বালুর অনুপস্থিতিতে উত্তর ২৪ পরগণায় কোর কমিটি গঠন তৃণমূল নেত্রীর

মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের অনুপস্থিতিতে উত্তর ২৪ পরগনার সংগঠনের দিকে বিশেষ নজর দিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। বুধবার উত্তর ২৪ পরগনা জেলা নেতৃত্বের সঙ্গে বৈঠক করেন মমতা বন্দ্যোপাধ্যায়। দলীয় নেতৃত্বের মধ্যে বিবাদ মিটিয়ে নেওয়ার বার্তা দেন তিনি। বাড়তি দায়িত্ব নিয়ে সকলকে কাজ করার নির্দেশও দেন নেত্রী।

গুরুত্বপূর্ণ এই জেলার সংগঠনকে ঢেলে সাজাতে আট সদস্যের কোর কমিটি গঠন করে দেন তিনি। জেলার ৩৩টি বিধানসভায় কোথায় কোনও সমস্যা আছে, তা খতিয়ে দেখবে এই কমিটি। এবং সময় সময় রিপোর্ট দেবে শীর্ষ নেতৃত্বকে।

জানা গিয়েছে, কোর কমিটিতে রয়েছেন সুজিত বসু, তাপস রায়, পার্থ ভৌমিক, রথীন ঘোষ, বিশ্বজিৎ দাস, নারায়ণ গোস্বামী, হাজি নুরুল এবং বীণা মণ্ডল। সুপ্রিমোর নির্দেশ অনুযায়ী, ১৫ দিন পর পর এই কমিটি বৈঠকে বসবে। এর আগে অনুব্রত মণ্ডলের অনুপস্থিতিতে বীরভূমেও কোর কমিটি গঠন করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

Previous articleভারতীয় দণ্ডবিধির সংশোধন নিয়ে তাড়াহুড়ো নয়, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে জবাবি চিঠি বাংলার মুখ্যমন্ত্রীর
Next articleনজিরবিহীন! বিধানসভার অধিবেশনে প্রথম ৭ প্রশ্ন কর্তা-ই অনুপস্থিত, অসন্তুষ্ট স্পিকার