Monday, August 25, 2025

এমনটা যে হতে পারে তা কখনও স্বপ্নেও ভাবেননি। অথচ বাস্তবে তেমন ঘটনারই সম্মুখীন হলেন তিনি। দিল্লির সুলতানপুরিতে এক দম্পতির অশান্তি এমন চরম পর্যায়ে পৌঁছায় যে, স্বামীর কান কামড়ে ছিঁড়ে নিলেন স্ত্রী।কী ‘অপরাধ’ করেছিলেন স্বামী?তিনি স্ত্রীকে বাড়ি পরিষ্কার করতে বলেছিলেন। তা নিয়েই শুরু হয় কথা কাটাকাটি।এরই মাঝে স্বামীর কান ছিঁড়ে নেন স্ত্রী। পরিস্থিতি এতটাই গুরুতর ছিল যে শেষপর্যন্ত স্বামীর কানে অস্ত্রোপচার করতে হয়। অভিযুক্ত স্ত্রীর বিরুদ্ধে থানায় অভিযোগও দায়ের করেছেন আক্রান্ত স্বামী।

ঘটনার সূত্রপাত গত ২০ নভেম্বর সকাল সাড়ে ৯টা নাগাদ। আবর্জনা ফেলতে বাড়ির বাইরে বেরিয়েছিলেন ৪৫ বছরের ওই ব্যক্তি। সেই সময় তাঁর স্ত্রীকে বাড়ি পরিষ্কার করার কথা বলেছিলেন। তাতেই রেগে যান স্ত্রী। আবর্জনা ফেলে বাড়িতে ঢুকতেই ঝগড়া শুরু করে দেন স্ত্রী। সেই অশান্তির মাঝেই হঠাৎ ঝাঁপিয়ে পড়েন স্বামীর উপর। ওই ব্যক্তি বলেছেন, আমি বুঝতে পারছিলাম ও আমাকে আঘাত করতে চাইছে। তাই ওকে সরিয়ে দিচ্ছিলাম।তার আরও দাবি, প্রসঙ্গ পাল্টে আচমকাই বাড়ি বিক্রি করে দেওয়ার কথা বলতে শুরু করেন স্ত্রী। বলেন, বাড়ি বিক্রি করে একটা অংশ তাঁকে দিয়ে দিতে হবে। সেই টাকায় ছেলেমেয়েকে নিয়ে তিনি আলাদা থাকবেন। তাঁকে শান্ত করার অনেক চেষ্টা করেও কোনও লাভ হয়নি। সেইসময় আক্রান্ত স্বামী বাড়ি থেকে বেরিয়ে যেতে চান। তখনই স্ত্রী পিছন থেকে ছুটে এসে তাঁর কান কামড়ে ধরে। এতটাই জোরে কামড় দিয়েছিলেন যে কানের একাংশ ছিড়ে আসে। সঙ্গে সঙ্গে তাঁকে হাসপাতালে নিয়ে যান ছেলে। অস্ত্রোপচার করতে হয় কানে।

ছেলের অভিযোগের ভিত্তিতে হাসপাতালে পৌঁছয় পুলিশ।কিন্তু জখম ব্যক্তি এতটাই অসুস্থ ছিলেন যে বয়ান রেকর্ড করাতে পারেননি। পরে কিছুটা সুস্থ হয়ে ২২ তারিখ থানায় অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ। এই ঘটনায় অবাক পুলিশও।

Related articles

পুণ্যের টানে ৬১জন একই ট্রাক্টরে! ট্রাকের ধাক্কায় যোগীরাজ্যে মৃত ৮

একটি ট্রাক্টরে একসঙ্গে ৬১ জন। সকলেই পুণ্যার্থী। উত্তর প্রদেশ থেকে রাজস্থানে পুণ্য লাভের আশায় যাওয়ার পথে ট্রাক্টরে ট্রাকের...

মহিলা সংঘের ভোটে বিপুল জয় তৃণমূলের, অন্য সমিতিতে জিতেই নন্দীগ্রামে ‘তাণ্ডব’ বিজেপির!

নন্দীগ্রামের সমবায় নির্বাচনে একদিকে নাটশাল–১ মহিলা সংঘে বিপুল জয় পেল তৃণমূল, অন্যদিকে বিরুলিয়া সমবায় কৃষি উন্নয়ন সমিতির বোর্ড...

কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি: দু-মলাটে বাংলার দুর্গোৎসবের ৪৩৪ বছরের ইতিহাস

রবিবাসরীয় সন্ধেয় গড়িয়াহাটের একটি ব্যাঙ্কয়েটে আড্ডার আবহে প্রকাশিত হল সাংবাদিক-লেখক সম্রাট চট্টোপাধ্যায়ের বই 'কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি'। উপস্থিত...

তৃণমূল–সমাজবাদী পার্টির পথে এবার আম আদমি পার্টি! জেপিসিতে থাকছে না আপও 

সংবিধান সংশোধনী বিল খতিয়ে দেখতে গঠিত যৌথ সংসদীয় কমিটি (জেপিসি) থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিল আম আদমি পার্টি।...
Exit mobile version