Thursday, May 15, 2025

বৃহস্পতিবার সকাল ম্যারাথন তল্লাশি চালাচ্ছে সিবিআই।প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠের বাড়িতেও চলে তল্লাশি।মূলত নিয়োগ দুর্নীতি মামলায় কারা সুবিধা ভোগ করেছিলেন, সেই বিষয়ে তদন্ত করতে নেমেই একের পর এক জায়গায় তল্লাশি শুরু করেছে সিবিআই। প্রভাবশালী বলে পরিচিত সেই সব ব্যক্তিদের বাড়িতে তল্লাশি চালানোর পর কী সামনে আসছে, তা দেখে তারপরই শুনানি চায় ইডি। বৃহস্পতিবার হাইকোর্টে ছিল পার্থ চট্টোপাধ্যায়ের জামিন মামলার শুনানি। সেই শুনানিও ফের পিছিয়ে গেল।

জামিন মামলার শুনানিতে ইডি-র আইনজীবীর আদালতে আর্জি জানান, তল্লাশি থেকে কী তথ্য উঠে আসে, তা আগে দেখে নিতে চান তাঁরা।তিনি বলেন, আজ এই মামলার পরিপ্রেক্ষিতেই সিবিআই বিভিন্ন এলাকায় তল্লাশি করছে। তাদের থেকে তথ্য নিয়ে সবকিছু খতিয়ে দেখে আমরা এই জামিন মামলার শুনানি চাই।পার্থর আইনজীবী কিশোর দত্তও এই বিষয়ে সহমত হন। পার্থর আইনজীবী জানান, সুপ্রিম কোর্টে এই মুহূর্তে তাঁরা জামিনের জন্য আর্জি জানাবেন না। আগামী ৪ জানুয়ারি এই মামলার শুনানের দিন ধার্য করেছে আদালত।

উল্লেখ্য, বৃহস্পতিবার পাটুলি থেকে রাজারহাট, মুর্শিদাবাদ, কোচবিহারের একাধিক জায়গায় হানা দিয়েছে সিবিআই। এই তালিকায় রয়েছে বিধায়ক অদিতি মুন্সির স্বামী তথা কাউন্সিলর দেবরাজ চক্রবর্তীর বাড়িও।  ঠিকানাও। এদিনই ডোমকলের বিধায়ক জাফিকুল ইসলামের বাড়ি থেকে লক্ষ লক্ষ টাকা উদ্ধার করেছে সিবিআই। আধিকারিকরা প্রায় ২৮ লক্ষ টাকা উদ্ধার করেছেন বলে জানা গিয়েছে।

Related articles

বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ! রাজ্য ড্রাগ কন্ট্রোলের পরীক্ষায় ডাহা ফেল ৫১ জীবনদায়ী ওষুধ

রাজ্যের বাজারে ফের মিলল জাল ও নিম্নমানের ওষুধের হদিশ। রাজ্য ড্রাগ কন্ট্রোলের সাম্প্রতিক নমুনা পরীক্ষায় গুণমান পরীক্ষায় উত্তীর্ণ...

অ্যাক্রোপলিস মলে মাতৃত্বের জাদুতে মাতোয়ারা শহর, বিশেষ দিনে সম্মানিত হলেন মা ও সন্তানরা

“মা” শব্দটি শুধু একটিমাত্র ডাক নয়—এ এক অনুভব, এক শক্তি। সেই মাতৃত্বের জাদুকেই সম্মান জানিয়ে মাতৃ দিবস উপলক্ষে...

চেন্নাইকে টেক্কা বাংলার! মৃত্যুর মুখ থেকে রুক্মিণীকে ফিরিয়ে আনল হাওড়ার হাসপাতাল

‘উন্নত চিকিৎসা মানেই দক্ষিণ ভারত’— এই ধারণাকে চ্যালেঞ্জ জানিয়ে নতুন উদাহরণ তৈরি করল হাওড়ার নারায়ণা হাসপাতাল। বাইকের ধাক্কায়...

মরণোত্তর অঙ্গদানে অনন্য দৃষ্টান্ত! চার জনকে নতুন জীবন দিলেন জয়েশ 

মৃত্যুর পরেও চারটি প্রাণে জীবনপ্রদীপ জ্বালিয়ে দিয়ে গেলেন দমদমের কাশিপুরের যুবক জয়েশ লক্ষ্মীশঙ্কর জয়সওয়াল। মাত্র ২৫ বছর বয়সে...
Exit mobile version