশকর্তা

বসিরহাটের স্বরূপনগর হাকিমপুর সীমান্ত দিয়ে বেআইনি ভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টা করলে শনিবার বিকেলে বিএসএফ-এর (BSF) হাতে আটক হন...

এশিয়া কাপের জন্যই দলীপের নেতৃত্বের প্রস্তাব ফিরিয়েছিলেন শ্রেয়স!

কয়েকদিন আগেই এশিয়া কাপের দল ঘোষণা করেছেন ভারতীয় দলের নির্বাচকরা। কিন্তু সেই দলেই সুযোগ পাননি শ্রেয়স আইয়ার(Shreyas Iyer)।...
Exit mobile version