Friday, November 14, 2025

উত্তরকাশীর উ.দ্ধার হওয়া শ্রমিকদের জন্য পুরস্কার ঘোষণা উত্তরাখণ্ড সরকারের!

Date:

প্রায় ৪০০ ঘণ্টা টানেলে আটকে থাকার পর মঙ্গলবার রাতে সুড়ঙ্গ থেকে বেরোলেন ৪১ জন শ্রমিক। খুশির জোয়ারে ভাসছে শ্রমিকদের পরিবার। মঙ্গলবার উদ্ধারকাজ সম্পন্ন হওয়ার পর শ্রমিকদের জন্য পুরস্কারের ঘোষণা করেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী।

১৭ দিন ধরে অন্ধকার টানেলে জীবন মৃত্যুর লড়াইয়ে শেষ হাসি হেসেছেন শ্রমিকরাই। গোটা দেশের নজর ছিল এই ঘটনার দিকে। উদ্ধারপর্বের শেষ পর্যায় সিল্কিয়ারা টানেলে পৌঁছে গিয়েছিলেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামিও। কেন্দ্রীয় মন্ত্রী ভিকে সিং কেও দেখা যায়। টানেলের থেকে একে একে শ্রমিকরা বাইরে আসতেই তাঁদের মালা পরিয়ে বরণ করে নেওয়া হয়। সফলভাবে গোটা অভিযান শেষ হওয়ায় গোটা উদ্ধারকারী দলকে ধন্যবাদ জানিয়েছেন পুষ্কর। এর পাশাপাশি প্রত্যেক শ্রমিককে ১ লক্ষ টাকা দেওয়ার ঘোষণা করেছেন তিনি। একইসঙ্গে শ্রমিকদের চিকিৎসার যাবতীয় খরচও উত্তরাখণ্ড সরকারের তরফে দেওয়া হবে বলে সেরাজ্যের মুখ্যমন্ত্রীর দফতর থেকে জানানো হয়েছে। গতকাল সুড়ঙ্গ থেকে বেরনোর পর রাতেই শ্রমিকদের সঙ্গে ফোনে কথা বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শ্রমিকরা আপাতত চিনিয়ালিসৌরের হাসপাতালে ভর্তি রয়েছেন । উদ্ধার হওয়া শ্রমিকদের শারীরিক কোনও সমস্যা নেই।

Related articles

সরকারি হাসপাতালে নাবালিকা রোগীর শ্লীলতাহানি! গ্রেফতার RG Kar আন্দোলনের ‘বিপ্লবী’ ডাক্তার

উত্তর ২৪ পরগনা জেলার বারাসাতে সরকারি হাসপাতালে নাবালিকা রোগীর শ্লীলতাহানির অভিযোগে। ঘটনায় গ্রেফতার বারাসাত মেডিকেল কলেজ ও হাসপাতালের...

আন্দুল রোডে বিধ্বংসী অগ্নিকাণ্ড! ভস্মীভূত দুই স্পঞ্জ কারখানা 

রাতের হাওড়ায় ভয়াবহ আগুনে কার্যত ছারখার হয়ে গেল আন্দুল রোডের পাশে হাঁসখালি পোল এলাকার দুটি স্পঞ্জ তৈরির কারখানা।...

সোনারপুরে শুরু হচ্ছে প্রবীণদের জন্য বিনামূল্যে নিউমোনিয়া ও ফ্লু টিকাকরণ কর্মসূচি

শীতের আগমনের সঙ্গে সঙ্গেই নিউমোনিয়ার সংক্রমণ বাড়ছে রাজ্যজুড়ে। বিশেষ করে প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে এই রোগ অনেক সময় প্রাণঘাতী...

প্রকাশিত হল আইসিএসই এবং আইএসসি পরীক্ষার সময়সূচি

প্রকাশিত হল আগামী বছরের দশম এবং দ্বাদশ শ্রেণির আইসিএসই এবং আইএসসি পরীক্ষার সময়সূচি। কাউন্সিলের তরফে এদিন বিজ্ঞপ্তি জারি...
Exit mobile version