Friday, December 19, 2025

রাগের চোটে স্বামীর কান ছি.ড়ে নিলেন গুণধর স্ত্রী! কারণ জানেন?

Date:

Share post:

এমনটা যে হতে পারে তা কখনও স্বপ্নেও ভাবেননি। অথচ বাস্তবে তেমন ঘটনারই সম্মুখীন হলেন তিনি। দিল্লির সুলতানপুরিতে এক দম্পতির অশান্তি এমন চরম পর্যায়ে পৌঁছায় যে, স্বামীর কান কামড়ে ছিঁড়ে নিলেন স্ত্রী।কী ‘অপরাধ’ করেছিলেন স্বামী?তিনি স্ত্রীকে বাড়ি পরিষ্কার করতে বলেছিলেন। তা নিয়েই শুরু হয় কথা কাটাকাটি।এরই মাঝে স্বামীর কান ছিঁড়ে নেন স্ত্রী। পরিস্থিতি এতটাই গুরুতর ছিল যে শেষপর্যন্ত স্বামীর কানে অস্ত্রোপচার করতে হয়। অভিযুক্ত স্ত্রীর বিরুদ্ধে থানায় অভিযোগও দায়ের করেছেন আক্রান্ত স্বামী।

ঘটনার সূত্রপাত গত ২০ নভেম্বর সকাল সাড়ে ৯টা নাগাদ। আবর্জনা ফেলতে বাড়ির বাইরে বেরিয়েছিলেন ৪৫ বছরের ওই ব্যক্তি। সেই সময় তাঁর স্ত্রীকে বাড়ি পরিষ্কার করার কথা বলেছিলেন। তাতেই রেগে যান স্ত্রী। আবর্জনা ফেলে বাড়িতে ঢুকতেই ঝগড়া শুরু করে দেন স্ত্রী। সেই অশান্তির মাঝেই হঠাৎ ঝাঁপিয়ে পড়েন স্বামীর উপর। ওই ব্যক্তি বলেছেন, আমি বুঝতে পারছিলাম ও আমাকে আঘাত করতে চাইছে। তাই ওকে সরিয়ে দিচ্ছিলাম।তার আরও দাবি, প্রসঙ্গ পাল্টে আচমকাই বাড়ি বিক্রি করে দেওয়ার কথা বলতে শুরু করেন স্ত্রী। বলেন, বাড়ি বিক্রি করে একটা অংশ তাঁকে দিয়ে দিতে হবে। সেই টাকায় ছেলেমেয়েকে নিয়ে তিনি আলাদা থাকবেন। তাঁকে শান্ত করার অনেক চেষ্টা করেও কোনও লাভ হয়নি। সেইসময় আক্রান্ত স্বামী বাড়ি থেকে বেরিয়ে যেতে চান। তখনই স্ত্রী পিছন থেকে ছুটে এসে তাঁর কান কামড়ে ধরে। এতটাই জোরে কামড় দিয়েছিলেন যে কানের একাংশ ছিড়ে আসে। সঙ্গে সঙ্গে তাঁকে হাসপাতালে নিয়ে যান ছেলে। অস্ত্রোপচার করতে হয় কানে।

ছেলের অভিযোগের ভিত্তিতে হাসপাতালে পৌঁছয় পুলিশ।কিন্তু জখম ব্যক্তি এতটাই অসুস্থ ছিলেন যে বয়ান রেকর্ড করাতে পারেননি। পরে কিছুটা সুস্থ হয়ে ২২ তারিখ থানায় অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ। এই ঘটনায় অবাক পুলিশও।

spot_img

Related articles

হিজাব বিতর্কে নয়া মোড় ,সরকারি চাকরিতে যোগ দিচ্ছেন না মহিলা চিকিৎসক!

বিহারের সরকারি অনুষ্ঠানে মহিলা চিকিত্‍সকের মুখ থেকে হিজাব টেনে নামিয়ে দিয়ে বিতর্কের জন্ম দিয়েছেন সে রাজ্যের মুখ্যমন্ত্রী নীতীশ...

কারওয়ান বাজারে প্রথম আলো-র সংবাদপত্রের দফতরে হামলা! 

বাংলা দৈনিক প্রথম আলো-র দফতরে হামলা! বৃহস্পতিবার মধ্যরাতে একদল অজ্ঞাত পরিচয় ব্যক্তি সংবাদপত্রটির দফতরে ঢুকে একাধিক তলায় ব্যাপক...

জলপাইগুড়ির আকাশে ভিনগ্রহীদের যান! রহস্যময় আলো ঘিরে বাড়ছে জল্পনা

বৃহস্পতিবার রাতের আকাশে হঠাৎ রহস্যময় আলো ঘিরে চাঞ্চল্য জলপাইগুড়ি জেলায় (Jalpaiguri District)। কেউ বলছেন উল্কা কেউ বলছেন ইউএফও...

এসআইআর প্রক্রিয়ায় নজির! প্রথমবার ভোটারকে শো-কজ কমিশনের

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী (এসআইআর) প্রক্রিয়ায় এই প্রথম কোনও ভোটারকে শো-কজ নোটিশ পাঠাল নির্বাচন কমিশন। অভিযোগ, এক...