খবরে না থাকতে পারলে তাঁর চলে না। নিত্য নতুন কাণ্ড কারখানা করে মিডিয়ার মনোযোগ আকর্ষণ করাটা বাংলার বর্তমান রাজ্যপালের অভ্যাসে পরিণত হয়েছে। এতদিন মাটিতে থেকে রাজ্যের নানা বিষয়ে নিয়ে দিল্লির কথামতো এটা ওটা মন্তব্য করছিলেন।তবে এবার রাজনীতি নয় সম্পূর্ণ অন্য পথে পা বাড়াতে চাইছেন তিনি। এবার তাঁর শখ হয়েছে মহাকাশ ভ্রমণের। ISRO-এর চেয়ারম্যানের কাছে তাই মহাকাশে যাওয়ার আবেদন করলেন সি ভি আনন্দ বোস (CV Anand Bose)। যদিও গোটা বিষয়টাই ঘটেছে একেবারে মজার ছলে।

বুধবার রাজভবনে গ্লোবাল এমার্জি পার্লামেন্টের সভায় উপস্থিত হন ইসরোর চেয়ারম্যান এস সোমনাথ (S Somnath)। এই মুহূর্তে কোন কোন প্রজেক্ট পাইপ লাইনে রয়েছে সেই প্রসঙ্গে রাজ্যপাল জানতে চান। তখন সোমনাথ জানান, ভারত এবার মহাকাশে মানুষ পাঠিয়ে ফেরত আনতে চায়। সেই নিয়ে পরিকল্পনাও চলছে। তখনই মহাকাশে যাওয়ার ইচ্ছে প্রকাশ করেন সি ভি আনন্দ বোস। ভারতের আগামী লক্ষ্য হল শুক্র গ্রহ। যেখানেও যান পাঠানোর প্রস্তুতি নিচ্ছে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা। পাশাপাশি ২০২৪ সালেই গগনযানের জন্য আরও একটি উড়ান হবে বলেও জানা যায়। চন্দ্রযানের সাফল্যের পর চাঁদে একাধিক নতুন অভিযানের পরিকল্পনাও রয়েছে, বলেন সোমনাথ।
