Tuesday, November 11, 2025

জল্পনার অবসান, টিম ইন্ডিয়ার কোচে পদে রইলেন দ্রাবিড়

Date:

Share post:

জল্পনার অবসান। ভারতীয় দলের কোচ হিসাবে থেকে গেলেন রাহুল দ্রাবিড়। এদিন এমনটাই জানান হল বিসিসিআইয়ের তরফ থেকে। ২০২৩ আইসিসি একদিনের ক্রিকেট বিশ্বকাপ পযর্ন্ত ভারতীয় দলের সঙ্গে চুক্তি ছিল রাহুল দ্রাবিড়ের। তারপর দ্রাবিড় আর চুক্তি বাড়াতে রাজি ছিলেন না। শেষে জোর কদমে আসরে নামে ভারতীয় ক্রিকেট বোর্ডের কর্তারা। শেষমেশ রাজি হন দ্রাবিড়। শুধু দ্রাবিড় নন, তাঁর সঙ্গীদেরও কোচ রাখা হচ্ছে। তবে কত দিনের জন্য টিম ইন্ডিয়ার জন‍্য কোচের দায়িত্ব দেওয়া হল দ্রাবিড়কে, সেটা জানানো হয়নি বিসিসিআইয়ের তরফ থেকে।

এই নিয়ে এদিন বিসিসিআই সভাপতি রজার বিনি বলেন,” দ্রাবিড়ের দর্শন, পেশাদারিত্ব এবং পরিশ্রম ভারতের সাফল্যের অন্যতম কারণ। ভারতীয় দলের প্রধান কোচ হলে সব সময় চাপ নিতে হয়। সেই চাপ নিয়ে দ্রাবিড় যেভাবে সাফল্য পেয়েছে সেটার জন্য ওকে শুভেচ্ছা জানাই। আমি খুশি দ্রাবিড় আবার কোচ হওয়ার দায়িত্ব নেওয়ার জন্য। বোর্ড এবং দ্রাবিড়ের মধ্যে সুসম্পর্ক রয়েছে। আমি বিশ্বাস করি দ্রাবিড়ের প্রশিক্ষণে ভারতীয় দল আরও সাফল্য পাবে।”

দ্রাবিড়ের চুক্তি বাড়ানো নিয়ে বোর্ড সচিব জয় শাহ বলেন,” দ্রাবিড়ের থেকে ভাল কোচ যে নেই সেটা আমি আগের বার তাঁকে কোচ করার সময়ই বলেছিলাম। দ্রাবিড় নিজের কাজ দিয়ে প্রমাণ করে দিয়েছে, সেটাই সত্যি। তাঁর ঠিক করে দেওয়া পথ দিয়েই আগামী দিনে চলবে ভারতীয় ক্রিকেট দল। বিশ্বকাপ ফাইনালের আগে টানা ১০টি ম্যাচ জিতেছিল ভারত। ট্রফি না জিতলেও বিশ্বকাপে অসম্ভব ভাল খেলেছে দল। সেই কারণে তাঁকেই আগামী দিনের দায়িত্ব দেওয়া হল। বোর্ড দ্রাবিড়ের পাশে আছে।”

২০২১ সালে টি-২০ বিশ্বকাপের পর দায়িত্ব দেওয়া হয়েছিল দ্রাবিড়কে। দ্রাবিড়ের প্রশিক্ষণে ভারত  টি-২০ বিশ্বকাপের সেমিফাইনালে পৌঁছে ছিল ভারত। এশিয়া কাপ জয় পায়। বিশ্বকাপে দুরন্ত পারফরম্যান্স করে ফাইনাল হেরে গিয়েছে ভারতীয় দল। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে হেরেছিল ভারত।

আরও পড়ুন:বিশ্রাম চান কোহলি, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সাদা বলের ক্রিকেট থেকে ছুটি চাইলেন তিনি : সূত্র

 

spot_img

Related articles

ধর্মেন্দ্রর অবস্থার অবনতি, রাতেই হাসপাতালে ছুটলেন শাহরুখ-সলমন

বর্ষীয়ান বলিউড অভিনেতা ধর্মেন্দ্রর (Dharmendra) শারীরিক অবস্থার অবনতি। রাতেই ব্রিচ ক্যান্ডি হাসপাতালে গেলেন শাহরুখ-সলমানরা (Shahrukh Khan - Salman...

সলমনই হামলার মাস্টারমাইন্ড? দিল্লি বিস্ফোরণে গ্রেফতার ব্যবহৃত গাড়ির মালিক

সাদা রঙের একটি হুন্ডাই আই–২০ গাড়ি ধীরে ধীরে এসে ট্রাফিক সিগন্যালের সামনে থামতেই মুহূর্তের মধ্যে ঘটে বিস্ফোরণ। সোমবার...

দিল্লি বিস্ফোরণের জের: কলকাতার সব থানাকে সতর্ক করেছে লালবাজার, গুরুত্বপূর্ণ মোড়ে চলছে নাকা চেকিং

দিল্লির লালকেল্লার কাছে মেট্রো স্টেশনের এক নম্বর গেটের সামনে ভয়াবহ বিস্ফোরণের জেরে দেশের রাজধানীর পাশাপাশি হাই অ্যালার্ট (High...

দিল্লির বিস্ফোরণের ঘটনায় শোকপ্রকাশ প্রধানমন্ত্রীর! ঘটনাস্থলে স্বরাষ্ট্রমন্ত্রী, গ্রেফতার গাড়ির মালিক

দিল্লির বিস্ফোরণের ঘটনায় গ্রেফতার ১। বিষ্ফোরণ হওয়া গাড়ির মালিককে গ্রেফতার করল পুলিশ। প্রসঙ্গত, শনিবার সন্ধ্যায় লালকেল্লা মেট্রো স্টেশনের...